বারুইপুর, 22 মে : বেআইনি ভাবে মেডিক্যাল সরঞ্জাম সরবরাহের স্টিকার লাগিয়ে অটোতে করে চলছিল মদপাচার ৷ শুক্রবার রাতে দক্ষিণ 24 পরগনার বারুইপুর থানার পুলিশের হাতে ধরা পড়ল এমনই একটি অটো ৷ উদ্ধার হয়েছে দেশি মদ ৷ একজনকে গ্রেফতার করা হয়েছে ৷
অভিযোগ, গত 16 মে থেকে রাজ্যের সমস্ত মদের দোকান বন্ধ হয়ে গিয়েছে ৷ তাই সংকটে পড়েছেন সুরা প্রেমীরা ৷ তাই তাঁদের জন্য চড়া দামে মদ সরবরাহ করছেন বেআইনি মদ ব্যবসায়ীরা । আর তা করতে গিয়েই পুলিশের হাতে ধরা পড়েছে একজন ব্যবসায়ী ৷
জানা গিয়েছে, শুক্রবার রাতে শাসন সংলগ্ন বাইপাসে মেডিক্যাল স্টিকার লাগানো একটি অটো দেখে সন্দেহ হয় বারুইপুর থানার পুলিশের টহলদারি ভ্যানের অফিসারের । অটো তল্লাশি করে উদ্ধার হয় ১০ পেটি দেশি মদ । বেআইনি মদ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ ।
আরও পড়ুন : ঘূর্ণিঝড়ের আগে ছুটি বাতিল রাজপুর-সোনারপুরের পৌরকর্মীদের