কলকাতা, 12 জুন : NRS-এ জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে স্তব্ধ রাজ্যের প্রায় সমস্ত হাসপাতালের OPD । অভিযোগ, চিত্তরঞ্জন সেবা সদনে চিকিৎসা পরিষেবা না পেয়ে আজ মৃত্যু হল এক মহিলার । মৃতের নাম শিখা গোমস্তা(41) ।
ঘটনার সূত্রপাত সোমবার(10 জুন) । অসুস্থ এক বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় NRS চত্বর । রোগীর পরিবার ও বিক্ষোভকারীদের ছোড়া ইটে জখম হন বেশ কয়েকজন জুনিয়র ডাক্তার । এরপরই, নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে কর্মবিরতিতে নামেন জুনিয়র ডাক্তাররা । পরিষেবা বন্ধ করে দেওয়া হয় SSKM, চিত্তরঞ্জন সেবা সদনের পাশাপাশি জেলার একাধিক হাসপাতালেও ।
এদিকে, গত সন্ধ্যায় জ্বর ও খিঁচুনি নিয়ে ঘুটিয়ারি শরিফ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভরতি হন শিখা গোমস্তা নামে স্থানীয় এক মহিলা । অবস্থার অবনতি হলে প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতাল ও পরে ওই রাতেই তাঁকে কলকাতার চিত্তরঞ্জন সেবাসদনে রেফার করা হয় । কিন্তু, পরিবারের অভিযোগ, চিকিৎসা তো দূরঅস্ত, হাসপাতালে ঢুকতে পর্যন্ত দেওয়া হয়নি । বেশ কিছু সময় অপেক্ষা করে ফের ক্যানিং হাসপাতালে শিখাকে নিয়ে যান তাঁরা । আজ সকালে সেখানেই তাঁর মৃত্যু হয় ।
এই সংক্রান্ত খবর : SSKM-এ বন্ধ ইমারজেন্সিও, রাস্তায় শুয়ে বিক্ষোভ রোগীর পরিজনদের
পরিবারের অভিযোগ, অর্থের অভাবে বেসরকারি হাসপাতালে ভরতি করা যায়নি । সেখানে ভরতি করা গেলে হয়ত রোগী বেঁচে যেত ।
এই সংক্রান্ত খবর : রোগী মৃত্যু থেকে আক্রান্ত ডাক্তার, কেন-কীভাবে রণক্ষেত্র NRS