ETV Bharat / state

গঙ্গাসাগরের জন্য বিশেষ জিপিএস - গঙ্গাসাগর

দক্ষিণ 24পরগনা জেলায় এই মেলাকে উপলক্ষ্য করে লাখ লাখ পুণ্যার্থীর আগমন হয় ।

Gangasagar
Gangasagar
author img

By

Published : Dec 25, 2020, 2:07 PM IST

গঙ্গাসাগর, 25 ডিসেম্বর : কথায় আছে, সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার । তাই পবিত্র গঙ্গা জল, সিঁদুর বিভূতি সংগ্রহের আগ্রহ থাকে পুণ্যার্থীদের মধ্যে । কোভিড পরিস্থিতির মধ্যে এই সংগ্রহ কঠিন । তবে, কঠিন হলেও বিষয়টি যাতে অসম্ভব না হয়ে দাঁড়ায় তাই অনলাইনে তা সংগ্রহের ব্যবস্থা করেছে দক্ষিণ 24 পরগনা জেলা দপ্তর । পৌষ সংক্রান্তিতে গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রম চত্বরে মেলার আয়োজন । হাতে একমাসের কম সময় । ফলে, কোভিড পরিস্থিতির মধ্যে আয়োজনের তৎপরতা তুঙ্গে ।

দক্ষিণ 24 পরগনা জেলায় এই মেলাকে উপলক্ষ্য করে লাখ লাখ পুণ্যার্থীর আগমন হয় । কোরোনা ভাইরাস যখন নতুনভাবে আঘাতের জন্য তাল ঠুকছে তখন বিধিনিষেধ মেনেই শুরু হয়েছে প্রস্তুতি ।

দক্ষিণ 24 পরগনার জেলাশাসক পি উলগানাথন বলেন, কোরোনা পরিস্থিতি সামলাতে তাঁরা যাবতীয় প্রস্তুতি নেবেন । প্রত্যেক পুণ্যার্থীর স্বাস্থ্য পরীক্ষা করে মেলা প্রাঙ্গণে ঢুকতে দেওয়া হবে । এখানেই শেষ নয়, সারা দেশ থেকে এই মেলা উপলক্ষে পুণ্যার্থীদের আগমন । ফলে তাঁদের আগমনে যাতে অসুবিধা না হয় সে ব্যাপারে বিশেষ উদ্যোগ নেওয়া হবে । গঙ্গাসাগরগামী যাবতীয় বাস এবং ভেসেলকে জিপিএসের আওতায় নিয়ে আসা হবে । যাতে বাস এবং ভেসেলের গতিবিধির উপর নজরদারি থাকে । সেইমতো ব্যবস্থা নিয়ে তাঁদের দ্রুত গন্তব্যে পৌঁছে দেওয়া হবে । মেলা প্রাঙ্গণকে ইন্টারনেট-নজরদারিতে রেখে কোভিড পরিস্থিতির মধ্যে সফল গঙ্গাসাগর মেলার আয়োজনই এখন পাখির চোখ ।

গঙ্গাসাগর, 25 ডিসেম্বর : কথায় আছে, সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার । তাই পবিত্র গঙ্গা জল, সিঁদুর বিভূতি সংগ্রহের আগ্রহ থাকে পুণ্যার্থীদের মধ্যে । কোভিড পরিস্থিতির মধ্যে এই সংগ্রহ কঠিন । তবে, কঠিন হলেও বিষয়টি যাতে অসম্ভব না হয়ে দাঁড়ায় তাই অনলাইনে তা সংগ্রহের ব্যবস্থা করেছে দক্ষিণ 24 পরগনা জেলা দপ্তর । পৌষ সংক্রান্তিতে গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রম চত্বরে মেলার আয়োজন । হাতে একমাসের কম সময় । ফলে, কোভিড পরিস্থিতির মধ্যে আয়োজনের তৎপরতা তুঙ্গে ।

দক্ষিণ 24 পরগনা জেলায় এই মেলাকে উপলক্ষ্য করে লাখ লাখ পুণ্যার্থীর আগমন হয় । কোরোনা ভাইরাস যখন নতুনভাবে আঘাতের জন্য তাল ঠুকছে তখন বিধিনিষেধ মেনেই শুরু হয়েছে প্রস্তুতি ।

দক্ষিণ 24 পরগনার জেলাশাসক পি উলগানাথন বলেন, কোরোনা পরিস্থিতি সামলাতে তাঁরা যাবতীয় প্রস্তুতি নেবেন । প্রত্যেক পুণ্যার্থীর স্বাস্থ্য পরীক্ষা করে মেলা প্রাঙ্গণে ঢুকতে দেওয়া হবে । এখানেই শেষ নয়, সারা দেশ থেকে এই মেলা উপলক্ষে পুণ্যার্থীদের আগমন । ফলে তাঁদের আগমনে যাতে অসুবিধা না হয় সে ব্যাপারে বিশেষ উদ্যোগ নেওয়া হবে । গঙ্গাসাগরগামী যাবতীয় বাস এবং ভেসেলকে জিপিএসের আওতায় নিয়ে আসা হবে । যাতে বাস এবং ভেসেলের গতিবিধির উপর নজরদারি থাকে । সেইমতো ব্যবস্থা নিয়ে তাঁদের দ্রুত গন্তব্যে পৌঁছে দেওয়া হবে । মেলা প্রাঙ্গণকে ইন্টারনেট-নজরদারিতে রেখে কোভিড পরিস্থিতির মধ্যে সফল গঙ্গাসাগর মেলার আয়োজনই এখন পাখির চোখ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.