ETV Bharat / state

জমায়েত, চলছে আড্ডা ; দক্ষিণ 24 পরগনায় লকডাউন উপেক্ষা করেই রাস্তায় বহু মানুষ - south 24 pargana

দক্ষিণ 24 পরগনার বেশিরভাগ বাজারে লকডাউন উপেক্ষা করে মানুষের ভিড়, ফলে আতঙ্কিত জেলার সচেতন মানুষজন ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 6, 2020, 9:31 AM IST

নরেন্দ্রপুর, 6 এপ্রিল : লকডাউন উপেক্ষা করেই জময়েত করছেন সাধারণ মানুষ। দক্ষিণ 24 পরগনার উস্তি থানার অন্তর্গত হটুগঞ্জ বাজারে ,দোকানে রোজই লকডাউন উপেক্ষা করে ভিড় জমাচ্ছেন তাঁরা । এছাড়াও জেলার বিভিন্ন জায়গায় পাড়ার রক, চায়ের দোকানেও চলছে জমিয়ে আড্ডা । পুলিশ এলে ভিড় সরে যাচ্ছে। পুলিশ চলে যাওয়ার পর আবার যা কে তাই।

যদিও মুখ্যমন্ত্রী নিজে বারবার আবেদন করছেন নিজেদের ঘরবন্দী রাখার । তিনি নিজের উদাহরণ দিয়ে বলেছেন, "এই সময় দরকার পড়লে সিদ্ধ ভাত খান, কিন্তু পেট ভরে খান । এই লড়াই সকলে মিলে লড়তে হবে । রাস্তাঘাটে ঘুরবেন না, আড্ডা মারবেন না ।" কোরোনা পরিস্থিতি যেভাবে ভয়াবহ আকার নিচ্ছে তার দিকে দৃষ্টি আকর্ষণ করেই মুখ্যমন্ত্রী বলেছেন, " আগামী 2 সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ । দয়া করে লকডাউন মেনে চলুন ।" অবশ্য রাজ্যের মুখ্যমন্ত্রীর আবেদনের পরও উলটো ছবি দেখা গেলো হটুগঞ্জ বাজারে । ফলে আতঙ্কে রয়েছেন এলাকার সচেতন বাসিন্দারা ।"

তবে শুধু হটুগঞ্জ বাজার নয়, প্রায় সব বাজারেই মানুষের ভিড় চোখে পড়েছে । নরেন্দ্রপুর থেকে কাকদ্বীপ বা বিষ্ণুপুর থেকে ক্যানিং সব জায়গাতেই মানুষের ভিড় চোখে পড়ার মতো । প্রশাসনের নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে ভিড় জমাচ্ছেন মানুষজন ।

নরেন্দ্রপুর, 6 এপ্রিল : লকডাউন উপেক্ষা করেই জময়েত করছেন সাধারণ মানুষ। দক্ষিণ 24 পরগনার উস্তি থানার অন্তর্গত হটুগঞ্জ বাজারে ,দোকানে রোজই লকডাউন উপেক্ষা করে ভিড় জমাচ্ছেন তাঁরা । এছাড়াও জেলার বিভিন্ন জায়গায় পাড়ার রক, চায়ের দোকানেও চলছে জমিয়ে আড্ডা । পুলিশ এলে ভিড় সরে যাচ্ছে। পুলিশ চলে যাওয়ার পর আবার যা কে তাই।

যদিও মুখ্যমন্ত্রী নিজে বারবার আবেদন করছেন নিজেদের ঘরবন্দী রাখার । তিনি নিজের উদাহরণ দিয়ে বলেছেন, "এই সময় দরকার পড়লে সিদ্ধ ভাত খান, কিন্তু পেট ভরে খান । এই লড়াই সকলে মিলে লড়তে হবে । রাস্তাঘাটে ঘুরবেন না, আড্ডা মারবেন না ।" কোরোনা পরিস্থিতি যেভাবে ভয়াবহ আকার নিচ্ছে তার দিকে দৃষ্টি আকর্ষণ করেই মুখ্যমন্ত্রী বলেছেন, " আগামী 2 সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ । দয়া করে লকডাউন মেনে চলুন ।" অবশ্য রাজ্যের মুখ্যমন্ত্রীর আবেদনের পরও উলটো ছবি দেখা গেলো হটুগঞ্জ বাজারে । ফলে আতঙ্কে রয়েছেন এলাকার সচেতন বাসিন্দারা ।"

তবে শুধু হটুগঞ্জ বাজার নয়, প্রায় সব বাজারেই মানুষের ভিড় চোখে পড়েছে । নরেন্দ্রপুর থেকে কাকদ্বীপ বা বিষ্ণুপুর থেকে ক্যানিং সব জায়গাতেই মানুষের ভিড় চোখে পড়ার মতো । প্রশাসনের নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে ভিড় জমাচ্ছেন মানুষজন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.