ETV Bharat / state

যশ মোকাবিলায় দক্ষিণ 24 পরগনায় এনডিআরএফ

ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফের 4টি দল । শনিবার গঙ্গাসাগরে এনডিআরএফের একটি টিম গিয়ে পৌঁছায় ।

যশ মোকাবিলায় দক্ষিণ 24 পরগনায় এনডিআরএফ
যশ মোকাবিলায় দক্ষিণ 24 পরগনায় এনডিআরএফ
author img

By

Published : May 22, 2021, 2:24 PM IST

দক্ষিণ 24 পরগনা, 22 মে : ধেয়ে আসছে ঘূর্ণিঝড় যশ । আবারও ধ্বংস হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে সুন্দরবনে । ঘূর্ণিঝড়ের বর্তমান অভিমুখ পরিবর্তন করে সরাসরি আছড়ে পড়তে পারে সুন্দরবনের হাতিবাড়ি দ্বীপে । 26 তারিখ রাত 8 টায় যশের আছড়ে পড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে ।

তাই দক্ষিণ 24 পরগনার বিভিন্ন উপকূলবর্তী এলাকাগুলিতে জারি করা হয়েছে লাল সতর্কতা । স্থানীয় প্রশাসন ও মৎস্য দফতরের পক্ষ থেকে উপকূলবর্তী এলাকাগুলিতে ঝড় সম্পর্কে মাইকিং এর মাধ্যমে এলাকাবাসীকে সতর্ক করার কাজ চলছে । সুন্দরবনে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফের 4টি দল । দফায় দফায় বৈঠক চলছে প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে ।

দক্ষিণ 24 পরগনায় এনডিআরএফ
দক্ষিণ 24 পরগনায় এনডিআরএফ

ইতিমধ্যেই সরকারি সমস্ত শীর্ষ কর্তাদের ও অফিসের কর্মীদের ছুটি বাতিল করেছে নবান্ন । করোনা স্বাস্থ্যবিধিকে মাথায় রেখে সাইক্লোন সেন্টারগুলিকে স্যানিটাইজ করার কাজ চলছে । এনডিআরএফের তরফেও সমুদ্র, নদী তীরবর্তী অঞ্চলগুলিতে মাইকিং এর মাধ্যমে সতর্ক করার কাজ চালানো হচ্ছে । ড্রোন ও লাইভ বোর্ডের মাধ্যমে বিভিন্ন এলাকাগুলিতে নজরদারি চালাচ্ছে এনডিআরএফ ৷

দক্ষিণ 24 পরগনায় এনডিআরএফ
দক্ষিণ 24 পরগনায় এনডিআরএফ

আরও পড়ুন : ধেয়ে আসছে যশ, আমফানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তৈরি রাজ্য়ও

আজ, শনিবার গঙ্গাসাগরে এনডিআরএফের একটি টিম গিয়ে পৌঁছায় । এনডিআরএফের ভারপ্রাপ্ত অফিসার সন্দীপ কুমার বলেন, ‘‘আমরা সবরকম প্রস্তুতি নিয়েছি ৷ যাতে এই ঘূর্ণিঝড়ের প্রাণহানির কোনও ঘটনা না ঘটে সেদিকেও আমরা বিশেষ নজর দিয়েছি ৷ ইতিমধ্যে দফায় দফায় বিডিও ও মহকুমা শাসকের সঙ্গে আমরা বৈঠক করেছি । প্রশাসন ও এনডিআরএফের প্রতিনিধিদল সদাপ্রস্তুত যশের মোকাবিলা করার জন্য ৷

যশ মোকাবিলায় দক্ষিণ 24 পরগনায় এনডিআরএফ

দক্ষিণ 24 পরগনা, 22 মে : ধেয়ে আসছে ঘূর্ণিঝড় যশ । আবারও ধ্বংস হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে সুন্দরবনে । ঘূর্ণিঝড়ের বর্তমান অভিমুখ পরিবর্তন করে সরাসরি আছড়ে পড়তে পারে সুন্দরবনের হাতিবাড়ি দ্বীপে । 26 তারিখ রাত 8 টায় যশের আছড়ে পড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে ।

তাই দক্ষিণ 24 পরগনার বিভিন্ন উপকূলবর্তী এলাকাগুলিতে জারি করা হয়েছে লাল সতর্কতা । স্থানীয় প্রশাসন ও মৎস্য দফতরের পক্ষ থেকে উপকূলবর্তী এলাকাগুলিতে ঝড় সম্পর্কে মাইকিং এর মাধ্যমে এলাকাবাসীকে সতর্ক করার কাজ চলছে । সুন্দরবনে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফের 4টি দল । দফায় দফায় বৈঠক চলছে প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে ।

দক্ষিণ 24 পরগনায় এনডিআরএফ
দক্ষিণ 24 পরগনায় এনডিআরএফ

ইতিমধ্যেই সরকারি সমস্ত শীর্ষ কর্তাদের ও অফিসের কর্মীদের ছুটি বাতিল করেছে নবান্ন । করোনা স্বাস্থ্যবিধিকে মাথায় রেখে সাইক্লোন সেন্টারগুলিকে স্যানিটাইজ করার কাজ চলছে । এনডিআরএফের তরফেও সমুদ্র, নদী তীরবর্তী অঞ্চলগুলিতে মাইকিং এর মাধ্যমে সতর্ক করার কাজ চালানো হচ্ছে । ড্রোন ও লাইভ বোর্ডের মাধ্যমে বিভিন্ন এলাকাগুলিতে নজরদারি চালাচ্ছে এনডিআরএফ ৷

দক্ষিণ 24 পরগনায় এনডিআরএফ
দক্ষিণ 24 পরগনায় এনডিআরএফ

আরও পড়ুন : ধেয়ে আসছে যশ, আমফানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তৈরি রাজ্য়ও

আজ, শনিবার গঙ্গাসাগরে এনডিআরএফের একটি টিম গিয়ে পৌঁছায় । এনডিআরএফের ভারপ্রাপ্ত অফিসার সন্দীপ কুমার বলেন, ‘‘আমরা সবরকম প্রস্তুতি নিয়েছি ৷ যাতে এই ঘূর্ণিঝড়ের প্রাণহানির কোনও ঘটনা না ঘটে সেদিকেও আমরা বিশেষ নজর দিয়েছি ৷ ইতিমধ্যে দফায় দফায় বিডিও ও মহকুমা শাসকের সঙ্গে আমরা বৈঠক করেছি । প্রশাসন ও এনডিআরএফের প্রতিনিধিদল সদাপ্রস্তুত যশের মোকাবিলা করার জন্য ৷

যশ মোকাবিলায় দক্ষিণ 24 পরগনায় এনডিআরএফ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.