ETV Bharat / state

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের, ভাঙড়ে পঞ্চায়েত অফিসে ভাঙচুর - Inner clash of Trinamool

ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রেজিনা খাতুন প্রধান হলেও সমস্ত কাজকর্ম তাঁর শওহর তৃণমূলের অঞ্চল সভাপতি ইব্রাহিম মোল্লার কথামতোই চলে । ইব্রাহিম মোল্লা পঞ্চায়েতের কোনও দায়িত্বে না থাকলেও সারাক্ষণ পঞ্চায়েতে থেকে নিজের দাপট দেখান বলে অভিযোগ । ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের আবুয়া বুথের পঞ্চায়েত সদস্য তথা যুব তৃণমূল নেতা খয়রুল ইসলামের সঙ্গে ইব্রাহিম মোল্লার এই নিয়েই বচসা বাধে ।

ভাঙড়
ভাঙড়
author img

By

Published : May 15, 2020, 5:39 PM IST

ভাঙড়, 15 মে : তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের । ভাঙচুর চালানো হল পঞ্চায়েত অফিসে । ভাঙড়ের কাশীপুর থানার ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা । পঞ্চায়েত অফিসে ভাঙচুরের পাশাপাশি তৃণমূলের অঞ্চল সভাপতিকেও মারধর করা হয় ।

স্থানীয় সূত্রে খবর, ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রেজিনা খাতুন খাতায় কলমে প্রধান । কিন্তু পঞ্চায়েতের সমস্ত কাজকর্ম তাঁর শওহর তৃণমূলের অঞ্চল সভাপতি ইব্রাহিম মোল্লার কথামতোই চলে । ইব্রাহিম মোল্লা পঞ্চায়েতের কোনও দায়িত্বে না থাকলেও সারাক্ষণ পঞ্চায়েতে থেকে নিজের দাপট দেখান বলে অভিযোগ । ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের আবুয়া বুথের পঞ্চায়েত সদস্য তথা যুব তৃণমূল নেতা খয়রুল ইসলামের সঙ্গে ইব্রাহিম মোল্লার এই নিয়েই বচসা বাধে ।

পঞ্চায়েত অফিসের সামনে দুই পক্ষের সদস্যরা
পঞ্চায়েত অফিসের সামনে দুই পক্ষের সদস্যরা

খয়রুল ইসলামের দাবি, তাঁর নিজের বুথের প্রাপ্য সরকারি ঘর ইব্রাহিম মোল্লা তাঁকে না জানিয়ে নিজের পছন্দ মতো লোককে দিচ্ছিলেন । পঞ্চায়েত সদস্যদের অন্ধকারে রেখে এভাবে কেন ঘর দেওয়া হচ্ছে তা জানতে এসেছিলেন তিনি । তখনই তাঁদের মধ্যে বচসা হয় । তারপরই হাতাহাতিতে জড়িয়ে পড়ে উভয়পক্ষ । তারপর খয়রুলের অনুগামীরা পঞ্চায়েত অফিসে ভাঙচুর চালায় বলে অভিযোগ। অফিসের চেয়ার ও কম্পিউটার সহ কয়েকটি বাইকও ভাঙচুর করা হয় । খবর পেয়ে কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থানে আসে । ভিড় ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে বলেও খবর ।

পঞ্চায়েত অফিসে ভাঙচুর ও মারধরের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে উভয়পক্ষের দু'জনকে আটক করা হয় । পরে আহত খয়রুল ইসলাম ও ইব্রাহিম মোল্লাকে জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয় । ঘটনায় উভয়পক্ষই কাশীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ।

ভাঙড়, 15 মে : তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের । ভাঙচুর চালানো হল পঞ্চায়েত অফিসে । ভাঙড়ের কাশীপুর থানার ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা । পঞ্চায়েত অফিসে ভাঙচুরের পাশাপাশি তৃণমূলের অঞ্চল সভাপতিকেও মারধর করা হয় ।

স্থানীয় সূত্রে খবর, ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রেজিনা খাতুন খাতায় কলমে প্রধান । কিন্তু পঞ্চায়েতের সমস্ত কাজকর্ম তাঁর শওহর তৃণমূলের অঞ্চল সভাপতি ইব্রাহিম মোল্লার কথামতোই চলে । ইব্রাহিম মোল্লা পঞ্চায়েতের কোনও দায়িত্বে না থাকলেও সারাক্ষণ পঞ্চায়েতে থেকে নিজের দাপট দেখান বলে অভিযোগ । ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের আবুয়া বুথের পঞ্চায়েত সদস্য তথা যুব তৃণমূল নেতা খয়রুল ইসলামের সঙ্গে ইব্রাহিম মোল্লার এই নিয়েই বচসা বাধে ।

পঞ্চায়েত অফিসের সামনে দুই পক্ষের সদস্যরা
পঞ্চায়েত অফিসের সামনে দুই পক্ষের সদস্যরা

খয়রুল ইসলামের দাবি, তাঁর নিজের বুথের প্রাপ্য সরকারি ঘর ইব্রাহিম মোল্লা তাঁকে না জানিয়ে নিজের পছন্দ মতো লোককে দিচ্ছিলেন । পঞ্চায়েত সদস্যদের অন্ধকারে রেখে এভাবে কেন ঘর দেওয়া হচ্ছে তা জানতে এসেছিলেন তিনি । তখনই তাঁদের মধ্যে বচসা হয় । তারপরই হাতাহাতিতে জড়িয়ে পড়ে উভয়পক্ষ । তারপর খয়রুলের অনুগামীরা পঞ্চায়েত অফিসে ভাঙচুর চালায় বলে অভিযোগ। অফিসের চেয়ার ও কম্পিউটার সহ কয়েকটি বাইকও ভাঙচুর করা হয় । খবর পেয়ে কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থানে আসে । ভিড় ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে বলেও খবর ।

পঞ্চায়েত অফিসে ভাঙচুর ও মারধরের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে উভয়পক্ষের দু'জনকে আটক করা হয় । পরে আহত খয়রুল ইসলাম ও ইব্রাহিম মোল্লাকে জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয় । ঘটনায় উভয়পক্ষই কাশীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.