ETV Bharat / state

ভাঙড়ের চামড়া কারখানায় বিস্ফোরণে মৃত্যু একজনের, গ্রেফতার 2 - মৃত্যু

শনিবারের বিস্ফোরণের ঘটনায় সবথেকে বেশি আহত হয়েছিল আলাউদ্দিন । চিকিৎসক সূত্রের খবর তাঁর দেহের প্রায় 80 শতাংশ পুড়ে গিয়েছিল । মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষে হার মানেন আলাউদ্দিন ।

মৃত্যু হল একজনের
মৃত্যু হল একজনের
author img

By

Published : Apr 25, 2021, 12:29 PM IST

ভাঙড়, 25 এপ্রিল : ভাঙড়ের মালঞ্চ গ্রামে অবৈধ চামড়ার কারখানায় বিস্ফোরণে মৃত্যু হল একজনের । শনিবার সকালে মালঞ্চতে চামড়ার কারখানায় বিস্ফোরণ ঘটেছিল । সেই ঘটনায় আহত হয়েছিল 11 জন । তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় এক কর্মচারীর । মৃত কর্মচারীর নাম আলাউদ্দিন শেখ । আলাউদ্দিন দক্ষিণ 24 পরগনার কুলতলির বাসিন্দা ৷ কাজের জন্য এসেছিলেন এই বয়লার কারখানাতে ।

শনিবারের বিস্ফোরণের ঘটনায় সবথেকে বেশি আহত হয়েছিলেন আলাউদ্দিন । চিকিৎসক সূত্রের খবর তাঁর দেহের প্রায় 80 শতাংশ পুড়ে গিয়েছিল । মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষে হার মানেন আলাউদ্দিন । হাসপাতালেই ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর ।

ভাঙড়ের মালঞ্চ গ্রামে অবৈধ চামড়ার কারখানা
ভাঙড়ের মালঞ্চ গ্রামে অবৈধ চামড়ার কারখানা

ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে । এই ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে ভাঙড় থানার পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে । আজ তাদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে । এই ঘটনার সঙ্গে আরও যারা জড়িত তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে ভাঙড় থানার পুলিশ ৷

আরও পড়ুন :ভাঙড়ে অবৈধ চামড়া কারখানায় বিস্ফোরণ, আহত 11 শ্রমিক

ভাঙড়, 25 এপ্রিল : ভাঙড়ের মালঞ্চ গ্রামে অবৈধ চামড়ার কারখানায় বিস্ফোরণে মৃত্যু হল একজনের । শনিবার সকালে মালঞ্চতে চামড়ার কারখানায় বিস্ফোরণ ঘটেছিল । সেই ঘটনায় আহত হয়েছিল 11 জন । তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় এক কর্মচারীর । মৃত কর্মচারীর নাম আলাউদ্দিন শেখ । আলাউদ্দিন দক্ষিণ 24 পরগনার কুলতলির বাসিন্দা ৷ কাজের জন্য এসেছিলেন এই বয়লার কারখানাতে ।

শনিবারের বিস্ফোরণের ঘটনায় সবথেকে বেশি আহত হয়েছিলেন আলাউদ্দিন । চিকিৎসক সূত্রের খবর তাঁর দেহের প্রায় 80 শতাংশ পুড়ে গিয়েছিল । মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষে হার মানেন আলাউদ্দিন । হাসপাতালেই ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর ।

ভাঙড়ের মালঞ্চ গ্রামে অবৈধ চামড়ার কারখানা
ভাঙড়ের মালঞ্চ গ্রামে অবৈধ চামড়ার কারখানা

ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে । এই ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে ভাঙড় থানার পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে । আজ তাদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে । এই ঘটনার সঙ্গে আরও যারা জড়িত তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে ভাঙড় থানার পুলিশ ৷

আরও পড়ুন :ভাঙড়ে অবৈধ চামড়া কারখানায় বিস্ফোরণ, আহত 11 শ্রমিক

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.