ETV Bharat / state

স্বামী বেঁচে আছে এখনও বিশ্বাস করতে পারছেন না বন্দনা

author img

By

Published : Jul 12, 2019, 12:26 PM IST

Updated : Jul 12, 2019, 3:32 PM IST

শনিবার ডুবে যাওয়া ট্রলারগুলির মধ্যে ছিলেন রবীন্দ্রনাথ দাসও । পাঁচদিন ভেসে থাকার পর গতকাল উদ্ধার করা হয় তাঁকে । তাঁর স্ত্রী বন্দনার এখন একটাই চাওয়া, তাড়াতাড়ি ঘরে ফিরুন স্বামী ।

বন্দনা দাস

কাকদ্বীপ, 12 জুলাই : বঙ্গোপসাগরে মাছ ধরতে গেয়েছিলেন এফ বি নয়ন ট্রলারের মৎস্যজীবী রবীন্দ্রনাথ দাস । কিন্তু শনিবার উত্তাল সমুদ্র আর ঝোড়ো হাওয়ার জন্য উলটে যায় এফ বি নয়নসহ মোট চারটি ট্রলার । ঘটনায় মোট ২৫ জন মৎস্যজীবী নিখোঁজ ছিলেন । নিখোঁজ ছিলেন রবীন্দ্রনাথ দাসও । গতকাল সকালে যেন চমৎকার হল । বাংলাদেশের জলসীমা থেকে উদ্ধার করা হয় রবীন্দ্রনাথকে । পাঁচ দিন লাইফ জ্যাকেট ছাড়া জলে ভেসেছিলেন তিনি । এভাবে মনের মানুষটাকে ফিরে পাবেন কল্পনা করতে পারেননি রবীন্দ্রনাথের স্ত্রী বন্দনা । তাঁর কথায়, "শুনেছি ওকে উদ্ধার করা সম্ভব হয়েছে, এখনও বিশ্বাস করতে পারছি না ।"

মাছ ধরতে যাওয়ার সময় স্ত্রীকে রবীন্দ্রনাথ বলে গেছিলেন, পরিবারের সকলের দিকে নজর দিতে । ট্রলার ডুবে যাওয়ার খবর পেয়ে দুশ্চিন্তায় ছিল গোটা পরিবার । ক্রমেই বাড়ছিল আশঙ্কা । গতকাল খবরটা শোনার পর থেকে খুশির হাওয়া পরিবারে । এখন পরিবারের একটাই প্রার্থনা, দ্রুত ঘরের ছেলে ঘরে ফিরুক ।

দেখুন ভিডিয়ো

কাকদ্বীপ, 12 জুলাই : বঙ্গোপসাগরে মাছ ধরতে গেয়েছিলেন এফ বি নয়ন ট্রলারের মৎস্যজীবী রবীন্দ্রনাথ দাস । কিন্তু শনিবার উত্তাল সমুদ্র আর ঝোড়ো হাওয়ার জন্য উলটে যায় এফ বি নয়নসহ মোট চারটি ট্রলার । ঘটনায় মোট ২৫ জন মৎস্যজীবী নিখোঁজ ছিলেন । নিখোঁজ ছিলেন রবীন্দ্রনাথ দাসও । গতকাল সকালে যেন চমৎকার হল । বাংলাদেশের জলসীমা থেকে উদ্ধার করা হয় রবীন্দ্রনাথকে । পাঁচ দিন লাইফ জ্যাকেট ছাড়া জলে ভেসেছিলেন তিনি । এভাবে মনের মানুষটাকে ফিরে পাবেন কল্পনা করতে পারেননি রবীন্দ্রনাথের স্ত্রী বন্দনা । তাঁর কথায়, "শুনেছি ওকে উদ্ধার করা সম্ভব হয়েছে, এখনও বিশ্বাস করতে পারছি না ।"

মাছ ধরতে যাওয়ার সময় স্ত্রীকে রবীন্দ্রনাথ বলে গেছিলেন, পরিবারের সকলের দিকে নজর দিতে । ট্রলার ডুবে যাওয়ার খবর পেয়ে দুশ্চিন্তায় ছিল গোটা পরিবার । ক্রমেই বাড়ছিল আশঙ্কা । গতকাল খবরটা শোনার পর থেকে খুশির হাওয়া পরিবারে । এখন পরিবারের একটাই প্রার্থনা, দ্রুত ঘরের ছেলে ঘরে ফিরুক ।

