ভাঙড়, 15 মে : তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের । ভাঙচুর চালানো হল পঞ্চায়েত অফিসে । ভাঙড়ের কাশীপুর থানার ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা । পঞ্চায়েত অফিসে ভাঙচুরের পাশাপাশি তৃণমূলের অঞ্চল সভাপতিকেও মারধর করা হয় ।
স্থানীয় সূত্রে খবর, ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রেজিনা খাতুন খাতায় কলমে প্রধান । কিন্তু পঞ্চায়েতের সমস্ত কাজকর্ম তাঁর শওহর তৃণমূলের অঞ্চল সভাপতি ইব্রাহিম মোল্লার কথামতোই চলে । ইব্রাহিম মোল্লা পঞ্চায়েতের কোনও দায়িত্বে না থাকলেও সারাক্ষণ পঞ্চায়েতে থেকে নিজের দাপট দেখান বলে অভিযোগ । ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের আবুয়া বুথের পঞ্চায়েত সদস্য তথা যুব তৃণমূল নেতা খয়রুল ইসলামের সঙ্গে ইব্রাহিম মোল্লার এই নিয়েই বচসা বাধে ।
![পঞ্চায়েত অফিসের সামনে দুই পক্ষের সদস্যরা](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-s24-01-bhangar-tmc-class-7203865_15052020163037_1505f_1589540437_216.jpg)
খয়রুল ইসলামের দাবি, তাঁর নিজের বুথের প্রাপ্য সরকারি ঘর ইব্রাহিম মোল্লা তাঁকে না জানিয়ে নিজের পছন্দ মতো লোককে দিচ্ছিলেন । পঞ্চায়েত সদস্যদের অন্ধকারে রেখে এভাবে কেন ঘর দেওয়া হচ্ছে তা জানতে এসেছিলেন তিনি । তখনই তাঁদের মধ্যে বচসা হয় । তারপরই হাতাহাতিতে জড়িয়ে পড়ে উভয়পক্ষ । তারপর খয়রুলের অনুগামীরা পঞ্চায়েত অফিসে ভাঙচুর চালায় বলে অভিযোগ। অফিসের চেয়ার ও কম্পিউটার সহ কয়েকটি বাইকও ভাঙচুর করা হয় । খবর পেয়ে কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থানে আসে । ভিড় ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে বলেও খবর ।
পঞ্চায়েত অফিসে ভাঙচুর ও মারধরের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে উভয়পক্ষের দু'জনকে আটক করা হয় । পরে আহত খয়রুল ইসলাম ও ইব্রাহিম মোল্লাকে জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয় । ঘটনায় উভয়পক্ষই কাশীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ।