ETV Bharat / state

ভাঙড়ে ভোটারদের লম্বা লাইন - Booth Line

সামারি-- পঞ্চায়েত ভোটের সন্ত্রাসের কথা মাথায় রেখে দক্ষিণ 24 পরগণার বিভিন্ন এলাকায় সকাল থেকেই বুথে ভিড় করেছেন ভোটাররা ।

বুথের বাইরে ভোটারদের লম্বা লাইন
author img

By

Published : May 19, 2019, 7:47 AM IST

ভাঙড়, 19 মে : সকাল থেকেই বুথের বাইরে ভোটারদের লাইন । জয়নগর ও যাদবপুর কেন্দ্রের অন্তর্গত বুথগুলোতে শুরু হয়েছে ভোটগ্রহণ ।

ভাঙড়ের পাওয়ার গ্রিড এলাকার টোনামাছি ভাঙার 85/86 নম্বর বুথে সকাল থেকেই দেখা গেল ভোটারদের ভিড় । সকালে শুরু হয় মক পোলিং । আপাতত এলাকায় শান্তিপূর্ণভাবেই শুরু হয়েছে ভোট ।

অন্যদিকে, জয়নগর কেন্দ্রের বিভিন্ন বুথে দেখা গেল ভোটারদের লম্বা লাইন । গরম থেকে বাঁচতেই সকাল সকাল বুথে ভিড় করেন ভোটাররা । ক্যানিংয়ের দ্বারিকানাথ বিদ্যালয়ের একটি বুথে শুরু হয়েছে ভোটগ্রহণ ।

দেখুন ভিডিয়ো

পঞ্চায়েত ভোটের সন্ত্রাসের কথা মাথায় রেখে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকায় সকাল থেকেই বুথে ভিড় করেছেন ভোটাররা ।

ভাঙড়, 19 মে : সকাল থেকেই বুথের বাইরে ভোটারদের লাইন । জয়নগর ও যাদবপুর কেন্দ্রের অন্তর্গত বুথগুলোতে শুরু হয়েছে ভোটগ্রহণ ।

ভাঙড়ের পাওয়ার গ্রিড এলাকার টোনামাছি ভাঙার 85/86 নম্বর বুথে সকাল থেকেই দেখা গেল ভোটারদের ভিড় । সকালে শুরু হয় মক পোলিং । আপাতত এলাকায় শান্তিপূর্ণভাবেই শুরু হয়েছে ভোট ।

অন্যদিকে, জয়নগর কেন্দ্রের বিভিন্ন বুথে দেখা গেল ভোটারদের লম্বা লাইন । গরম থেকে বাঁচতেই সকাল সকাল বুথে ভিড় করেন ভোটাররা । ক্যানিংয়ের দ্বারিকানাথ বিদ্যালয়ের একটি বুথে শুরু হয়েছে ভোটগ্রহণ ।

দেখুন ভিডিয়ো

পঞ্চায়েত ভোটের সন্ত্রাসের কথা মাথায় রেখে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকায় সকাল থেকেই বুথে ভিড় করেছেন ভোটাররা ।

Intro:আগে কপি পাঠিয়েছি Body:এখন ছবি দিলামConclusion:দেখে নিন

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.