ETV Bharat / state

সুন্দরবনে বাঘের হানায় মৃত মৎস্যজীবী, নিখোঁজ 1 - সুন্দরবন

বাঘের হামলায় মৃত্যু হল এক মৎস্যজীবীর । অপর এক মৎস্যজীবীকে তুলে নিয়ে যায় বাঘ । সুন্দরবনের পঞ্চমুখানি 2 নম্বর এলাকার জঙ্গলের ঘটনা ।

কান্নায় ভেঙে পড়েছে পরিবার
author img

By

Published : Oct 18, 2019, 1:54 PM IST

Updated : Oct 18, 2019, 2:54 PM IST

সুন্দরবন, 18 অক্টোবর : বাঘের হামলায় মৃত্যু হল এক ব্যক্তির । তিনি পেশায় মৎস্যজীবী । নাম শম্ভু মণ্ডল (56) । আরও এক মৎস্যজীবীকে তুলে নিয়ে গেছে বাঘ । নিখোঁজ ব্যক্তির নাম রাধাকান্ত আউলিয়া (54) । গতকাল বিকেলে ঘটনাটি ঘটে সুন্দরবনের পঞ্চমুখানি 2 নম্বর এলাকার জঙ্গলে ।

দেখুন ভিডিয়ো

পরিবারের তরফে জানা গেছে, বুধবার সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে যাওয়ার সিদ্ধান্ত নেন শম্ভু মণ্ডল এবং রাধাকান্ত আউলিয়া । মোট তিনজন যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে দু'জনই বেরিয়ে যান । গতকাল বিকেলে সুন্দরবনের নদীতে নৌকা বেঁধে জঙ্গলের পাশেই কাঁকড়া ধরছিলেন তাঁরা । সেইসময় হামলা চালায় বাঘ ৷

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বন দপ্তরের কর্মীরা তাঁদের খোঁজে তল্লাশি শুরু করে । জঙ্গলের পাশ থেকে শম্ভুর মৃতদেহ উদ্ধার হলেও খোঁজ পাওয়া যায়নি রাধকান্তর । বন দপ্তরের কর্মীরা একটি দল গঠন করে রাধাকান্তর খোঁজে তল্লাশি শুরু করেছে । সুন্দরবন কোস্টাল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ।

সুন্দরবন, 18 অক্টোবর : বাঘের হামলায় মৃত্যু হল এক ব্যক্তির । তিনি পেশায় মৎস্যজীবী । নাম শম্ভু মণ্ডল (56) । আরও এক মৎস্যজীবীকে তুলে নিয়ে গেছে বাঘ । নিখোঁজ ব্যক্তির নাম রাধাকান্ত আউলিয়া (54) । গতকাল বিকেলে ঘটনাটি ঘটে সুন্দরবনের পঞ্চমুখানি 2 নম্বর এলাকার জঙ্গলে ।

দেখুন ভিডিয়ো

পরিবারের তরফে জানা গেছে, বুধবার সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে যাওয়ার সিদ্ধান্ত নেন শম্ভু মণ্ডল এবং রাধাকান্ত আউলিয়া । মোট তিনজন যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে দু'জনই বেরিয়ে যান । গতকাল বিকেলে সুন্দরবনের নদীতে নৌকা বেঁধে জঙ্গলের পাশেই কাঁকড়া ধরছিলেন তাঁরা । সেইসময় হামলা চালায় বাঘ ৷

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বন দপ্তরের কর্মীরা তাঁদের খোঁজে তল্লাশি শুরু করে । জঙ্গলের পাশ থেকে শম্ভুর মৃতদেহ উদ্ধার হলেও খোঁজ পাওয়া যায়নি রাধকান্তর । বন দপ্তরের কর্মীরা একটি দল গঠন করে রাধাকান্তর খোঁজে তল্লাশি শুরু করেছে । সুন্দরবন কোস্টাল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ।

Intro:বাঘের হামলায় মৃত্যু হল এক মৎস্যজীবীর। আরও এক মৎস্যজীবীকে তুলে নিয়ে গেছে বাঘ। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে সুন্দরবনের পঞ্চমুখানি ২ নম্বর জঙ্গলে। নিহত মৎস্যজীবীর নাম শম্ভু মণ্ডল(৫৬)। নিখোঁজ মৎস্যজীবীর নাম রাধাকান্ত আউলিয়া(৫৪)। Body:পরিবার সূত্রে খবর গত বুধবার সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে যাওয়ার সিদ্ধান্ত নেয় শম্ভু মন্ডল এবং রাধাকান্ত আউলিয়া। মোট তিনজন যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে দুজনেই বেরিয়ে যায়। বৃহস্পতিবার বিকালে সুন্দরবনের নদীতে নৌকা বেঁধে জঙ্গলের পাশেই কাকড়া ধরছিল। হঠাৎ জঙ্গলের মধ্যে থেকে একটি বাঘ তাদের ওপর হামলা করে প্রথমেই রাধাকান্ত আউলিয়ার উপর ঝাঁপিয়ে পড়ে। বাঘ তাকে বাঁচাতে গেলে শম্ভু মণ্ডলের উপরেও হামলা চালায়। ঘটনাকে কেন্দ্র করে কার্যত বাঘে মানুষে লড়াই চলে দীর্ঘক্ষন। একটা সময় পর মাটিতে লুটিয়ে পড়ে শম্ভু মন্ডল। তখন রাধাকান্ত কে নিয়ে জঙ্গলের মধ্যে চলে যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বনদপ্তর এর কর্মীরা তাদের খোঁজে তল্লাশি শুরু করে। জঙ্গলের পাশেই শম্ভু মন্ডল এর মৃতদেহ উদ্ধার করলেও খোঁজ পায়নি রাধকান্তের। বনদপ্তর এর কর্মীরা একটি দল গঠন করে রাধাকান্তের খোঁজে তল্লাশি শুরু করেছে বনদপ্তর এর কর্মীরা। এদিকে শম্ভু মন্ডল এর মৃতদেহ ফিরতেই শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। বনদপ্তরের কর্মীরা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে। অন্যদিকে রাধকান্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে বনদপ্তর কর্মীরা।Conclusion:Intro ও body তে কপি দিলাম।
Last Updated : Oct 18, 2019, 2:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.