ETV Bharat / state

নালার উপর অবৈধ নির্মাণ রুখলেন মহকুমাশাসক - মহকুমাশাসক

নালার উপর অবৈধভাবে দোকান নির্মাণ বন্ধ করলেন ক্যানিংয়ের মহকুমাশাসক বন্দনা পোখরিয়াল । তড়িঘড়ি ওই নির্মাণ ভেঙে দেওয়ার নির্দেশ দিল পুলিশ ।

ঘটনাস্থান পরির্দশন করছেন মহকুমাশাসক
author img

By

Published : Aug 24, 2019, 10:05 PM IST

ক্যানিং, 24 অগাস্ট : নিকাশি নালার উপর অবৈধভাবে দোকান নির্মাণ নিজেই বন্ধ করলেন ক্যানিংয়ের মহকুমাশাসক বন্দনা পোখরিয়াল । মহকুমাশাসকের বাংলোর সামনে বেশ কিছুদিন ধরে জল জমে রয়েছে । ক্যানিং শহরের নিকাশি খালগুলির উপর বেআইনি নির্মাণের ফলে জল নিকাশির পথ বন্ধ হয়ে যাচ্ছে । ফলে অল্প বৃষ্টিতেই জল যন্ত্রণায় ভুগতে হচ্ছে এলাকার মানুষকে । বাদ যাচ্ছেন না মহকুমা শাসক থেকে শুরু করে PWD অফিসের আধিকারিকরাও ।

অসিত মণ্ডলের বক্তব্য

বিগত কয়েকদিন ধরেই মহাকুমাশাসকের বাংলোর সামনে জল নিকাশি খালের উপর প্রশাসনের চোখে ধুলো দিয়ে অবৈধভাবে নির্মাণ চালাচ্ছিলেন অসিত মণ্ডল নামে এক ব্যক্তি । বাংলো থেকে বেরোনোর সময় সেই ঘটনা চোখে পড়ে মহকুমাশাসকের । দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গেই গাড়ি থেকে নেমে নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ দেন তিনি । খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থানে যায় । বন্দনাদেবী পুলিশকে নির্দেশ দেন অবৈধ এই নির্মাণ যাতে ফের না হয় সেদিকে লক্ষ্য রাখতে । পুলিশ ওই ব্যক্তিকে নির্দেশ দেয় তড়িঘড়ি ওই নির্মাণ ভেঙে দেওয়ার জন্য ।

প্রশাসন সূত্রে খবর এই ধরনের অবৈধ নির্মাণের ফলে আটকে যাচ্ছে জল নিকাশির জায়গা । আজ ওই নির্মাণ চলাকালীন মহকুমাশাসক হাতে নাতে ধরে ফেলেন অসিতকে । ঘটনা প্রসঙ্গে অসিত বলেন, "এখানে দোকান করার জন্য ঘর করছিলাম । ওঁরা বন্ধ করতে বলল তাই বন্ধ করে দিচ্ছি । প্রশাসন যখন নিষেধ করছে আর করব না ।"

ক্যানিং, 24 অগাস্ট : নিকাশি নালার উপর অবৈধভাবে দোকান নির্মাণ নিজেই বন্ধ করলেন ক্যানিংয়ের মহকুমাশাসক বন্দনা পোখরিয়াল । মহকুমাশাসকের বাংলোর সামনে বেশ কিছুদিন ধরে জল জমে রয়েছে । ক্যানিং শহরের নিকাশি খালগুলির উপর বেআইনি নির্মাণের ফলে জল নিকাশির পথ বন্ধ হয়ে যাচ্ছে । ফলে অল্প বৃষ্টিতেই জল যন্ত্রণায় ভুগতে হচ্ছে এলাকার মানুষকে । বাদ যাচ্ছেন না মহকুমা শাসক থেকে শুরু করে PWD অফিসের আধিকারিকরাও ।

অসিত মণ্ডলের বক্তব্য

বিগত কয়েকদিন ধরেই মহাকুমাশাসকের বাংলোর সামনে জল নিকাশি খালের উপর প্রশাসনের চোখে ধুলো দিয়ে অবৈধভাবে নির্মাণ চালাচ্ছিলেন অসিত মণ্ডল নামে এক ব্যক্তি । বাংলো থেকে বেরোনোর সময় সেই ঘটনা চোখে পড়ে মহকুমাশাসকের । দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গেই গাড়ি থেকে নেমে নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ দেন তিনি । খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থানে যায় । বন্দনাদেবী পুলিশকে নির্দেশ দেন অবৈধ এই নির্মাণ যাতে ফের না হয় সেদিকে লক্ষ্য রাখতে । পুলিশ ওই ব্যক্তিকে নির্দেশ দেয় তড়িঘড়ি ওই নির্মাণ ভেঙে দেওয়ার জন্য ।

প্রশাসন সূত্রে খবর এই ধরনের অবৈধ নির্মাণের ফলে আটকে যাচ্ছে জল নিকাশির জায়গা । আজ ওই নির্মাণ চলাকালীন মহকুমাশাসক হাতে নাতে ধরে ফেলেন অসিতকে । ঘটনা প্রসঙ্গে অসিত বলেন, "এখানে দোকান করার জন্য ঘর করছিলাম । ওঁরা বন্ধ করতে বলল তাই বন্ধ করে দিচ্ছি । প্রশাসন যখন নিষেধ করছে আর করব না ।"

Intro:নিকাশি নালার উপর অবৈধ নির্মাণ নিজেই বন্ধ করলেন ক্যানিংয়ের মহকুমা শাসক বন্দনা পোখরিয়াল। মহকুমা শাসকের বাংলোর সামনেই বেশ কিছুদিন ধরে জল জমে রয়েছে। ক্যানিং শহরের নিকাশি খালগুলির উপর বেআইনি নির্মাণের ফলে জল নিকাশির পথ বন্ধ হয়েছে। ফলে একটু বৃষ্টিতেই জল যন্ত্রণায় ভুগতে হচ্ছে এলাকার সাধারণ মানুষ থেকে প্রশাসনের আধিকারিকদের। বাদ যাচ্ছেন না মহকুমা শাসক থেকে শুরু করে পিডাব্লুডি অফিসের আধিকারিকরাও।

শনিবার সকালে জল নিকাশি খালের উপর প্রশাসনের চোখে ধুলো দিয়ে অবৈধ নির্মাণ চালাচ্ছিলেন অসিত মন্ডল নামে এক ব্যক্তি। বাংলো থেকে বেরবার সময় সেই ঘটনা দেখতে পাওয়ার সাথে সাথেই গাড়ি থেকে নেমে নির্মাণের কাজ আটকে দেন মহকুমা শাসক। খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ও ঘটনাস্থলে আসে। পুলিশকে ও এই নির্মাণ যাতে পুনরায় না হয় সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দিয়েছেন মহকুমা শাসক। প্রশাসন সূত্রে খবর এই ধরনের অবৈধ নির্মাণের ফলে আটকে যাচ্ছে জল নিকাশির জায়গা।Body:এদিন নির্মাণের সময় মহকুমা শাসক হাতে নাতে ধরে ফেলেন অসিত মন্ডলকে। অসিত বাবুর দাবি এখানে অনেক দোকান আছে তাই আমি ও করছিলাম। প্রশাসন বাঁধা দিচ্ছে যখন আর করব না। পুলিশ ও অসিত বাবুকে নির্দেশ দিয়েছেন তড়িঘড়ি ওই নির্মাণ ভেঙে নেওয়ার জন্য।Conclusion:Intro ও body তে কপি দিলাম।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.