ক্যানিং, 18 জানুয়ারি : এলাকা দখল নিয়ে তৃণমূল ও তৃণমূল যুবর মধ্যে সংঘর্ষ । ঘটনায় এক পুলিশ কর্মী এবং 4 তৃণমূল কর্মী আহত হয়েছেন । সংঘর্ষের জেরে আজ ব্যাপক উত্তেজনা ছড়ায় ক্যানিংয়ের গোলাবাড়ি এলাকায় । নিয়ন্ত্রণে আনতে পুলিশ পিকেটিং বসানো হয়েছে ।
আজ সকালে ক্যানিং ব্লকের তৃণমূল যুবর জেলা সভাপতি পরেশ রামদাসের সঙ্গে দলের অন্য নেতা কর্মীদের এলাকা দখল নিয়ে বিবাদ বাধে । পরে উভয় পক্ষের মধ্যে বোমাবাজি, গুলি চলতে থাকে । এর জেরে উভয়পক্ষের 4 জন গুলিবিদ্ধ হয় । একাধিক বাড়িতে ভাঙচুর করা হয় বলেও জানা গেছে ।
আরও পড়ুন : কোচবিহারে দলের বিক্ষুব্ধদের বিরুদ্ধে ব্যবস্থার আর্জি তৃণমূল জেলা মুখপাত্রর
ঘটনার খবর পেয়ে গোলাবাড়ি থানার পুলিশ আসে । পুলিশ কর্মীরা বাধা দিতে গেলে পুলিশের উপর গুলি চলে । তাতে এক পুলিশকর্মী গুলিবিদ্ধ হয় । পরে আহত পুলিশকর্মী সহ 5 জনকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভরতি করা হয় । সেখানে তাঁদের আপাতত চিকিৎসা চলছে ।
ঘটনার পর এলাকা থেকে একাধিক গুলির খোল পাওয়া গেছে । 3 জনকে আটক করা হয়েছে ৷ তাদের জিজ্ঞাসাবাদ চলছে । স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তৃণমূল ও শাসকদলের যুব সংগঠনের মধ্যে এলাকা দখল নিয়ে বচসা লেগেই ছিল । তা আজ চরম পর্যায়ে যায় ।