ETV Bharat / state

বঙ্গোপসাগরে ঘূর্ণিপাক, আতঙ্কে সাগরবাসী

সাগরের মন্দিরতলা খেয়াঘাটে দেখা গেল একাধিক শক্তিশালী ঘূর্ণিপাক ৷ ঘূর্ণিঝড় যশের দাপট সামলে কিছুটা স্বাভাবিক ছন্দে ফিরছিল সাগর । আবার ফিরে আসছে সেই পুরনো স্মৃতি ৷ 26 মে যশের দাপটে একাধিক নদী বাঁধ ভেঙে গিয়ে জলমগ্ন হয়ে পড়েছিল গোটা সাগরদ্বীপ ।

sagar island
sagar island
author img

By

Published : Jun 10, 2021, 12:49 PM IST

সাগর, 10 জুন : দুর্যোগ যেন পিছু ছাড়ছে না সাগরবাসীদের । সাগরের মন্দিরতলা খেয়াঘাটে দেখা গেল একাধিক শক্তিশালী ঘূর্ণিপাক ৷ ঘূর্ণিঝড় যশের দাপট সামলে কিছুটা স্বাভাবিক ছন্দে ফিরছিল সাগর । আবার ফিরে আসছে সেই পুরনো স্মৃতি ৷ 26 মে যশের দাপটে একাধিক নদী বাঁধ ভেঙে গিয়ে জলমগ্ন হয়ে পড়েছিল গোটা সাগরদ্বীপ ।

বৃহস্পতিবার সকালে সাগরের মন্দিরতলা খেয়াঘাটে সামনে হাজির আতঙ্ক ৷ দেখা যায় শক্তিশালী ঘূর্ণিপাক । এই ঘূর্ণিপাকের মধ‍্যে সমুদ্রের জল কুণ্ডলী পাকিয়ে প্রায় 50 ফুট উপরে উঠে যায় । এরপরই সাগরে শুরু হয়েছে বৃষ্টি । এইরকম ঘূর্ণিপাক আগে কোনওদিন দেখা যায়নি ৷ আতঙ্ক তৈরি হয়েছে সাগরবাসীদের মনে ৷

সাগরের মন্দিরতলা খেয়াঘাটে দেখা গেল একাধিক শক্তিশালী ঘূর্ণিপাক ৷

আরও পড়ুন : Buddhadeb Dasgupta : অধ্যাপক থেকে পরিচালক, বুদ্ধদেবের প্রয়াণে শেষ 'তাহাদের' যুগ

বেশ কয়েকদিন ধরে প্রসাশনের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছিল । এমনকি সাগরের ঘোড়ামারা থেকে পার্শ্ববর্তী দ্বীপে সরিয়েও আনা হয় অনেক বাসিন্দাদের । আবহাওয়া খারাপ হতে শুরু করেছে ক্রমশ । আগামীকাল রয়েছে ভরা কোটাল । আতঙ্কে গোটা সাগরদ্বীপ ৷

সাগর, 10 জুন : দুর্যোগ যেন পিছু ছাড়ছে না সাগরবাসীদের । সাগরের মন্দিরতলা খেয়াঘাটে দেখা গেল একাধিক শক্তিশালী ঘূর্ণিপাক ৷ ঘূর্ণিঝড় যশের দাপট সামলে কিছুটা স্বাভাবিক ছন্দে ফিরছিল সাগর । আবার ফিরে আসছে সেই পুরনো স্মৃতি ৷ 26 মে যশের দাপটে একাধিক নদী বাঁধ ভেঙে গিয়ে জলমগ্ন হয়ে পড়েছিল গোটা সাগরদ্বীপ ।

বৃহস্পতিবার সকালে সাগরের মন্দিরতলা খেয়াঘাটে সামনে হাজির আতঙ্ক ৷ দেখা যায় শক্তিশালী ঘূর্ণিপাক । এই ঘূর্ণিপাকের মধ‍্যে সমুদ্রের জল কুণ্ডলী পাকিয়ে প্রায় 50 ফুট উপরে উঠে যায় । এরপরই সাগরে শুরু হয়েছে বৃষ্টি । এইরকম ঘূর্ণিপাক আগে কোনওদিন দেখা যায়নি ৷ আতঙ্ক তৈরি হয়েছে সাগরবাসীদের মনে ৷

সাগরের মন্দিরতলা খেয়াঘাটে দেখা গেল একাধিক শক্তিশালী ঘূর্ণিপাক ৷

আরও পড়ুন : Buddhadeb Dasgupta : অধ্যাপক থেকে পরিচালক, বুদ্ধদেবের প্রয়াণে শেষ 'তাহাদের' যুগ

বেশ কয়েকদিন ধরে প্রসাশনের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছিল । এমনকি সাগরের ঘোড়ামারা থেকে পার্শ্ববর্তী দ্বীপে সরিয়েও আনা হয় অনেক বাসিন্দাদের । আবহাওয়া খারাপ হতে শুরু করেছে ক্রমশ । আগামীকাল রয়েছে ভরা কোটাল । আতঙ্কে গোটা সাগরদ্বীপ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.