ETV Bharat / state

বন্ধ বেসরকারি বাস পরিষেবা, কাকদ্বীপে চূড়ান্ত হয়রানির শিকার অফিস যাত্রীরা - মমতা বন্দ্যোপাধ্যায়

কয়েকদিন আগে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, 1 জুলাই থেকে রাজ্যে সরকারি ও বেসরকারি বাস পরিষেবা শুরু করা যাবে ৷ সেই ঘোষণা মতো আজ সকাল থেকে দক্ষিণ 24 পরগনায় সরকারি বাস চললেও, ডিজেলের বর্ধিত দামের কারণে 50 শতাংশ যাত্রী নিয়ে পরিষেবা শুরু করলেন না বেসরকারি বাস মালিকরা ৷

private bus services not start in Kakdwip while people are suffering for that
বন্ধ বেসরকারি বাস পরিষেবা, কাকদ্বীপে চূড়ান্ত হয়রানির শিকার অফিসযাত্রীরা
author img

By

Published : Jul 1, 2021, 6:12 PM IST

কাকদ্বীপ, 1 জুলাই : সরকারি ও বেসরকারি বাস পরিষেবা শুরু করার অনুমতি দিয়েছে রাজ্য প্রশাসন ৷ সেই মতো আজ থেকে দক্ষিণ 24 পরগনায় সরকারি বাস পরিষেবা শুরু হলেও, দেখা মিলল না বেসরকারি বাসের । যার জেরে চরম দুর্ভোগে পড়তে হল পথে নামা মানুষদের ৷ আর যে সব সরকারি বাস রাস্তায় নেমেছে সেগুলিতেও তিলধারণের জায়গা ছিল না ৷

কয়েকদিন আগে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, 1 জুলাই থেকে রাজ্যে সরকারি ও বেসরকারি বাস পরিষেবা শুরু করা যাবে ৷ সেই ঘোষণা মতো আজ সকাল থেকে দক্ষিণ 24 পরগনায় সরকারি বাস চললেও, ডিজেলের বর্ধিত দামের কারণে 50 শতাংশ যাত্রী নিয়ে পরিষেবা শুরু করলেন না বেসরকারি বাস মালিকরা ৷ এমনকি মুখ্য়মন্ত্রী ওইদিন ঘোষণা করেছিলেন, 1 জুলাই থেকে রাজ্য সরকারের বিভিন্ন দফতর খোলা থাকবে ৷ সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত সীমিত সংখ্যক কর্মী নিয়ে কাজ হবে সব দফতরে ৷ সেই মতো সকাল থেকে কাকদ্বীপের বাস ডিপোগুলিতে যাত্রীদের ভিড় ছিল ৷ কিন্তু, সেভাবে বাসের দেখা পাওয়া গেল না ৷

আরও পড়ুন : হাতেগোনা বাস হাওড়া বাস-টার্মিনালে, চূড়ান্ত ভোগান্তি অফিস যাত্রীদের

ট্রেন বন্ধ থাকায় কলকাতায় যাতায়াতের জন্য ডায়মন্ডহারবার ও কাকদ্বীপের মানুষের ভরসাই হল বাস পরিষেবা । অন্যদিকে, রাজ্য সরকার বাস চলাচলে ছাড় দেওয়ায় বহু বেসরকারি সংস্থা তাদের কর্মীদের অফিস আসার নির্দেশ দিয়েছে ৷ ফলে বাস না পেয়ে চূড়ান্ত হয়রানির শিকার হলেন বহু অফিসযাত্রী ৷ বাস মালিক সংগঠনগুলি জানিয়েছে, রাজ্য সরকার 50 শতাংশ যাত্রী নিয়ে বাস পরিষেবা চালু রাখার কথা জানিয়েছে । সেই মতো যাত্রী নিয়ে বাস পরিষেবা যদি চালু করলে ক্ষতির সম্মুখীন হবেন বাস মালিকরা ৷ সেই কারণে দক্ষিণ 24 পরগনা বাস মালিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পরিষেবা বন্ধ রাখা সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

কাকদ্বীপ, 1 জুলাই : সরকারি ও বেসরকারি বাস পরিষেবা শুরু করার অনুমতি দিয়েছে রাজ্য প্রশাসন ৷ সেই মতো আজ থেকে দক্ষিণ 24 পরগনায় সরকারি বাস পরিষেবা শুরু হলেও, দেখা মিলল না বেসরকারি বাসের । যার জেরে চরম দুর্ভোগে পড়তে হল পথে নামা মানুষদের ৷ আর যে সব সরকারি বাস রাস্তায় নেমেছে সেগুলিতেও তিলধারণের জায়গা ছিল না ৷

কয়েকদিন আগে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, 1 জুলাই থেকে রাজ্যে সরকারি ও বেসরকারি বাস পরিষেবা শুরু করা যাবে ৷ সেই ঘোষণা মতো আজ সকাল থেকে দক্ষিণ 24 পরগনায় সরকারি বাস চললেও, ডিজেলের বর্ধিত দামের কারণে 50 শতাংশ যাত্রী নিয়ে পরিষেবা শুরু করলেন না বেসরকারি বাস মালিকরা ৷ এমনকি মুখ্য়মন্ত্রী ওইদিন ঘোষণা করেছিলেন, 1 জুলাই থেকে রাজ্য সরকারের বিভিন্ন দফতর খোলা থাকবে ৷ সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত সীমিত সংখ্যক কর্মী নিয়ে কাজ হবে সব দফতরে ৷ সেই মতো সকাল থেকে কাকদ্বীপের বাস ডিপোগুলিতে যাত্রীদের ভিড় ছিল ৷ কিন্তু, সেভাবে বাসের দেখা পাওয়া গেল না ৷

আরও পড়ুন : হাতেগোনা বাস হাওড়া বাস-টার্মিনালে, চূড়ান্ত ভোগান্তি অফিস যাত্রীদের

ট্রেন বন্ধ থাকায় কলকাতায় যাতায়াতের জন্য ডায়মন্ডহারবার ও কাকদ্বীপের মানুষের ভরসাই হল বাস পরিষেবা । অন্যদিকে, রাজ্য সরকার বাস চলাচলে ছাড় দেওয়ায় বহু বেসরকারি সংস্থা তাদের কর্মীদের অফিস আসার নির্দেশ দিয়েছে ৷ ফলে বাস না পেয়ে চূড়ান্ত হয়রানির শিকার হলেন বহু অফিসযাত্রী ৷ বাস মালিক সংগঠনগুলি জানিয়েছে, রাজ্য সরকার 50 শতাংশ যাত্রী নিয়ে বাস পরিষেবা চালু রাখার কথা জানিয়েছে । সেই মতো যাত্রী নিয়ে বাস পরিষেবা যদি চালু করলে ক্ষতির সম্মুখীন হবেন বাস মালিকরা ৷ সেই কারণে দক্ষিণ 24 পরগনা বাস মালিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পরিষেবা বন্ধ রাখা সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.