ETV Bharat / state

Panchayat Election 2023: মনোনয়ন নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে এবার রণক্ষেত্র ক্যানিং, আক্রান্ত এসডিপিও - তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

ভাঙড়ের পর রণক্ষেত্র হয়ে উঠল ক্যানিং ৷ মনোনয়নপত্র জমা দেওয়া ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত গোটা এলাকা ৷ ব্যাট-উইকেট নিয়ে চলল সংঘর্ষ ৷

Panchayat Election 2023
Panchayat Election 2023
author img

By

Published : Jun 14, 2023, 12:32 PM IST

Updated : Jun 14, 2023, 2:31 PM IST

মনোনয়ন নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে এবার রণক্ষেত্র ক্যানিং

ক্যানিং, 14 জুন: পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে বুধবার থেকে অগ্নিগর্ভ ভাঙড় ৷ এ বার উত্তপ্ত হয়ে উঠল ক্যানিং । তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বুধবার সেখানে তুমুল উত্তেজনা ছড়াল ৷ ব্যাট ও উইকেট নিয়ে চলল আক্রমণ ও পালটা আক্রমণ ৷ অশান্তি রুখতে ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশবাহিনী । নামানো হয়েছে ব়্যাফ । তবে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে নিরাপত্তা কর্মীদের ৷ ঝামেলা়র জেরে আক্রান্ত হয়েছেন ক্যানিংয়ের এসডিপিও । সুত্র মারফত খবর পাওয়া গিয়েছে, ক্যানিংয়ে গুলিবিদ্ধ হয়েছেন দুজন । তাঁদের উদ্ধার করে ক্যানিং হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে ।

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পেশকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর প্রকাশ্যে আসছে প্রতিদিন । মঙ্গলবার মনোনয়ন পত্র পেশকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় ভাঙড় । মুড়ি-মুড়কির মতো বোমাবাজি চলে ৷ চলেছে গুলিও । আইএসএফ প্রার্থী ও তৃণমূলের এক নেতা গুলিবিদ্ধ হন ৷ জখম হয়েছেন অনেকে । মঙ্গলবারের রেশ চলছে বুধবারও ৷ এ দিনও সকাল থেকেই উত্তপ্ত ভাঙড় ৷ নির্বাচন কমিশনের জারি করা 144 ধারা ভেঙেই জমায়েত করা হচ্ছে বলে অভিযোগ ৷ আতঙ্কে রয়েছেন ভাঙড়ের বাসিন্দারা । গোটা এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ ।

আরও পড়ুন: রণক্ষেত্র ভাঙড়ে আরাবুলের ছেলের গাড়ি থেকে উদ্ধার বোমা

এ দিকে, তৃণমূলের দুই দলের মনোনয়ন পেশকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যানিং বাসস্ট্যান্ড এলাকা । অশান্তির কেন্দ্রে রয়েছে তৃণমূলের দুটি গোষ্ঠী । শাসকদেরই একটি দলের বিরুদ্ধে অপর দলকে মনোনয়ন পেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে । এরপরই চরমে ওঠে অশান্তি । প্রথমে হাতাহাতি তারপর রীতিমতো সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ ৷ ব্যাট, উইকেট নিয়ে শুরু হয় আক্রমণ ৷ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশের বিরাট বাহিনী ৷ নামানো হয়েছে ব়্যাফ । শক্ত হাতে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন নিরাপত্তা কর্মীরা ৷ এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে ৷ তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

মনোনয়ন নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে এবার রণক্ষেত্র ক্যানিং

ক্যানিং, 14 জুন: পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে বুধবার থেকে অগ্নিগর্ভ ভাঙড় ৷ এ বার উত্তপ্ত হয়ে উঠল ক্যানিং । তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বুধবার সেখানে তুমুল উত্তেজনা ছড়াল ৷ ব্যাট ও উইকেট নিয়ে চলল আক্রমণ ও পালটা আক্রমণ ৷ অশান্তি রুখতে ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশবাহিনী । নামানো হয়েছে ব়্যাফ । তবে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে নিরাপত্তা কর্মীদের ৷ ঝামেলা়র জেরে আক্রান্ত হয়েছেন ক্যানিংয়ের এসডিপিও । সুত্র মারফত খবর পাওয়া গিয়েছে, ক্যানিংয়ে গুলিবিদ্ধ হয়েছেন দুজন । তাঁদের উদ্ধার করে ক্যানিং হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে ।

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পেশকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর প্রকাশ্যে আসছে প্রতিদিন । মঙ্গলবার মনোনয়ন পত্র পেশকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় ভাঙড় । মুড়ি-মুড়কির মতো বোমাবাজি চলে ৷ চলেছে গুলিও । আইএসএফ প্রার্থী ও তৃণমূলের এক নেতা গুলিবিদ্ধ হন ৷ জখম হয়েছেন অনেকে । মঙ্গলবারের রেশ চলছে বুধবারও ৷ এ দিনও সকাল থেকেই উত্তপ্ত ভাঙড় ৷ নির্বাচন কমিশনের জারি করা 144 ধারা ভেঙেই জমায়েত করা হচ্ছে বলে অভিযোগ ৷ আতঙ্কে রয়েছেন ভাঙড়ের বাসিন্দারা । গোটা এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ ।

আরও পড়ুন: রণক্ষেত্র ভাঙড়ে আরাবুলের ছেলের গাড়ি থেকে উদ্ধার বোমা

এ দিকে, তৃণমূলের দুই দলের মনোনয়ন পেশকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যানিং বাসস্ট্যান্ড এলাকা । অশান্তির কেন্দ্রে রয়েছে তৃণমূলের দুটি গোষ্ঠী । শাসকদেরই একটি দলের বিরুদ্ধে অপর দলকে মনোনয়ন পেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে । এরপরই চরমে ওঠে অশান্তি । প্রথমে হাতাহাতি তারপর রীতিমতো সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ ৷ ব্যাট, উইকেট নিয়ে শুরু হয় আক্রমণ ৷ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশের বিরাট বাহিনী ৷ নামানো হয়েছে ব়্যাফ । শক্ত হাতে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন নিরাপত্তা কর্মীরা ৷ এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে ৷ তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

Last Updated : Jun 14, 2023, 2:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.