ETV Bharat / state

Fraud Arrested : আইপ্যাকে চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণা, নামখানায় পুলিশের জালে অভিযুক্ত - Namkhana police arrested a man in fraud case

আইপ্যাকে চাকরি দেওয়ার নামে বেকার যুবক-যুবতীদের থেকে নগদ টাকা গছিয়ে নেওয়ার অভিযোগে প্রতারণার এক যুববকে গ্রেফতার করল পুলিশ (Namkhana police arrested a man in fraud case)।

Fraud Arrested
আইপ্যাকে চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণা, নামখানায় পুলিশের জালে অভিযুক্ত
author img

By

Published : Apr 23, 2022, 11:01 PM IST

নামখানা, 23 এপ্রিল : ভোট কুশলী প্রশান্ত কিশোরকে নিয়ে এই মুহূর্তে জাতীয় রাজনীতিতে শোরগোল ৷ জাতীয় কংগ্রেসে হাত কি ধরবেন তিনি, জল্পনা তুঙ্গে ৷ এরই মধ্যে তাঁর সংস্থায় চাকরির প্রলোভন দেখিয়ে পুলিশের জালে এক ৷ আইপ্যাকে চাকরি দেওয়ার নামে বেকার যুবক-যুবতীদের থেকে নগদ টাকা গছিয়ে নেওয়ার অভিযোগে প্রতারণার এক যুববকে গ্রেফতার করল পুলিশ (Namkhana police arrested a man in fraud case)।

সোমনাথ মণ্ডল নামে ওই যুবককে ঝাড়খণ্ডের মধুপুর থানা এলাকা থেকে গ্রেফতার করে নামখানা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সংস্থার নাম-লোগো ব্যবহার করে চাকরি দেওয়ার ফাঁদ পেতেছিল সে। খবর পেয়ে আইপ্যাক সংস্থা থেকে গত 18 এপ্রিল নামখানা থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপরেই তদন্তে নেমে সাফল্য পায় পুলিশ।

আইপ্যাকে চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণা

আরও পড়ুন : পোলট্রি ব্যবসা ছেড়ে অস্ত্রের কারবার, কুলতলিতে গ্রেফতার 1

শনিবার তাকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হয় ৷ পুলিশ ধৃত সোমনাথ মণ্ডলকে 7 দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার দাবি জানিয়েছে ৷ তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানান সুন্দরবন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সন্তোষ কুমার মণ্ডল ৷

নামখানা, 23 এপ্রিল : ভোট কুশলী প্রশান্ত কিশোরকে নিয়ে এই মুহূর্তে জাতীয় রাজনীতিতে শোরগোল ৷ জাতীয় কংগ্রেসে হাত কি ধরবেন তিনি, জল্পনা তুঙ্গে ৷ এরই মধ্যে তাঁর সংস্থায় চাকরির প্রলোভন দেখিয়ে পুলিশের জালে এক ৷ আইপ্যাকে চাকরি দেওয়ার নামে বেকার যুবক-যুবতীদের থেকে নগদ টাকা গছিয়ে নেওয়ার অভিযোগে প্রতারণার এক যুববকে গ্রেফতার করল পুলিশ (Namkhana police arrested a man in fraud case)।

সোমনাথ মণ্ডল নামে ওই যুবককে ঝাড়খণ্ডের মধুপুর থানা এলাকা থেকে গ্রেফতার করে নামখানা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সংস্থার নাম-লোগো ব্যবহার করে চাকরি দেওয়ার ফাঁদ পেতেছিল সে। খবর পেয়ে আইপ্যাক সংস্থা থেকে গত 18 এপ্রিল নামখানা থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপরেই তদন্তে নেমে সাফল্য পায় পুলিশ।

আইপ্যাকে চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণা

আরও পড়ুন : পোলট্রি ব্যবসা ছেড়ে অস্ত্রের কারবার, কুলতলিতে গ্রেফতার 1

শনিবার তাকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হয় ৷ পুলিশ ধৃত সোমনাথ মণ্ডলকে 7 দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার দাবি জানিয়েছে ৷ তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানান সুন্দরবন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সন্তোষ কুমার মণ্ডল ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.