দেখুন ভিডিয়ো
Intro:গত মঙ্গলবার বঙ্গোপসাগরে সঙ্গীদের সাথে মাছ ধরতে গিয়েছিলেন এফ বি নয়ন ট্রলারের মাঝি রবীন্দ্রনাথ দাস। কিন্তু গত শনিবার উত্তাল সমুদ্র আর ঝোড়ো হাওয়ার মধ্যে পড়ে জলমগ্ন হয় এফ বি নয়ন সহ মোট চারটি ট্রলার। ঘটনায় মোট ২৫ জন মৎস্যজীবী নিখোঁজ ছিলেন। নিখোঁজ ছিলেন রবীন্দ্র নাথ দাস ও। বৃহস্পতিবার সকালে যেন চমৎকার হল। নিখোঁজ মৎস্যজীবীদের মধ্যে রবীন্দ্রনাথ দাসকে উদ্ধার করা সম্ভব হয়। এদিন সকালে বাংলাদেশের একটি জাহাজ মাঝ সমুদ্রে হাবুডুবু খেতে দেখে উদ্ধার করে তাকে। প্রানে বাঁচেন তিনি। ঈশ্বরের অসীম কৃপায় বেঁচে ফিরেছেন স্বামী। কিন্তু এখনো পর্যন্ত যেন সে কথা বিশ্বাস করতে পারছেন না রবীন্দ্রনাথের স্ত্রী ও পরিবারের লোকেরা। সকলেই তার বাড়ি ফেরার অপেক্ষা করছেন। রবীন্দ্রনাথের স্ত্রী বন্দনার দাবী, “শুনেছি ওকে উদ্ধার করা সম্ভব হয়েছে, কিন্তু এখনো ওর সাথে কথা হয়নি, ওকে যতক্ষণ না চোখে দেখছি বিশ্বাস করতে পারছি না”।
 
মাছ ধরতে যাওয়ার সময় স্ত্রীকে রবিন্দ্রনাথ বলে গিয়েছিলেন, বয়স্ক বাবা, মা, দুই সন্তান সহ পরিবারের সকলকে দেখতে। গত রবিবার সকালে ট্রলার ডুবির খবর পেয়ে দুশ্চিন্তায় ছিলেন অন্যান্য নিখোঁজ মৎস্যজীবী পরিবারের সদস্যদের মতই। কিন্তু বারে বারে মৎস্যজীবী সংগঠনের অফিস থেকে শুরু করে সঙ্গী মৎস্যজীবীদের কাছে গিয়েছেন স্বামীর খোঁজ নেওয়ার জন্য। কিন্তু গত পাঁচদিনে রবীন্দ্রনাথের কোন খোঁজ পাননি কেউই। অবশেষে এদিন সকালেই আসে সেই চমৎকার করা খবর। বাংলাদেশী জাহাজ ভরা সমুদ্রে হাবু ডুবু খেতে দেখে উদ্ধার করেন এফ বি নয়নের মাঝি কে। গরম জামাকাপড় থেকে শুরু করে প্রাথমিক ওষুধপত্র ও দেওয়া হয় তাকে। মৎস্যজীবী উদ্ধারের খবর বাংলাদেশ কোস্ট গার্ডের মাধ্যমে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীকে জানানো হয়। ছবি ও পাঠানো হয় রবীন্দ্রনাথের। এরপর এই খবর তার কাকদ্বীপের বাড়িতে পৌঁছলে প্রথমে কেউ বিশ্বাস করতে চাননি। পড়ে অবশ্য ছবি দেখে বিশ্বাস করেছেন, কিন্তু যতক্ষণ সে বাড়ি না ফিরছে ততক্ষন উৎকণ্ঠা কমছে না পরিবারের।  Body:Intro তে কপি দিলাম Conclusion:একটু দেখে নেবেন।
Last Updated : Jul 12, 2019, 3:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.