কলকাতা, 7 অগস্ট: জামিন চাওয়ার পাশাপাশি নিজেকে নির্দোষ প্রমাণ করতে এবার মুখ্যমন্ত্রীকেও জড়ালেন পার্থ চট্টোপাধ্য়ায় । এজলাসেই তিনি দাবি করেন, যাবতীয় বিষয় তিনি অন্যান্য দফতরের মতোই রাজ্যের মুখ্যসচিবকে জানাতেন । আর তা পৌঁছে যেত মুখ্যমন্ত্রীর কাছে । এরপর সিদ্ধান্ত সেখান থেকেই হত । একই সঙ্গে, পার্থ এদিন আরও দাবি করেন, তিনি শুধু ফাইলে সই করতেন । আর বক্তব্য থেকে স্পষ্ট নিয়োগ দুর্নীতি কাণ্ডে যাবতীয় বিষয়ে এবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে জড়ালেন পার্থ চট্টোপাধ্য়ায় ।
সামনেই দুর্গাপুজো । আর সেই প্রসঙ্গ তুলে ভরা এজলাসে আবেগতাড়িত হয়ে পড়লেন পার্থ চট্টোপাধ্যায় । সোমবার আলিপুর কোর্টের বিচারকের উদ্দেশে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, সামনেই দুর্গাপুজো । পরিবারের সঙ্গে সেই সময়টা থাকতে চান তিনি । তাঁকে জামিন দেওয়া হোক । যদিও পার্থ চট্টোপাধ্যায়ের সেই আবেদনেও লাভের লাভ হয়নি । জামিনের আবেদন খারিজ করে দেন বিচারক ।
2022-এর 22 জুলাই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয় কোটি-কোটি টাকা। সেই থেকেই জেলবন্দি রাজ্যের প্রাক্তন মন্ত্রী। একবছর পেরিয়ে গেলেও জেলেই রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী । যদিও তিনি বারবারই আদালতে দাবি করেছেন, এসএসসি দুর্নীতি কাণ্ডে তিনি যুক্ত নন । এদিনও আলিপুর সিবিআই-এর বিশেষ আদালতে পার্থ চট্টোপাধ্যায়-সহ সাত জনকে পেশ করা হয় । আর এজলাসেই আবেগতাড়িত হয়ে পড়েন পার্থ চট্টোপাধ্যায়। বিচারকের উদ্দেশে তিনি বলেন, "সামনেই দুর্গাপুজো আমায় জামিন দেওয়া হোক। পরিবারের লোকেদের সঙ্গে যাতে থাকতে পারি।" একইসঙ্গে, এদিন আরও একবার পার্থ দাবি করেন তিনি এই দুর্নীতির সঙ্গে যুক্ত নন। তিনি বলেন, "আমি এসএসসি'র চাকরি কাউকে দিইনি । আমি এসএসসি দুর্নীতির সঙ্গে যুক্ত নই । কোনও কমিটির মধ্যেই আমি ছিলাম না ।"
পার্থ চট্টোপাধ্যায়ের দাবি, স্কুল শিক্ষকের চাকরি পাওয়ার বিষয়টি মুখ্যসচিবকে বলা হয় । মুখ্যসচিব তা মুখ্যমন্ত্রীকে জানাতেন। এটাই পদ্ধতি। এরপরেই পার্থ জানান, এই দুর্নীতির সঙ্গে তাঁর যোগ কোনওভাবেই নেই । বিচারকের সামনে প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেন, "আমি কাউকে টাকা-পয়সা নিয়ে চাকরি দিইনি । এই চাকরি আমার হাতে ছিল না । আমি মুখ্যসচিবকে বলতাম সেটাই তিনি মুখ্যমন্ত্রীকে জানাতেন । যে কমিটি ছিল তারাই এই বিষয়টি দেখত । আমি কোনও চাকরির কথা কাউকেই বলতাম না । আমি শুধু ফাইলে সই করতাম ।" এরপরই বিচারকের কাছে কাতরভাবে তিনি বলেন, "আমি এক বছরের উপর জেলবন্দি । সামনে দুর্গা পুজো । আমার পরিবারের সঙ্গে থাকতে দিন ।"
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম জামিন মানিক ভট্টাচার্যর স্ত্রী শতরূপাকে
অন্যদিকে, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অসুস্থতা নিয়ে প্রশ্ন করা হলে এদিন পার্থ চট্টোপাধ্য়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন । পার্থ বলেন, "তিনি হাসপাতালে, আমিও অসুস্থ আমায় জামিন দেওয়া হোক ।" যদিও এদিন আলিপুর সিবিআই'য়ের বিশেষ আদালতে সওয়াল-জবাবের পর পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ করে দেন বিচারক । এদিন বেহালার দুর্ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "যে ঘটনা ঘটেছে অতি দুঃখজনক এবং মর্মান্তিক । আমি ওই পরিবারকে সহানুভূতি জানাই । যদিও ডায়মন্ডহারবার রোডের উপর তাঁর যে পার্টি অফিস আছে সেটি ভেঙে ফেলা হবে, এ বিষয়ে প্রশ্ন করা হলে পার্থ চট্টোপাধ্য়ায় কোনও মন্তব্য করেননি ।