নামখানা, 23 এপ্রিল : ভোট কুশলী প্রশান্ত কিশোরকে নিয়ে এই মুহূর্তে জাতীয় রাজনীতিতে শোরগোল ৷ জাতীয় কংগ্রেসে হাত কি ধরবেন তিনি, জল্পনা তুঙ্গে ৷ এরই মধ্যে তাঁর সংস্থায় চাকরির প্রলোভন দেখিয়ে পুলিশের জালে এক ৷ আইপ্যাকে চাকরি দেওয়ার নামে বেকার যুবক-যুবতীদের থেকে নগদ টাকা গছিয়ে নেওয়ার অভিযোগে প্রতারণার এক যুববকে গ্রেফতার করল পুলিশ (Namkhana police arrested a man in fraud case)।
সোমনাথ মণ্ডল নামে ওই যুবককে ঝাড়খণ্ডের মধুপুর থানা এলাকা থেকে গ্রেফতার করে নামখানা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সংস্থার নাম-লোগো ব্যবহার করে চাকরি দেওয়ার ফাঁদ পেতেছিল সে। খবর পেয়ে আইপ্যাক সংস্থা থেকে গত 18 এপ্রিল নামখানা থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপরেই তদন্তে নেমে সাফল্য পায় পুলিশ।
আরও পড়ুন : পোলট্রি ব্যবসা ছেড়ে অস্ত্রের কারবার, কুলতলিতে গ্রেফতার 1
শনিবার তাকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হয় ৷ পুলিশ ধৃত সোমনাথ মণ্ডলকে 7 দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার দাবি জানিয়েছে ৷ তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানান সুন্দরবন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সন্তোষ কুমার মণ্ডল ৷