সোনারপুর: 26 জুলাই: বেআইনিভাবে ভ্যাকসিন ক্যাম্প চালানোর অভিযোগে শনিবার গ্রেফতার হয়েছিলেন স্বাস্থ্য দফতরের কর্মী মিঠুন মণ্ডল ৷ মিঠুনের একাধিক ক্যাম্প থেকে ভ্যাকসিন নিয়েছেন এমন 45 জনের তালিকা তৈরি করে এবং তাঁদের নাম, ঠিকানা ও ফোন নম্বর নিয়ে তাঁদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নিচ্ছে সোনারপুর থানার পুলিশ । কিভাবে মিঠুনের সঙ্গে তাঁদের যোগাযোগ হয়েছিল, কত টাকার বিনিময়ে তাঁরা ভ্যাকসিন নিয়েছিলেন, ফাস্ট না সেকেন্ড কোন ডোজ নিয়েছেন সে সম্পর্কে জানতে চায় পুলিশ। এই বিষয়ে পরবর্তী ডোজ নেওয়ার জন্য স্বাস্থ্য দফতরের সঙ্গে যোগাযোগ করার পরামর্শও দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে । এই ঘটনা সামনে আসার পর থেকে ভ্যাকসিন নেওয়া মানুষজনও আতঙ্কে রয়েছেন ।
বেআইনি ভ্যাকসিন ক্যাম্প চালানোর অভিযোগে সোনারপুরের রূপনগর থেকে মিঠুনকে গ্রেফতার করে পুলিশ । তাঁর কাছে থেকে উদ্ধার হয়েছে কোভিশিল্ডের ২টি ভায়াল । তিনি স্বাস্থ্য দফতরের কর্মী । ডায়মন্ডহারবার পঞ্চগ্রাম প্রাইমারি হেল্থ সেন্টারের ফার্মাসিস্ট । কিন্তু সোনারপুরে বিভিন্ন ক্যাম্প করে একাধিক জায়গায় ভ্যাকসিন দিচ্ছেন বলে পুলিশ গোপন সূত্রে খবর পায় ।
আরও পড়ুন: পরিবারের অজান্তেই বেআইনি ভ্যাকসিন ক্যাম্প চালাচ্ছিলেন স্বাস্থ্যকর্মী মিঠুন মণ্ডল
পুলিশ সূত্রে খবর, প্রাথমিকভাবে 45 জন ভ্যাকসিন নিয়েছেন তাঁর কাছ থেকে বলে জানা যাচ্ছে । তবে এই সংখ্যা একশোও ছাড়াতে পারে । উদ্ধার হওয়া ভ্যাকসিন আসল কিনা তা জানতে ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ । এর সঙ্গে স্বাস্থ্য দফতরের কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে । পুলিশ সূত্রে আরও খবর, যাঁরা ভ্যাকসিন নিচ্ছিলেন তাঁদের ফোনে ডায়মন্ডহারবারের একটি ভ্যাকসিন কেন্দ্রের নাম আসছিল । কিন্তু সোনারপুরে ভ্যাকসিন নেওয়ার কোনও মেসেজ আসছিল না বলেই সন্দেহ হয় । তখনই তাঁরা পুলিশকে খবর দেন । পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মিঠুনকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে । এরসঙ্গে আরও কারা কারা জড়িত তার তদন্ত করছে পুলিশ ।