ETV Bharat / state

Skeleton Recovered: নরেন্দ্রপুরে বাড়ির সেপটিক ট্যাংকে নরকঙ্কাল, পুরনো একটি ঘটনার সংযোগ খুঁজছেন স্থানীয়রা

চাঞ্চল্যকর ঘটনা নরেন্দ্রপুরে ৷ বাড়ির সেপটিক ট্যাংক থেকে উদ্ধার নর কঙ্কাল ৷ সঙ্গে পাওয়া গিয়েছে শাড়ি ও শাখা-পলা ৷

Skeletons
নর কঙ্কাল
author img

By

Published : Feb 2, 2023, 6:19 PM IST

নরেন্দ্রপুরে বাড়ির সেপটিক ট্যাংক থেকে উদ্ধার নর কঙ্কাল

নরেন্দ্রপুর, 2 ফেব্রুয়ারি: বাড়ির সেপটিক ট্যাংক থেকে উদ্ধার হল নরকঙ্কাল ৷ ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর থানার জগদীশপুর এলাকায় । জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা সঞ্জিত সরকারের বাড়িতে বুধবার থেকে সেপটিক ট্যাংক পরিষ্কারের কাজ শুরু হয় । ট্যাংকের জল বের করতেই প্রথমে দেখা মেলে মহিলাদের পোশাকের কয়েকটি অংশ ৷ পরিষ্কারের কাজ করছিলেন যে সমস্ত শ্রমিকরা তারা তা বন্ধ করে দিতে চান ৷ পরে বাড়ির মালিক কাজ চালিয়ে যেতে বলেন ৷ শেষমেশ ট্যাংক থেকে উদ্ধার হয় নরকঙ্কাল ।

গ্রামবাসীরা নরেন্দ্রপুর থানার পুলিশকে খবর দেয় । ঘটনাস্থলে পৌঁছয় নরেন্দ্রপুর থানার পুলিশ । উদ্ধার করা হয় কঙ্কালের মাথার খুলি ও দেহের বিভিন্ন অংশের হাড় । পুলিশ সূত্রে খবর, বর্তমানে মালিক সঞ্জিত সরকার পাঁচ বছর আগে বাড়িটি কেনেন ৷ গতকাল থেকে বাড়ির সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারের কাজ শুরু হয়েছিল । আজ সেপটিক ট্যাংক পরিষ্কারের সময় শ্রমিকেরা নরকঙ্কালটিকে দেখতে পান । নরকঙ্কাল দেখে খবর দেওয়া হয় পুলিশে । পুলিশ এসে নরকঙ্কালটি উদ্ধার করে নিয়ে যায় । 2013 ওই এলাকা থেকে দুটি মহিলা নিখোঁজ হয় । এদের সঙ্গে ওই উদ্ধার হওয়া কঙ্কালের কোন যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে (Skeletons Recovered from Septic Tank at Narendrapur ) ।

বাড়ির মালিকের স্ত্রী পায়েল সরকার জানান, বর্ষার সময় ট্যাংকে জল ওঠে ৷ তাই বর্ষার আগে ট্যাংকটি পরিষ্কার করার চলছিল ৷ স্থানীয় বাসিন্দা দীপঙ্কর নস্কর বলেন, এই এলাকায় 10 বছর আগে দুটি মহিলা নিখোঁজ হয়ে যান ৷ তৎকালীন বাড়ির মালিককে আমাদের সন্দেহ হয় ৷ তখন তাকে মারধরও করা হয় ৷ কিন্তু বাড়ির মালিক স্বীকার করেননি ৷ পরে ওই পরিবার বাড়ি বিক্রি করে চলে যায় । আমাদের অনুমান ওই মহিলাদের একজনের কঙ্কাল এটি। উল্লেখ্য, 2013 সালে নিখোঁজ হয়েছিলেন ওই এলাকারই কৃষ্ণা সর্দার ও ছায়া মণ্ডল। নিখোঁজ কৃষ্ণা সর্দারের মা জানান, 2013 সালে দুর্গাপুজোর বিসর্জনের দিন থেকে নিখোঁজ ছিলেন তাঁর মেয়ে ৷ পুলিশে নিখোঁজ ডায়েরি করেও সমাধান হয়নি ৷ তিনি দাবি করেন, আজ কঙ্কাল উদ্ধার হয়েছে সেটি তাঁর মেয়ে কৃষ্ণার ।

