ETV Bharat / state

মল্লিকপুরে শুট আউটের নেপথ্যে মাদক কারবার, দাবি তৃণমূল নেতার - বলছেন তৃণমূল নেতা

শুক্রবার রাত সাড়ে 9টা নাগাদ মল্লিকপুর রেল গেটের কাছে বাইকে চড়ে বেশ কয়েকজন দুষ্কৃতী হাজির হয় ৷ তিন রাউন্ড গুলি চালিয়ে সেখান থেকে চম্পট দেয় তারা ।

shootout-at-mallikpur-tmc-leader-says-drug-trade-is-the-reason
shootout-at-mallikpur-tmc-leader-says-drug-trade-is-the-reason
author img

By

Published : Jun 19, 2021, 6:13 PM IST

বারুইপুর, 19 জুন : একমাস কাটতে না কাটতে ফের বারুইপুর থানার অন্তর্গত মল্লিকপুরে ঘটল শুট আউটের ঘটনা ।

শুক্রবার রাত সাড়ে 9টা নাগাদ মল্লিকপুর রেল গেটের কাছে বাইকে চড়ে বেশ কয়েকজন দুষ্কৃতী হাজির হয় ৷ তিন রাউন্ড গুলি চালিয়ে সেখান থেকে চম্পট দেয় তারা । কেউ হতাহত না হলেও এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় । খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ৷ ছিলেন এসডিপিও (SDPO) বারুইপুর অভিষেক মজুমদার ও আইসি (IC) বারুইপুর দেবকুমার রায় ৷ ঘটনাস্থল থেকে একটি গুলির খোল উদ্ধার হয় ।

মল্লিকপুর তৃণমূল অঞ্চল সভাপতি হাবিবুর রহমান বৈদ্য বলেন, "এলাকায় মাদক ব্যবসার ‌আধিপত্য কায়েম করতেই সাব্বির বেগ নামে এক দুষ্কৃতী তার দলবল নিয়ে গুলি চালিয়েছে । শুট আউটের ঘটনার সঙ্গে যুক্ত দুষ্কৃতীদের গ্রেফতার করা হোক ৷"

দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানালেন তৃণমূল নেতা

আরও পড়ুন: চিত্তরঞ্জনে প্রকাশ্যে চলল গুলি, মৃত 1

মল্লিকপুরে চলা বিভিন্ন ধরেনর মাদক ব্যবসা বন্ধ করতে বারুইপুর থানার কাছে তাঁরা আবেদন জানিয়েছেন বলে জানান হাবিবুর রহমান বৈদ্য ৷

বারুইপুর, 19 জুন : একমাস কাটতে না কাটতে ফের বারুইপুর থানার অন্তর্গত মল্লিকপুরে ঘটল শুট আউটের ঘটনা ।

শুক্রবার রাত সাড়ে 9টা নাগাদ মল্লিকপুর রেল গেটের কাছে বাইকে চড়ে বেশ কয়েকজন দুষ্কৃতী হাজির হয় ৷ তিন রাউন্ড গুলি চালিয়ে সেখান থেকে চম্পট দেয় তারা । কেউ হতাহত না হলেও এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় । খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ৷ ছিলেন এসডিপিও (SDPO) বারুইপুর অভিষেক মজুমদার ও আইসি (IC) বারুইপুর দেবকুমার রায় ৷ ঘটনাস্থল থেকে একটি গুলির খোল উদ্ধার হয় ।

মল্লিকপুর তৃণমূল অঞ্চল সভাপতি হাবিবুর রহমান বৈদ্য বলেন, "এলাকায় মাদক ব্যবসার ‌আধিপত্য কায়েম করতেই সাব্বির বেগ নামে এক দুষ্কৃতী তার দলবল নিয়ে গুলি চালিয়েছে । শুট আউটের ঘটনার সঙ্গে যুক্ত দুষ্কৃতীদের গ্রেফতার করা হোক ৷"

দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানালেন তৃণমূল নেতা

আরও পড়ুন: চিত্তরঞ্জনে প্রকাশ্যে চলল গুলি, মৃত 1

মল্লিকপুরে চলা বিভিন্ন ধরেনর মাদক ব্যবসা বন্ধ করতে বারুইপুর থানার কাছে তাঁরা আবেদন জানিয়েছেন বলে জানান হাবিবুর রহমান বৈদ্য ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.