ETV Bharat / state

রামনাম শুনলে পেত্নিও পালায় : রাহুল

author img

By

Published : Jul 25, 2019, 2:19 PM IST

দেশজুড়ে চলছে BJP-র সদস্য সংগ্রহ কর্মসূচি ৷ এরাজ্যেও বৃক্ষরোপণের সঙ্গে সঙ্গে চলছে সদস্য সংগ্রহ ৷ গতকাল সেই কর্মসূচি পালনের জন্যই বারুইপুরে গেছিলেন BJP নেতা রাহুল সিনহা । সেখানে নাম না করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ রাহুল সিনহার ৷

BJP নেতা রাহুল সিনহা

বারুইপুর, 25 জুলাই : রাম নাম শুনলে ভূত-পেত্নি পালায় ৷ ছোটোবেলায় কথাটা শুনেছিলেন ৷ কিন্তু দেখেননি ৷ এখন দেখছেন কথাটা সত্যি ৷ রামনামের গুণে ভূত কেন পেত্নিও পালায় ৷ নাম না করে এভাবেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কটাক্ষ করলেন BJP নেতা রাহুল সিনহা ৷ তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী রামনাম জপ করতেই চান না ৷

মদন মিত্র বাড়িতে রামপুজো বন্ধ করা প্রসঙ্গে রাহুলবাবু বলেন , "মমতা ব্যানার্জি এখন রামকে সরিয়ে দিতে চান ৷ কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ রামকেই রাখবেন ৷ যার জন্য ছোটো ছোটো বাচ্চার মুখেও এখন "জয়শ্রীরাম" চলছে ৷ আটকাবে কী করে ? আমরা ছোটোবেলায় শুনেছি যদিও দেখিনি রামনাম বললে ভূত পেত্নি পালায় ৷ এখন দেখছি কথাটা সত্য ৷ রামনাম শুনলে ভূতও পালায় পেত্নিও পালায় ৷"

সারা দেশজুড়ে চলছে BJP-র সদস্য সংগ্রহ কর্মসূচি ৷ এরাজ্যেও বৃক্ষরোপণের সঙ্গে সঙ্গে চলছে সদস্য সংগ্রহ ৷ গতকাল সেই কর্মসূচি পালনের জন্যই বারুইপুরে গেছিলেন BJP নেতা রাহুল সিনহা । জানান, ইতিমধ্যেই দলের সদস্য সংখ্যা সাড়ে এগারো কোটি ছাড়িয়েছে । আগামী দিনে এই সংখ্যাটা আরও অনেক ছাড়াবে বলেই দাবি তাঁর ৷

সম্প্রতি কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে বেশিরভাগ পদেই জয়ী হয়েছেন BJP সমর্থিত প্রার্থীরা । 15টি আসনের মধ্যে 8টিতেই জয়ী হয়েছেন তাঁরা । এবিষয়ে রাহুলবাবুর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "এখন যেখানেই নির্বাচন হবে সেখানেই তৃণমূল হারবে ৷ BJP-র জয়জয়কার হবে ৷ এটাই হচ্ছে অঙ্ক ৷ নতুন কিছু নয় ৷ কারণ, 21 তারিখের মিটিং দেখে বুঝতে পারছেন এত ডিম-ভাত খাইয়ে, পয়সা দিয়েও সেখানে লোক এল না ৷ "

বারুইপুর, 25 জুলাই : রাম নাম শুনলে ভূত-পেত্নি পালায় ৷ ছোটোবেলায় কথাটা শুনেছিলেন ৷ কিন্তু দেখেননি ৷ এখন দেখছেন কথাটা সত্যি ৷ রামনামের গুণে ভূত কেন পেত্নিও পালায় ৷ নাম না করে এভাবেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কটাক্ষ করলেন BJP নেতা রাহুল সিনহা ৷ তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী রামনাম জপ করতেই চান না ৷

