ETV Bharat / state

জীবনতলায় গ্রিল কারখানার আড়ালে তৈরি হত আগ্নেয়াস্ত্র, ধৃত 2 - Jibantala weapons factory

17 টি আগ্নেয়াস্ত্র উদ্ধারের পাশাপাশি নটি অসম্পূর্ণ আগ্নেয়াস্ত্রও উদ্ধার করে পুলিশ । এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে দুইজন । তাদের নাম আবুকালাম মিস্ত্রি এবং মোজাফ্ফর মিস্ত্রি । পুলিশের দাবি, গ্রিল কারখানার আড়ালে অস্ত্র তৈরির করত দুষ্কৃতীরা ।

Jibantala weapons factory
গ্রিলের কারখানার আড়ালে অস্ত্র কারখানা
author img

By

Published : Dec 14, 2019, 9:07 PM IST

জীবনতলা, 14 ডিসেম্বর : বেআইনি অস্ত্র কারখানার হদিশ মিলল দক্ষিণ 24 পরগনায় । উদ্ধার হল আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম সহ প্রচুর আগ্নেয়াস্ত্র । দক্ষিণ 24 পরগনার জীবনতলা থানার ঝোড়োর মোড় এলাকার ঘটনা । গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ ও জীবনতলা থানার পুলিশ যৌথ অভিযান চালায় ঝোড়োর মোড়ের একটি গ্রিল কারখানায় ।

সেখান থেকে 17 টি আগ্নেয়াস্ত্র উদ্ধারের পাশাপাশি নটি অসম্পূর্ণ আগ্নেয়াস্ত্রও উদ্ধার করে পুলিশ । এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে দুইজন । তাদের নাম আবুকালাম মিস্ত্রি এবং মোজাফ্ফর মিস্ত্রি । পুলিশের দাবি, গ্রিল কারখানার আড়ালে অস্ত্র তৈরির করত দুষ্কৃতীরা । প্রসঙ্গত, গত দশ মাসে বারুইপুর পুলিশ জেলায় পাঁচটি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানায় অভিযান চালায় পুলিশ । উদ্ধার হয়েছে তিনশোটিরও বেশি আগ্নেয়াস্ত্র ।

শনিবার বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার রশিদ মুনির খান সাংবাদিক বৈঠক করে বলেন, "অস্ত্র তৈরির পর দুষ্কৃতীরা দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায় সেগুলি বিক্রি করত । এক বছর ধরে অস্ত্র তৈরির কারখানা চলাচ্ছিল দুষ্কৃতীরা ।" ধৃতদের আদালতে তুলে পুলিশ হেপাজতে নেওয়া হবে বলে জানান পুলিশ সুপার । কোথায় কোথায় আগ্নেয়াস্ত্রগুলি বিক্রি করা হত সে বিষয়ে ধৃতদের হেপাজতে নিয়ে জেরা করা হবে বলে জানিয়েছে পুলিশ ।

জীবনতলা, 14 ডিসেম্বর : বেআইনি অস্ত্র কারখানার হদিশ মিলল দক্ষিণ 24 পরগনায় । উদ্ধার হল আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম সহ প্রচুর আগ্নেয়াস্ত্র । দক্ষিণ 24 পরগনার জীবনতলা থানার ঝোড়োর মোড় এলাকার ঘটনা । গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ ও জীবনতলা থানার পুলিশ যৌথ অভিযান চালায় ঝোড়োর মোড়ের একটি গ্রিল কারখানায় ।

সেখান থেকে 17 টি আগ্নেয়াস্ত্র উদ্ধারের পাশাপাশি নটি অসম্পূর্ণ আগ্নেয়াস্ত্রও উদ্ধার করে পুলিশ । এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে দুইজন । তাদের নাম আবুকালাম মিস্ত্রি এবং মোজাফ্ফর মিস্ত্রি । পুলিশের দাবি, গ্রিল কারখানার আড়ালে অস্ত্র তৈরির করত দুষ্কৃতীরা । প্রসঙ্গত, গত দশ মাসে বারুইপুর পুলিশ জেলায় পাঁচটি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানায় অভিযান চালায় পুলিশ । উদ্ধার হয়েছে তিনশোটিরও বেশি আগ্নেয়াস্ত্র ।

শনিবার বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার রশিদ মুনির খান সাংবাদিক বৈঠক করে বলেন, "অস্ত্র তৈরির পর দুষ্কৃতীরা দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায় সেগুলি বিক্রি করত । এক বছর ধরে অস্ত্র তৈরির কারখানা চলাচ্ছিল দুষ্কৃতীরা ।" ধৃতদের আদালতে তুলে পুলিশ হেপাজতে নেওয়া হবে বলে জানান পুলিশ সুপার । কোথায় কোথায় আগ্নেয়াস্ত্রগুলি বিক্রি করা হত সে বিষয়ে ধৃতদের হেপাজতে নিয়ে জেরা করা হবে বলে জানিয়েছে পুলিশ ।

Intro:আবারও অস্ত্র কারখানার হদিশ দক্ষিণ 24 পরগনায়। অস্ত্র কারখানার পাশাপাশি উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও আগ্নেয় অস্ত্র তৈরীর সরঞ্জাম। দক্ষিণ 24 পরগনা জিবনতলা থানার ঝোড়োর মোড় এলাকার ঘটনা। গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ জিবনতলা থানার পুলিশকে সঙ্গে নিয়ে হানা দেয় ঝোড়োর মোড়ের একটি গিরিলের দোকানে। গ্রিলের দোকানের আড়ালে অস্ত্র তৈরীর কারখানা চলত বলে দাবি পুলিশের। হানা দিয়ে হাতেনাতে পুলিশ অস্ত্র তৈরীর অপরাধে দুজনকে গ্রেপ্তার করে। ধৃত আবুকালাম মিস্ত্রি এবং মোজাফফর মিস্ত্রিকে আজ আলিপুর আদালতে তোলা হয়।

আবারও অস্ত্র তৈরীর কারখানা উদ্ধারে বড়সড় সাফল্য পেল বারুইপুর পুলিশ জেলা। গত দশ মাসে বারুইপুর পুলিশ জেলাতে পাঁচটি আগ্নেয়াস্ত্র তৈরীর কারখানা হাদিসের পাশাপাশি প্রায় উদ্ধার হয়েছে তিনটি আগ্নেয়াস্ত্র। এদিন পুলিশ গ্রিলের দোকানে হানা দিয়ে 17 টি নতুন বন্দুক উদ্ধার করে। এর পাশাপাশি তৈরি না হওয়া নটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর আগ্নেয়াস্ত্র পাশাপাশি উদ্ধারের পাশাপাশি ড্রিল মেশিন থেকে শুরু করে অস্ত্র তৈরির অনেক সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

এদিন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার রশিদ মুনির খান সাংবাদিক বৈঠক করে জানান অস্ত্র তৈরীর পর দুষ্কৃতীরা দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গাতে তা বিক্রি করত। গত এক বছর ধরে এই অস্ত্র তৈরীর কারখানা চলছে বলে দাবি পুলিশের। ধৃতদের আদালতে তুলে পুলিশি হেফাজতের আরজি জানাবে বলে জানান পুলিশ সুপার। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আগ্নেয়াস্ত্র আর কোথায় কোথায় বিক্রি করতো তার তদন্ত করবে পুলিশ বলে জানান।Body:Intro তে কপি দিলাম Conclusion:একটু দেখে নেবেন। গুরুত্বপূর্ণ ছিল।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.