ETV Bharat / state

Tiger Attack In Sundarban : ঘাড়ে কামড় বসিয়ে মহিলা মৎস্যজীবীকে তুলে নিয়ে গেল বাঘ - প্রৌঢ়া মৎস্যজীবীকে তুলে নিয়ে গেল রয়্যাল বেঙ্গল টাইগার

মাছ ধরতে গিয়ে বাঘে তুলে নিয়ে গেল এক মহিলাকে (Tiger Attack In Sundarban) ৷ মৎস্যজীবীর নাম মালতী সরকার ৷ তিনি গোসাবার লাহিড়ীপুর গ্রাম পঞ্চায়েতের গ্লাসখালি পূর্বপাড়ার বাসিন্দা।

Tiger Attack In Sundarban
প্রৌঢ়া মৎস্যজীবী
author img

By

Published : Apr 7, 2022, 11:48 AM IST

সুন্দরবন, 7 এপ্রিল : ফের বাঘের হানা ৷ জঙ্গলে মাছ ও কাঁকড়া ধরার সময় এক মহিলা মৎস্যজীবীকে তুলে নিয়ে গেল রয়্যাল বেঙ্গল টাইগার (Tiger Attack In Sundarban)। ঘটনাটি ঘটে সুন্দরবন ঝিলার-3 জঙ্গল লাগোয়া খাঁড়ি এলাকায় । ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷

মৎস্যজীবীর নাম মালতী সরকার ৷ বয়স 64 ৷ তিনি গোসাবার লাহিড়ীপুর গ্রাম পঞ্চায়েতের গ্লাসখালি পূর্বপাড়ার বাসিন্দা । বুধবার ভোরে প্রতিবেশী দু’জনের সঙ্গে ডিঙি নৌকা নিয়ে জঙ্গলে মাছ এবং কাঁকড়া ধরতে গিয়েছিলেন । আচমকা জঙ্গল থেকে বাঘ বেরিয়ে এসে ঝাঁপিয়ে পড়ে মালতীদেবীর উপর । সঙ্গীরা কিছু বুঝে ওঠার আগেই ঘাড়ে কামড় বসিয়ে জঙ্গলে নিয়ে চলে যায় বাঘ । বাকিরা বাঘের পিছু ধাওয়া করেও খোঁজ মেলেনি তাঁর । এরপর গ্রামে এসে অন্য মৎস্যজীবীরা মহিলার নিখোঁজ হওয়ার খবর জানান । খবর দেওয়া হয় বন দফতরে। পরে বনকর্মীরা জঙ্গলে গিয়ে তল্লাশি শুরু করেন ।

প্রৌঢ়া মৎস্যজীবীকে তুলে নিয়ে গেল রয়্যাল বেঙ্গল টাইগার

আরও পড়ুন : ফের সুন্দরবনে বাঘের হানায় মৃত্যু মৎস্যজীবীর

এখনও পর্যন্ত ওই মহিলার কোনও খোঁজ পাওয়া যায়নি ৷ বিষয়টি বন দফতরের তরফে স্থানীয় থানায় জানানো হয়েছে ৷

সুন্দরবন, 7 এপ্রিল : ফের বাঘের হানা ৷ জঙ্গলে মাছ ও কাঁকড়া ধরার সময় এক মহিলা মৎস্যজীবীকে তুলে নিয়ে গেল রয়্যাল বেঙ্গল টাইগার (Tiger Attack In Sundarban)। ঘটনাটি ঘটে সুন্দরবন ঝিলার-3 জঙ্গল লাগোয়া খাঁড়ি এলাকায় । ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷

মৎস্যজীবীর নাম মালতী সরকার ৷ বয়স 64 ৷ তিনি গোসাবার লাহিড়ীপুর গ্রাম পঞ্চায়েতের গ্লাসখালি পূর্বপাড়ার বাসিন্দা । বুধবার ভোরে প্রতিবেশী দু’জনের সঙ্গে ডিঙি নৌকা নিয়ে জঙ্গলে মাছ এবং কাঁকড়া ধরতে গিয়েছিলেন । আচমকা জঙ্গল থেকে বাঘ বেরিয়ে এসে ঝাঁপিয়ে পড়ে মালতীদেবীর উপর । সঙ্গীরা কিছু বুঝে ওঠার আগেই ঘাড়ে কামড় বসিয়ে জঙ্গলে নিয়ে চলে যায় বাঘ । বাকিরা বাঘের পিছু ধাওয়া করেও খোঁজ মেলেনি তাঁর । এরপর গ্রামে এসে অন্য মৎস্যজীবীরা মহিলার নিখোঁজ হওয়ার খবর জানান । খবর দেওয়া হয় বন দফতরে। পরে বনকর্মীরা জঙ্গলে গিয়ে তল্লাশি শুরু করেন ।

প্রৌঢ়া মৎস্যজীবীকে তুলে নিয়ে গেল রয়্যাল বেঙ্গল টাইগার

আরও পড়ুন : ফের সুন্দরবনে বাঘের হানায় মৃত্যু মৎস্যজীবীর

এখনও পর্যন্ত ওই মহিলার কোনও খোঁজ পাওয়া যায়নি ৷ বিষয়টি বন দফতরের তরফে স্থানীয় থানায় জানানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.