মদন মিত্র বাড়িতে রামপুজো বন্ধ করা প্রসঙ্গে রাহুলবাবু বলেন , "মমতা ব্যানার্জি এখন রামকে সরিয়ে দিতে চান ৷ কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ রামকেই রাখবেন ৷ যার জন্য ছোটো ছোটো বাচ্চার মুখেও এখন "জয়শ্রীরাম" চলছে ৷ আটকাবে কী করে ? আমরা ছোটোবেলায় শুনেছি যদিও দেখিনি রামনাম বললে ভূত পেত্নি পালায় ৷ এখন দেখছি কথাটা সত্য ৷ রামনাম শুনলে ভূতও পালায় পেত্নিও পালায় ৷"

সারা দেশজুড়ে চলছে BJP-র সদস্য সংগ্রহ কর্মসূচি ৷ এরাজ্যেও বৃক্ষরোপণের সঙ্গে সঙ্গে চলছে সদস্য সংগ্রহ ৷ গতকাল সেই কর্মসূচি পালনের জন্যই বারুইপুরে গেছিলেন BJP নেতা রাহুল সিনহা । জানান, ইতিমধ্যেই দলের সদস্য সংখ্যা সাড়ে এগারো কোটি ছাড়িয়েছে । আগামী দিনে এই সংখ্যাটা আরও অনেক ছাড়াবে বলেই দাবি তাঁর ৷

সম্প্রতি কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে বেশিরভাগ পদেই জয়ী হয়েছেন BJP সমর্থিত প্রার্থীরা । 15টি আসনের মধ্যে 8টিতেই জয়ী হয়েছেন তাঁরা । এবিষয়ে রাহুলবাবুর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "এখন যেখানেই নির্বাচন হবে সেখানেই তৃণমূল হারবে ৷ BJP-র জয়জয়কার হবে ৷ এটাই হচ্ছে অঙ্ক ৷ নতুন কিছু নয় ৷ কারণ, 21 তারিখের মিটিং দেখে বুঝতে পারছেন এত ডিম-ভাত খাইয়ে, পয়সা দিয়েও সেখানে লোক এল না ৷ "

Intro:তৃণমূল আর কোন নির্বাচন জিততে পারবে নাঃ রাহুল সিনহা
বারুইপুরঃ মঙ্গলবার কলকাতা উচ্চ আদালতের বার এসোশিয়েশান এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীদেরকে হারিয়ে জয় লাভ করেছেন বিজেপি প্রার্থীরা। সেই প্রসঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, “ আগামী কোন নির্বাচনই আর তৃণমূল কংগ্রেস জিততে পারবে না। ওদের পতন শুরু হয়ে গিয়েছে”। বুধবার দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর পূর্ব বিধানসভার অন্তর্গত হরেন্দ্রপল্লী এলাকায় সদস্যপদ সংগ্রহ অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচীতে এসে একথা বলেন রাহুল সিনহা। এদিন রাহুল সিনহা ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগণা(পূর্ব) জেলা বিজেপির সভাপতি সুনিপ দাস সহ অন্যান্য কার্জকর্তারা।

সারা দেশ জুড়ে চলছে বিজেপির সদস্য সংগ্রহ ও বৃক্ষরোপণ কর্মসূচী। এদিন সেই কর্মসূচী পালনের জন্যই বারুইপুরে এসেছিলেন রাহুল সিনহা। এদিন তিনি বলেন, সারা দেশের মধ্যে বিজেপিই সব থেকে বড় রাজনৈতিক দল। ইতিমধ্যেই বিজেপি দলের সদস্য সংখ্যা সাড়ে এগারো কোটি ছাড়িয়েছে। আগামী দিনে এই সংখ্যাটা আরও অনেক ছাড়াবে বলেই দাবী করেন রাহুল সিনহা।Body:মদন মিত্র বাড়িতে রামের পূজা বন্ধ করা প্রসঙ্গে তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন রামকে সরিয়ে আল্লাকে আনতে চাইছে। কিন্তু পশ্চিমবঙ্গের লোক রামকে চাইছে তাই এখন বাচ্চারা ও জয়শ্রীরাম বলছে। মমতা রামের নামে ভয় পাচ্ছে আমরা শুনেছি দেখিনি রাম নামে ভুত পেত্নী পালায় এখন দেখছি রাম নামে ভুত ও পেত্নী পালাচ্ছে।Conclusion:Intro ও body তে কপি দিলাম।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.