আরও পড়ুন: সেপটিক ট্যাংক থেকে উদ্ধার বালকের দেহ

নরেন্দ্রপুরে বাড়ির সেপটিক ট্যাংক থেকে উদ্ধার নর কঙ্কাল

নরেন্দ্রপুর, 2 ফেব্রুয়ারি: বাড়ির সেপটিক ট্যাংক থেকে উদ্ধার হল নরকঙ্কাল ৷ ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর থানার জগদীশপুর এলাকায় । জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা সঞ্জিত সরকারের বাড়িতে বুধবার থেকে সেপটিক ট্যাংক পরিষ্কারের কাজ শুরু হয় । ট্যাংকের জল বের করতেই প্রথমে দেখা মেলে মহিলাদের পোশাকের কয়েকটি অংশ ৷ পরিষ্কারের কাজ করছিলেন যে সমস্ত শ্রমিকরা তারা তা বন্ধ করে দিতে চান ৷ পরে বাড়ির মালিক কাজ চালিয়ে যেতে বলেন ৷ শেষমেশ ট্যাংক থেকে উদ্ধার হয় নরকঙ্কাল ।

গ্রামবাসীরা নরেন্দ্রপুর থানার পুলিশকে খবর দেয় । ঘটনাস্থলে পৌঁছয় নরেন্দ্রপুর থানার পুলিশ । উদ্ধার করা হয় কঙ্কালের মাথার খুলি ও দেহের বিভিন্ন অংশের হাড় । পুলিশ সূত্রে খবর, বর্তমানে মালিক সঞ্জিত সরকার পাঁচ বছর আগে বাড়িটি কেনেন ৷ গতকাল থেকে বাড়ির সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারের কাজ শুরু হয়েছিল । আজ সেপটিক ট্যাংক পরিষ্কারের সময় শ্রমিকেরা নরকঙ্কালটিকে দেখতে পান । নরকঙ্কাল দেখে খবর দেওয়া হয় পুলিশে । পুলিশ এসে নরকঙ্কালটি উদ্ধার করে নিয়ে যায় । 2013 ওই এলাকা থেকে দুটি মহিলা নিখোঁজ হয় । এদের সঙ্গে ওই উদ্ধার হওয়া কঙ্কালের কোন যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে (Skeletons Recovered from Septic Tank at Narendrapur ) ।

বাড়ির মালিকের স্ত্রী পায়েল সরকার জানান, বর্ষার সময় ট্যাংকে জল ওঠে ৷ তাই বর্ষার আগে ট্যাংকটি পরিষ্কার করার চলছিল ৷ স্থানীয় বাসিন্দা দীপঙ্কর নস্কর বলেন, এই এলাকায় 10 বছর আগে দুটি মহিলা নিখোঁজ হয়ে যান ৷ তৎকালীন বাড়ির মালিককে আমাদের সন্দেহ হয় ৷ তখন তাকে মারধরও করা হয় ৷ কিন্তু বাড়ির মালিক স্বীকার করেননি ৷ পরে ওই পরিবার বাড়ি বিক্রি করে চলে যায় । আমাদের অনুমান ওই মহিলাদের একজনের কঙ্কাল এটি। উল্লেখ্য, 2013 সালে নিখোঁজ হয়েছিলেন ওই এলাকারই কৃষ্ণা সর্দার ও ছায়া মণ্ডল। নিখোঁজ কৃষ্ণা সর্দারের মা জানান, 2013 সালে দুর্গাপুজোর বিসর্জনের দিন থেকে নিখোঁজ ছিলেন তাঁর মেয়ে ৷ পুলিশে নিখোঁজ ডায়েরি করেও সমাধান হয়নি ৷ তিনি দাবি করেন, আজ কঙ্কাল উদ্ধার হয়েছে সেটি তাঁর মেয়ে কৃষ্ণার ।

আরও পড়ুন: সেপটিক ট্যাংক থেকে উদ্ধার বালকের দেহ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.