ETV Bharat / state

Canning Fraud: মদ খাইয়ে হোমগার্ডের 50 হাজার টাকা নিয়ে চম্পট, গ্রেফতার 2 ‘বন্ধু’ - গ্রেফতার প্রতারক

বন্ধুত্বের সুযোগ নিয়ে কর্মরত হোমগার্ডের থেকে 50 হাজার টাকা নিয়ে পালাল দুই ব্যক্তি ৷ পরে তাদের গ্রেফতার (Fraudsters Arrested) করে ঘুটিয়ারি শরিফ থানার পুলিশ ৷

rs 50,000 looted from home guard at canning, 2 fraudsters arrested
বন্ধুত্বের সুযোগ নিয়ে হোমগার্ডের থেকে 50 হাজার লুঠ, গ্রেফতার 2
author img

By

Published : Sep 2, 2021, 8:35 PM IST

ক্যানিং, 2 সেপ্টেম্বর: বন্ধুত্বের সুযোগ নিয়ে হোমগার্ডের থেকে 50 হাজার টাকা হাতিয়ে পালাল দুই ব্যক্তি ! হোমগার্ডকে মদ খাইয়ে অচেতন করে টাকা হাপিস করা হয় বলে অভিযোগ ৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের জীবনতলার ঘুটিয়ারি শরিফ এলাকায় ।

পরে প্রতারিত হোমগার্ডের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে ঘুটিয়ারি ফাঁড়ির পুলিশ । ধৃতদের কাছ থেকে নগদ 25 হাজার টাকা উদ্ধার করা হয়েছে । পুলিশ জানিয়েছে, ধৃত শহিদুল শেখ ও প্রশান্ত মিস্ত্রি দু'জনেই জীবনতলা থানা এলাকার বাসিন্দা । বৃহস্পতিবার ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয় ।

আরও পড়ুন: Post Poll Violence : সিবিআই তদন্তে ভয় পেয়েই সুপ্রিম কোর্টে রাজ্য, কটাক্ষ দিলীপের

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, গৌড়দহ এলাকার বাসিন্দা মদন নস্কর বারুইপুর পুলিশ জেলার একজন হোমগার্ড । গত 27 অগস্ট সন্ধেয় নগদ 50 হাজার টাকা নিয়ে বাড়িতে ফিরছিলেন তিনি । সেই সময় রাস্তাতেই দেখা হয় শহিদুল ও প্রশান্ত নামে দুই 'বন্ধু'র সঙ্গে । কাছেই এক জায়গায় তিনজন মদ্যপান করেন । সেই সময় মদন কিছুটা অচেতন হয়ে পড়তেই 50 হাজার টাকা নিয়ে চম্পট দেয় বাকি দু'জন ।

rs 50,000 looted from home guard at canning, 2 fraudsters arrested
বন্ধুত্বের সুযোগ নিয়ে হোমগার্ডের থেকে 50 হাজার লুঠ, গ্রেফতার 2

আরও পড়ুন: Raniganj : গ্রামের রাস্তায় ধস, ইসিএল কর্তৃপক্ষের গাড়ি আটকে বিক্ষোভ গ্রামবাসীদের

পরে তাদের খোঁজ করেও কোনও খবর পাননি ওই হোমগার্ড । গত 30 তারিখ জীবনতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি । সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্ত শহিদুল শেখ ও প্রশান্ত মিস্ত্রিকে গ্রেফতার করে ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির পুলিশ ।

আরও পড়ুন: Mamata Puja Theme: মমতার 10 হাতে 10 প্রকল্প, নয়া চমক বাগুইআটির পুজোয়

ক্যানিং, 2 সেপ্টেম্বর: বন্ধুত্বের সুযোগ নিয়ে হোমগার্ডের থেকে 50 হাজার টাকা হাতিয়ে পালাল দুই ব্যক্তি ! হোমগার্ডকে মদ খাইয়ে অচেতন করে টাকা হাপিস করা হয় বলে অভিযোগ ৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের জীবনতলার ঘুটিয়ারি শরিফ এলাকায় ।

পরে প্রতারিত হোমগার্ডের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে ঘুটিয়ারি ফাঁড়ির পুলিশ । ধৃতদের কাছ থেকে নগদ 25 হাজার টাকা উদ্ধার করা হয়েছে । পুলিশ জানিয়েছে, ধৃত শহিদুল শেখ ও প্রশান্ত মিস্ত্রি দু'জনেই জীবনতলা থানা এলাকার বাসিন্দা । বৃহস্পতিবার ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয় ।

আরও পড়ুন: Post Poll Violence : সিবিআই তদন্তে ভয় পেয়েই সুপ্রিম কোর্টে রাজ্য, কটাক্ষ দিলীপের

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, গৌড়দহ এলাকার বাসিন্দা মদন নস্কর বারুইপুর পুলিশ জেলার একজন হোমগার্ড । গত 27 অগস্ট সন্ধেয় নগদ 50 হাজার টাকা নিয়ে বাড়িতে ফিরছিলেন তিনি । সেই সময় রাস্তাতেই দেখা হয় শহিদুল ও প্রশান্ত নামে দুই 'বন্ধু'র সঙ্গে । কাছেই এক জায়গায় তিনজন মদ্যপান করেন । সেই সময় মদন কিছুটা অচেতন হয়ে পড়তেই 50 হাজার টাকা নিয়ে চম্পট দেয় বাকি দু'জন ।

rs 50,000 looted from home guard at canning, 2 fraudsters arrested
বন্ধুত্বের সুযোগ নিয়ে হোমগার্ডের থেকে 50 হাজার লুঠ, গ্রেফতার 2

আরও পড়ুন: Raniganj : গ্রামের রাস্তায় ধস, ইসিএল কর্তৃপক্ষের গাড়ি আটকে বিক্ষোভ গ্রামবাসীদের

পরে তাদের খোঁজ করেও কোনও খবর পাননি ওই হোমগার্ড । গত 30 তারিখ জীবনতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি । সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্ত শহিদুল শেখ ও প্রশান্ত মিস্ত্রিকে গ্রেফতার করে ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির পুলিশ ।

আরও পড়ুন: Mamata Puja Theme: মমতার 10 হাতে 10 প্রকল্প, নয়া চমক বাগুইআটির পুজোয়

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.