ডায়মন্ড হারবার, 4 ডিসেম্বর: শনিবার অভিষেক গড়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জনসভাকে (Suvendu Adhikari Rally) কেন্দ্র করে রণক্ষেত্র বাঁধে কুল্পি বিধানসভার হটুগঞ্জ এলাকা (44 Arrested in Hatuganj Clash)। সেই ঘটনায় ধরপাকড় চালাচ্ছে পুলিশ ৷ এখনও পর্যন্ত 44 জনকে গ্রেফতার করা হয়েছে ৷
স্থানীয় সূত্র জানা যায়, শনিবার দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার লাইট হাউজ মাঠে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জনসভায় যোগ দিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকেরা ডায়মন্ড হারবার 117 নম্বর জাতীয় সড়ক দিয়ে সভাস্থলে যাচ্ছিলেন ৷ সেই সময় কুলপির হটুগঞ্জ এলাকার কাছে তৃণমূল কর্মীর সমর্থকেরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন । বিজেপি কর্মী সমর্থকদের গাড়ি ভাঙচুর ও মারধর করারও অভিযোগ ওঠে তৃণমূল কর্মীর সমর্থকদের বিরুদ্ধে ।
এই ঘটনা জানতে পেরে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল সভাস্থল থেকে ঘটনাস্থলে পৌঁছন । সেখানে পৌঁছয় কুলপি থানার বিশাল পুলিশ বাহিনীও । মুহূর্তের মধ্যে দু পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় হটুগঞ্জ । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে । এই ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থককে গ্রেফতার করেছে ডায়মন্ডহারবার জেলা পুলিশ ও সুন্দরবন পুলিশ জেলার পুলিশ । শনিবারের ঘটনায় এখনও পর্যন্ত মোট 44 জনকে গ্রেফতার করা হয়েছে ।
আরও পড়ুন: 'এখানে কেন সভা করতে এলাম, জানেন ?' জনতাকে করা প্রশ্নেও শুভেন্দুকে খোঁচা অভিষেকের
পুলিশ সূত্রে জানা যায়, সুন্দরবন পুলিশ জেলা 9 জনকে গ্রেফতার করে ও ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ মোট 35 জনকে গ্রেফতার করেছে । রবিবার ধৃতদেরকে ডায়মন্ড হারবার মহাকুমার আদালতে পেশ করে পুলিশ ।
রবিবার সকাল থেকেই থমথমে হয়ে রয়েছে হটুগঞ্জ ৷ মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী । বিজেপি কর্মী সমর্থকদের রবিবার ডায়মন্ড হারবার মহকুমার আদালতে পেশ করার সময় বিজেপি কর্মী সমর্থকেরা স্লোগান দেন । ডায়মন্ড হারবার কোর্ট চত্বর কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ । তৃণমূলের অভিযোগ, শনিবার শুভেন্দুর সভাকে ঘিরে যখন উত্তেজনার পারদ চরমে ওঠে, সেই সময় বিজেপি কর্মী সমর্থকরা তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর করেন ।