ETV Bharat / state

Minor girl marriage: নাবালিকার বিয়ে আটকাতে গিয়ে আক্রান্ত পুলিশ, পগার পার বর-কনে

author img

By

Published : Nov 22, 2022, 10:04 PM IST

নাবালিকার বিয়ে রুখতে গিয়ে আক্রান্ত হলেন তিন পুলিশ কর্মী ৷ ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার গোপালপুর এলাকায় ৷ ঘটনার পরই পালিয়ে যায় বর-কনে ও তাঁদের বাড়ির লোকজন (Police Attacked While Preventing Marriage of a Minor) ৷

Stop Minor Girl Wedding
নাবালিকার বিয়ে আটকাতে গিয়ে আক্রান্ত পুলিশ

ক্যানিং, 22 নভেম্বর: ধুমধাম করে শুরু হয়েছিল নাবালিকার বিয়ে । সাত পাকও শেষ হয়েছে । শুরু হয়েছে মালা বদল । এমন সময় বাড়ির সামনে উপস্থিত পুলিশের গাড়ি । খবর পেয়েই পালিয়ে যান বর ও কনে-সহ পরিবারের লোকজন । কিন্তু সেই সময় পুলিশ উপস্থিত হওয়ায় ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি (Police Attacked While Preventing Marriage of a Minor)। মারধর করা হয়েছে কর্তব্যরত পুলিশদের । ঘটনায় আহত হয়েছে তিন পুলিশ কর্মী । আহতদের ক্যানিং মহাকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। ইতিমধ্যেই পুলিশে তরফ থেকে বেশ কয়েকটি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে । অভিযোগ, পুলিশও এলাকাবাসী এমনকী মেয়েদেরও মারধর করে ৷

সোমবার ক্যানিং থানার গোপালপুর এলাকায় শুরু হয়েছিল বিয়ের তোড়জোড় । সেখানেই এক নাবালিকার সঙ্গে বিয়ে হচ্ছিল এক যুবকের। সেই বিয়ের খবর পায় পুলিশ । বিয়ে আটকানোর জন্য ঘটনাস্থলে পৌঁছয় ক্যানিং থানার পুলিশ কর্মীরা। পুলিশের সঙ্গে বিয়ে বাড়িতে আসা আত্মীয় স্বজনদের মধ্যে চলতে থাকে বাগবিতন্ডা । একটা সময় পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় বিয়ে বাড়িতে আসা ক্ষুব্ধ মানুষজন । আর তাদের আক্রমণে আহত হন তিন পুলিশ কর্মী ।

নাবালিকার বিয়ে আটকাতে গিয়ে আক্রান্ত পুলিশ

আরও পড়ুন: বিয়ে রুখে নাবালিকাকে পুনরায় স্কুলে ফেরত পাঠাল সহপাঠীরা

ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার আইসি সৌগত ঘোষের নেতৃত্বে বিরাট পুলিশবাহিনী পৌঁছয় এলাকায়। পুলিশ আসার খবর পেয়েই আগে থেকেই পালিয়ে যায় নব দম্পতি ও তার বাবা-মায়েরা । পুলিশকে আক্রমণ এবং গাড়ি ভাঙচুরের অভিযোগে পুলিশ সঞ্জয় মণ্ডল নামে এক যুবতকে গ্রেফতার করেছে । তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । ইতিমধ্যেই বেশ কয়েকটি জামিন অযোগ্য ধারায় মামলার রজু করা হয়েছে পুলিশের তরফ থেকে । অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি । ধৃতকে আজ আলিপুর আদালতে তোলা হয়েছে ।

ক্যানিং, 22 নভেম্বর: ধুমধাম করে শুরু হয়েছিল নাবালিকার বিয়ে । সাত পাকও শেষ হয়েছে । শুরু হয়েছে মালা বদল । এমন সময় বাড়ির সামনে উপস্থিত পুলিশের গাড়ি । খবর পেয়েই পালিয়ে যান বর ও কনে-সহ পরিবারের লোকজন । কিন্তু সেই সময় পুলিশ উপস্থিত হওয়ায় ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি (Police Attacked While Preventing Marriage of a Minor)। মারধর করা হয়েছে কর্তব্যরত পুলিশদের । ঘটনায় আহত হয়েছে তিন পুলিশ কর্মী । আহতদের ক্যানিং মহাকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। ইতিমধ্যেই পুলিশে তরফ থেকে বেশ কয়েকটি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে । অভিযোগ, পুলিশও এলাকাবাসী এমনকী মেয়েদেরও মারধর করে ৷

সোমবার ক্যানিং থানার গোপালপুর এলাকায় শুরু হয়েছিল বিয়ের তোড়জোড় । সেখানেই এক নাবালিকার সঙ্গে বিয়ে হচ্ছিল এক যুবকের। সেই বিয়ের খবর পায় পুলিশ । বিয়ে আটকানোর জন্য ঘটনাস্থলে পৌঁছয় ক্যানিং থানার পুলিশ কর্মীরা। পুলিশের সঙ্গে বিয়ে বাড়িতে আসা আত্মীয় স্বজনদের মধ্যে চলতে থাকে বাগবিতন্ডা । একটা সময় পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় বিয়ে বাড়িতে আসা ক্ষুব্ধ মানুষজন । আর তাদের আক্রমণে আহত হন তিন পুলিশ কর্মী ।

নাবালিকার বিয়ে আটকাতে গিয়ে আক্রান্ত পুলিশ

আরও পড়ুন: বিয়ে রুখে নাবালিকাকে পুনরায় স্কুলে ফেরত পাঠাল সহপাঠীরা

ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার আইসি সৌগত ঘোষের নেতৃত্বে বিরাট পুলিশবাহিনী পৌঁছয় এলাকায়। পুলিশ আসার খবর পেয়েই আগে থেকেই পালিয়ে যায় নব দম্পতি ও তার বাবা-মায়েরা । পুলিশকে আক্রমণ এবং গাড়ি ভাঙচুরের অভিযোগে পুলিশ সঞ্জয় মণ্ডল নামে এক যুবতকে গ্রেফতার করেছে । তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । ইতিমধ্যেই বেশ কয়েকটি জামিন অযোগ্য ধারায় মামলার রজু করা হয়েছে পুলিশের তরফ থেকে । অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি । ধৃতকে আজ আলিপুর আদালতে তোলা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.