জীবনতলা, 14 ডিসেম্বর : বেআইনি অস্ত্র কারখানার হদিশ মিলল দক্ষিণ 24 পরগনায় । উদ্ধার হল আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম সহ প্রচুর আগ্নেয়াস্ত্র । দক্ষিণ 24 পরগনার জীবনতলা থানার ঝোড়োর মোড় এলাকার ঘটনা । গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ ও জীবনতলা থানার পুলিশ যৌথ অভিযান চালায় ঝোড়োর মোড়ের একটি গ্রিল কারখানায় ।
সেখান থেকে 17 টি আগ্নেয়াস্ত্র উদ্ধারের পাশাপাশি নটি অসম্পূর্ণ আগ্নেয়াস্ত্রও উদ্ধার করে পুলিশ । এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে দুইজন । তাদের নাম আবুকালাম মিস্ত্রি এবং মোজাফ্ফর মিস্ত্রি । পুলিশের দাবি, গ্রিল কারখানার আড়ালে অস্ত্র তৈরির করত দুষ্কৃতীরা । প্রসঙ্গত, গত দশ মাসে বারুইপুর পুলিশ জেলায় পাঁচটি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানায় অভিযান চালায় পুলিশ । উদ্ধার হয়েছে তিনশোটিরও বেশি আগ্নেয়াস্ত্র ।
শনিবার বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার রশিদ মুনির খান সাংবাদিক বৈঠক করে বলেন, "অস্ত্র তৈরির পর দুষ্কৃতীরা দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায় সেগুলি বিক্রি করত । এক বছর ধরে অস্ত্র তৈরির কারখানা চলাচ্ছিল দুষ্কৃতীরা ।" ধৃতদের আদালতে তুলে পুলিশ হেপাজতে নেওয়া হবে বলে জানান পুলিশ সুপার । কোথায় কোথায় আগ্নেয়াস্ত্রগুলি বিক্রি করা হত সে বিষয়ে ধৃতদের হেপাজতে নিয়ে জেরা করা হবে বলে জানিয়েছে পুলিশ ।