কুলপি, 1 জুলাই : কোরোনা আক্রান্ত হয়ে কুলপির গৌরীপুরে মৃত্যু হল এক মহিলার । 24 জুন থেকে জ্বর ও সর্দি কাশি নিয়ে ওই মহিলা স্থানীয় জেলা হাসপাতালে ভরতি ছিলেন । 25 জুন ওই ভদ্রমহিলার সোয়াব পরীক্ষা হয় এবং 29 জুন রিপোর্ট পজ়িটিভ আসে । তারপর ওই মহিলাকে কলকাতার একটি সরকারি হাসপাতালে স্থানান্তিরত করা হলে গতকাল সেখানেই মৃত্যু হয় তাঁর ।
কুলপির এই ভদ্রমহিলার মৃত্যুর পর বিশেষভাবে সর্তক হয়েছে কুলপি ব্লক স্বাস্থ্যবিভাগ ৷ সেখানকার এক আধিকারিক দীপক চক্রবর্তী জানান," আজ ওই মহিলার পরিবারের সদস্য সহ মোট 17 জনের সোয়াব টেস্ট করা হবে ৷ মহিলার পরিবারকে 14 দিন হোম কোয়ারেনটিন রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷ স্বাস্থ্য দপ্তর সমস্ত কিছু পর্যবেক্ষণ করবে ৷ " বিষয়টি নিয়ে মৃতার ছেলে জানান, "আমার মায়ের মৃত্যু হয়েছে ৷ তবে শেষবারের মতো মাকে আমরা দেখতে পাব কি না তা এখনও প্রশাসন জানায়নি ৷" অন্তত একবার মাকে দেখতে দেওয়া হোক বলে আবেদন করেন তিনি ।
উল্লেখ্য, দক্ষিণ 24 পরগনায় এই নিয়ে কোরোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পঁচিশ জনের । এখনও পর্যন্ত এই জেলায় কোরোনা আক্রন্ত হয়েছে 911 জন । তবে কোরোনা আক্রান্ত হওয়ার পর 424 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ।