ETV Bharat / state

সাত বছরের নাবালকের তৎপরতায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ক্যানিং লোকাল - canning

সাত বছরের নাবালকের তৎপরতায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আপ ক্যানিং লোকাল । ঘটনাটি শিয়ালদা দক্ষিণ শাখার বিদ্যাধরপুর স্টেশন সংলগ্ন এলাকার ৷ শিশুটির নাম নাম দীপ নস্কর।

RAIL ACCIDENT CANNING
সাত বছরের শিশুর তৎপরতায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ক্যানিং লোকাল
author img

By

Published : Aug 3, 2021, 11:07 AM IST

ক্যানিং, 3 অগস্ট : এর আগেও রেল দুর্ঘটনা রুখে দেওয়ার নানা ঘটনা আমরা শুনেছি ৷ কিন্তু সাত বছরের শিশু রেল দুর্ঘটনা রুখে দিয়েছে ৷ এমন ঘটনা আগে শুনেছেন ? গতকাল সাত বছরের শিশুর তৎপরতায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আপ ক্যানিং লোকাল । শিয়ালদা দক্ষিণ শাখার বিদ্যাধরপুর স্টেশন সংলগ্ন মুকুন্দপুর এলাকার বাসিন্দা সে ৷ নাম দীপ নস্কর ।

খেলতে খেলতে রেল লাইনের কাছে এসে সে দেখে রেল লাইন ভাঙা অবস্থায় পড়ে রয়েছে । এক মুহূর্ত সময় নষ্ট না করে সে নিজের মাকে ডেকে আনে বাড়ির থেকে । ততক্ষণে শোনা গিয়েছে লোকাল ট্রেনের আওয়াজ । এরপর একটা লাল কাপড় জোগাড় করে মা ও দীপ দাঁড়িয়ে পড়ে রেল লাইনের উপর । ঘটনাস্থলের কাছাকাছি এসে দাঁড়িয়ে যায় ট্রেনটি । দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেন এবং ট্রেনে থাকা যাত্রীরা ৷

সাত বছরের নাবালকের তৎপরতায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ক্যানিং লোকাল

আরও পড়ুন: ভিনরাজ্যে যাওয়ার পথে দুর্ঘটনা, শোকস্তব্ধ মৃত শ্রমিকের পরিবার

পরে রেলকর্মীরা এসে দেখেন সত্যি সত্যি রেল লাইনের উপর ফাটল রয়েছে । খবর দেওয়া হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও । খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রেলের বিভাগীয় ইঞ্জিনিয়ররা । শুরু হয় রেল লাইন মেরামতের কাজ । প্রায় 45 মিনিট ধরে চলে মেরামতির কাজ । তারপর শুরু হয় ট্রেন চলাচল । দীপের এই কাজে খুশি গ্রামবাসী এবং পরিবারের সদস্যরা । নিজেদের চোখের সামনে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা করার ক্ষেত্রে দীপের ভূমিকায় খুশি ট্রেনচালক থেকে শুরু করে ট্রেনের যাত্রীরাও ।

ক্যানিং, 3 অগস্ট : এর আগেও রেল দুর্ঘটনা রুখে দেওয়ার নানা ঘটনা আমরা শুনেছি ৷ কিন্তু সাত বছরের শিশু রেল দুর্ঘটনা রুখে দিয়েছে ৷ এমন ঘটনা আগে শুনেছেন ? গতকাল সাত বছরের শিশুর তৎপরতায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আপ ক্যানিং লোকাল । শিয়ালদা দক্ষিণ শাখার বিদ্যাধরপুর স্টেশন সংলগ্ন মুকুন্দপুর এলাকার বাসিন্দা সে ৷ নাম দীপ নস্কর ।

খেলতে খেলতে রেল লাইনের কাছে এসে সে দেখে রেল লাইন ভাঙা অবস্থায় পড়ে রয়েছে । এক মুহূর্ত সময় নষ্ট না করে সে নিজের মাকে ডেকে আনে বাড়ির থেকে । ততক্ষণে শোনা গিয়েছে লোকাল ট্রেনের আওয়াজ । এরপর একটা লাল কাপড় জোগাড় করে মা ও দীপ দাঁড়িয়ে পড়ে রেল লাইনের উপর । ঘটনাস্থলের কাছাকাছি এসে দাঁড়িয়ে যায় ট্রেনটি । দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেন এবং ট্রেনে থাকা যাত্রীরা ৷

সাত বছরের নাবালকের তৎপরতায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ক্যানিং লোকাল

আরও পড়ুন: ভিনরাজ্যে যাওয়ার পথে দুর্ঘটনা, শোকস্তব্ধ মৃত শ্রমিকের পরিবার

পরে রেলকর্মীরা এসে দেখেন সত্যি সত্যি রেল লাইনের উপর ফাটল রয়েছে । খবর দেওয়া হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও । খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রেলের বিভাগীয় ইঞ্জিনিয়ররা । শুরু হয় রেল লাইন মেরামতের কাজ । প্রায় 45 মিনিট ধরে চলে মেরামতির কাজ । তারপর শুরু হয় ট্রেন চলাচল । দীপের এই কাজে খুশি গ্রামবাসী এবং পরিবারের সদস্যরা । নিজেদের চোখের সামনে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা করার ক্ষেত্রে দীপের ভূমিকায় খুশি ট্রেনচালক থেকে শুরু করে ট্রেনের যাত্রীরাও ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.