ETV Bharat / state

BJP-র মিছিলে যাচ্ছেন, 5000 টাকায় জীবন চলবে তো ? হুঁশিয়ারি মমতার - kolkata

আজ মথুরাপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী চৌধুরি মোহন জাটুয়ার সমর্থনে সভা করেন মমতা । সেখানে বাংলার মানুষকে BJP-র সঙ্গে যেতে নিষেধ করলেন তৃণমূল সুপ্রিমো । পাশাপাশি BJP-কে উগ্র ও মৌলবাদী বলে আক্রমণ করেন তিনি ।

মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : May 16, 2019, 1:56 PM IST

Updated : May 16, 2019, 2:17 PM IST

মথুরাপুর, 16 মে : বাংলার মানুষকে BJP-র সঙ্গে যেতে নিষেধ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি । তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "যারা যাবেন সমাজ তাঁদের ভালোবাসবে না ।"

আজ মথুরাপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী চৌধুরি মোহন জাটুয়ার সমর্থনে সভা করেন মমতা । সেখানে তিনি বলেন, "BJP উগ্র রাজনীতি করে । ওরা মৌলবাদী ।" আরও বলেন, "কতগুলো শয়তান, দুষ্টু লোক দেশের সব অধিকার কেড়ে নিয়েছে । সংখ্যালঘুদের উপর অত্যাচার চালাচ্ছে । যাকে খুশি খুন করছে । কখনও আম্বেদকরের মূর্তি ভাঙছে । ত্রিপুরাতেও স্ট্যাচুও ভেঙেছে । বাংলায় লজ্জাজনক ঘটনা ঘটিয়েছে । বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে । অমিত শাহর নেতৃত্বে এই ঘটনা ঘটেছে । মনীষীদের গায়ে হাত দিলে কেউ ছেড়ে কথা বলবে না ।"

এরপর মানুষের কাছে আবেদন করে মমতা বলেন, "যারা BJP করেন তারা ছেড়ে চলে আসুন । বাংলার সংস্কৃতিকে ভালোবাসেন তো ? তাহলে চলে আসুন ।" BJP টাকা দিচ্ছে বলেও অভিযোগ করেন মমতা । রাতের বেলায় গ্রামে গ্রামে পাহারা দিন । সেন্ট্রাল ফোর্সের সাহায্যে অনেক জায়গায় টাকা নিয়ে যাচ্ছে । বলছে, তুই একটা এজেন্ট হয়ে যা । 5000 টাকা দেব । মনে রাখবেন নরেন্দ্র মোদিকে বাংলার লোক একটি ভোটও দেন, এর থেকে অবিশ্বাস্য কাজ কিছু হবে না । কালও বলে গেছে 300 পাব । 100 পেলে হয় ! নরেন্দ্র মোদি ইতিমধ্যে হেরে গেছে । হেরো বাবু । হেরে গিয়ে কয়েকটা ক্যাডারকে চাঙ্গা করার জন্য বলছে, বাংলায় এত আসন পাব ।" মমতা বলেন, "যারা BJP-র মিছিলে যাচ্ছেন, প্রশ্ন করুন, 5000 টাকায় জীবন চলবে তো ? পাড়ায় গদ্দার হিসেবে চিহ্নিত হয়ে যাচ্ছেন । সুতরাং BJP-কে বর্জন করুন । যখনই দেখবেন কিছু হচ্ছে, বুঝবেন BJP করাচ্ছে । বাংলায় যা অত্যাচার করেছ সব বদলা ইঞ্চিতে ইঞ্চিতে নেব ।"

মথুরাপুর, 16 মে : বাংলার মানুষকে BJP-র সঙ্গে যেতে নিষেধ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি । তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "যারা যাবেন সমাজ তাঁদের ভালোবাসবে না ।"

আজ মথুরাপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী চৌধুরি মোহন জাটুয়ার সমর্থনে সভা করেন মমতা । সেখানে তিনি বলেন, "BJP উগ্র রাজনীতি করে । ওরা মৌলবাদী ।" আরও বলেন, "কতগুলো শয়তান, দুষ্টু লোক দেশের সব অধিকার কেড়ে নিয়েছে । সংখ্যালঘুদের উপর অত্যাচার চালাচ্ছে । যাকে খুশি খুন করছে । কখনও আম্বেদকরের মূর্তি ভাঙছে । ত্রিপুরাতেও স্ট্যাচুও ভেঙেছে । বাংলায় লজ্জাজনক ঘটনা ঘটিয়েছে । বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে । অমিত শাহর নেতৃত্বে এই ঘটনা ঘটেছে । মনীষীদের গায়ে হাত দিলে কেউ ছেড়ে কথা বলবে না ।"

এরপর মানুষের কাছে আবেদন করে মমতা বলেন, "যারা BJP করেন তারা ছেড়ে চলে আসুন । বাংলার সংস্কৃতিকে ভালোবাসেন তো ? তাহলে চলে আসুন ।" BJP টাকা দিচ্ছে বলেও অভিযোগ করেন মমতা । রাতের বেলায় গ্রামে গ্রামে পাহারা দিন । সেন্ট্রাল ফোর্সের সাহায্যে অনেক জায়গায় টাকা নিয়ে যাচ্ছে । বলছে, তুই একটা এজেন্ট হয়ে যা । 5000 টাকা দেব । মনে রাখবেন নরেন্দ্র মোদিকে বাংলার লোক একটি ভোটও দেন, এর থেকে অবিশ্বাস্য কাজ কিছু হবে না । কালও বলে গেছে 300 পাব । 100 পেলে হয় ! নরেন্দ্র মোদি ইতিমধ্যে হেরে গেছে । হেরো বাবু । হেরে গিয়ে কয়েকটা ক্যাডারকে চাঙ্গা করার জন্য বলছে, বাংলায় এত আসন পাব ।" মমতা বলেন, "যারা BJP-র মিছিলে যাচ্ছেন, প্রশ্ন করুন, 5000 টাকায় জীবন চলবে তো ? পাড়ায় গদ্দার হিসেবে চিহ্নিত হয়ে যাচ্ছেন । সুতরাং BJP-কে বর্জন করুন । যখনই দেখবেন কিছু হচ্ছে, বুঝবেন BJP করাচ্ছে । বাংলায় যা অত্যাচার করেছ সব বদলা ইঞ্চিতে ইঞ্চিতে নেব ।"

Mangaluru (Karnataka), May 15 (ANI): Special prayers were offered to please God of rain in Karnataka's Mangaluru. Special prayers 'Seeyalabhisheka' were held at Kadri Manjunatha Temple in Mangaluru yesterday. Coconuts were offered to the God. Prayers were performed after the authorities of temple issued a circular for the prayers.
Last Updated : May 16, 2019, 2:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.