ETV Bharat / state

Raidighi News : দুই নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ব্যক্তি - Old Man Arrests for sexually abusing two minor girl at Raidighi

দুই নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার করল রায়দিঘি থানার পুলিশ (Old Man Arrest At Raidighi)। ধৃতের নাম অজয় মণ্ডল । পেশায় রাজমিস্ত্রি ।

Old Man Arrest At Raidighi
নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার প্রৌঢ়
author img

By

Published : Mar 26, 2022, 10:55 PM IST

রায়দিঘি, 26 মার্চ : খাবারের প্রলোভন দেখিয়ে দুই নাবালিকাকে বাড়িতে ডেকে নিয়ে যৌন নির্যাতন । নাবালিকাদের অভিযোগের ভিত্তিতে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ (Old Man Arrest At Raidighi)। ঘটনাটি দক্ষিণ 24 পরগনার রায়দিঘির । ধৃতের নাম অজয় মণ্ডল । 46 বছরের ওই ব্যক্তি পেশায় রাজমিস্ত্রি ।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, স্বামীর এই কুকীর্তির কথা জানতে পেরে দীর্ঘদিন আগেই বাড়ি ছেড়েছিলেন স্ত্রী । তখন থেকেই একা থাকতে শুরু করেন অজয় । কিন্তু এত সবের পরও বদলায়নি সে । অভিযোগ, বেশকিছুদিন ধরেই দুই নাবালিকাকে খাবারের টোপ দিয়ে দুপুর ও বিকেলে বাড়িতে ডেকে যৌন নির্যাতন চালাত অজয় । শারীরিক যন্ত্রণা সহ্য করতে না পেরে বাড়িতে এসে গোটা বিষয়টি জানায় তারা । এরপর পুলিশের দ্বারস্থ হয় নাবালিকার পরিবার । অজয়ের বিরুদ্ধে যৌন নির্যাতনের লিখিত অভিযোগ দায়ের করা হয় । সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গ্রেফতার করা হয় অজয়কে ।

আরও পড়ুন: মশা মারার ধূপ থেকে আগুন, পুড়ে মৃত্যু পক্ষাঘাতগ্রস্ত প্রৌঢ়া

পুলিশ জানিয়েছে, ধৃত অজয় মণ্ডলের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে । ধৃতকে শনিবার দুপুরে ডায়মন্ডহারবার মহকুমা আদালতে পেশ করা হলে দু'দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক । সঙ্গে অভিযুক্তকে আলিপুর পকসো আদালতে হাজির করানোর নির্দেশও দেওয়া হয়েছে । ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । মেয়েদের নিরাপত্তা নিয়ে রীতিমত প্রশ্ন উঠতে শুরু করেছে । অভিযুক্তের শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা ।

রায়দিঘি, 26 মার্চ : খাবারের প্রলোভন দেখিয়ে দুই নাবালিকাকে বাড়িতে ডেকে নিয়ে যৌন নির্যাতন । নাবালিকাদের অভিযোগের ভিত্তিতে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ (Old Man Arrest At Raidighi)। ঘটনাটি দক্ষিণ 24 পরগনার রায়দিঘির । ধৃতের নাম অজয় মণ্ডল । 46 বছরের ওই ব্যক্তি পেশায় রাজমিস্ত্রি ।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, স্বামীর এই কুকীর্তির কথা জানতে পেরে দীর্ঘদিন আগেই বাড়ি ছেড়েছিলেন স্ত্রী । তখন থেকেই একা থাকতে শুরু করেন অজয় । কিন্তু এত সবের পরও বদলায়নি সে । অভিযোগ, বেশকিছুদিন ধরেই দুই নাবালিকাকে খাবারের টোপ দিয়ে দুপুর ও বিকেলে বাড়িতে ডেকে যৌন নির্যাতন চালাত অজয় । শারীরিক যন্ত্রণা সহ্য করতে না পেরে বাড়িতে এসে গোটা বিষয়টি জানায় তারা । এরপর পুলিশের দ্বারস্থ হয় নাবালিকার পরিবার । অজয়ের বিরুদ্ধে যৌন নির্যাতনের লিখিত অভিযোগ দায়ের করা হয় । সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গ্রেফতার করা হয় অজয়কে ।

আরও পড়ুন: মশা মারার ধূপ থেকে আগুন, পুড়ে মৃত্যু পক্ষাঘাতগ্রস্ত প্রৌঢ়া

পুলিশ জানিয়েছে, ধৃত অজয় মণ্ডলের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে । ধৃতকে শনিবার দুপুরে ডায়মন্ডহারবার মহকুমা আদালতে পেশ করা হলে দু'দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক । সঙ্গে অভিযুক্তকে আলিপুর পকসো আদালতে হাজির করানোর নির্দেশও দেওয়া হয়েছে । ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । মেয়েদের নিরাপত্তা নিয়ে রীতিমত প্রশ্ন উঠতে শুরু করেছে । অভিযুক্তের শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.