ETV Bharat / state

ভাঙড়ে খুন করতে গিয়ে গণপিটুনিতে মৃত দুষ্কৃতী - mob lynching news in Bhangar in bengali

খুন করতে গিয়ে গণপিটুনিতে মৃত্যু হল এক ব্যক্তির ৷ দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের সাতুলিয়া বাজার এলাকার ঘটনা ৷ ঘটনায় ছ'জনকে গ্রেপ্তার করেছে কাশিপুর থানার পুলিশ ৷

প্রতীকী ছবি
author img

By

Published : Oct 16, 2019, 11:02 AM IST

Updated : Oct 17, 2019, 3:40 PM IST

ভাঙড়, 16 অক্টোবর : এক ব্যক্তিকে খুন করতে গিয়ে ধরা পড়ে গণপিটুনিতে মৃত্যু হল দুষ্কৃতীর ৷ দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের সাতুলিয়া বাজার এলাকার ঘটনা ৷ ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করে কাশীপুর থানার পুলিশ ৷ ছ'জন গ্রেপ্তার হয়েছে ৷

মৃতের নাম বাকিবুল্লা মোল্লা (32) ৷ আক্রান্ত তৃণমূল কর্মীর নাম মণিরুল ইসলাম বিশ্বাস ৷ মণিরুলের জানিয়েছেন, গতরাতে সাতুলিয়া বাজারে তাঁর উপর আক্রমণ করে বাকিবুল্লা ৷ পিছন থেকে কোপ মারে সে ৷ তাঁর কথায়, "ওর সঙ্গে আমার কোনও ঝামেলা নেই ৷ আজ পর্যন্ত কোনওদিন ওর সঙ্গে আমার কথা কাটাকাটিও হয়নি ৷ আচমকা এসে আমায় কোপ মারে ৷ আমি ছুটে পালিয়ে আমার মামার দোকানে ঢুকে সাটার ফেলে দিয়েছিলাম ৷ আমার এক ভাই আমাকে বাঁচাতে এলে তাকেও বাঁশ দিয়ে মারধর করে ৷ তারও মাথা ফেটেছে ৷"

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মারমুখী বাকিবুল্লাকে এলাকার লোকজন হাতে নাতে ধরে ফেলে ৷ শুরু হয় বেধড়ক মারধর ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ ৷ বাকিবুল্লা ও মণিরুলকে উদ্ধার করে প্রথমে জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই চিকিৎসা চলছে মণিরুলের ৷ তবে বাকিবুল্লার অবস্থা আশঙ্কাজনক হওয়া তাঁকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ নিয়ে যাওয়ার সময় পথেই মৃত্যু হয় তার ৷

দেখুন ভিডিয়ো

ঘটনায় কাশীপুর থানার পক্ষ থেকে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয় ৷ তদন্তে নেমে ছ'জনকে গ্রেপ্তার করে পুলিশ ৷ আজ ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে ৷ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বাকিবুল্লা ও মণিরুল সাতুলি এলাকায় সিন্ডিকেটের কাজ করত ৷ দু'জনের মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ ছিল কিন্তু পরে তা মিটেও গেছিল ৷ কিন্তু হঠাৎ কী কারণে বাকিবুল্লা মণিরুলের উপর হামলা করল তা খতিয়ে দেখা হচ্ছে ৷

পুলিশ সূত্রে খবর, আজ ঘটনাস্থানে যাবেন বারুইপুর পুলিশ জেলার SP রশিদ মুনির খান ৷

অন্যদিকে মৃত বাকিবুল্লা মোল্লার ভাই রব্বানি মোল্লা জানায়, "আমি ওখানে আমার ভাইকে আনতে গেছিলাম ৷ ওরা প্রাণে মারার হুমকি দেওয়ায় আমি ভয়ে ফিরে আসি ৷ আমরা অপরাধীদের শাস্তি চাই ৷ যাতে এ ধরনের অপরাধ পশ্চিমবঙ্গে আর না হয় ৷"

ভাঙড়, 16 অক্টোবর : এক ব্যক্তিকে খুন করতে গিয়ে ধরা পড়ে গণপিটুনিতে মৃত্যু হল দুষ্কৃতীর ৷ দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের সাতুলিয়া বাজার এলাকার ঘটনা ৷ ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করে কাশীপুর থানার পুলিশ ৷ ছ'জন গ্রেপ্তার হয়েছে ৷

মৃতের নাম বাকিবুল্লা মোল্লা (32) ৷ আক্রান্ত তৃণমূল কর্মীর নাম মণিরুল ইসলাম বিশ্বাস ৷ মণিরুলের জানিয়েছেন, গতরাতে সাতুলিয়া বাজারে তাঁর উপর আক্রমণ করে বাকিবুল্লা ৷ পিছন থেকে কোপ মারে সে ৷ তাঁর কথায়, "ওর সঙ্গে আমার কোনও ঝামেলা নেই ৷ আজ পর্যন্ত কোনওদিন ওর সঙ্গে আমার কথা কাটাকাটিও হয়নি ৷ আচমকা এসে আমায় কোপ মারে ৷ আমি ছুটে পালিয়ে আমার মামার দোকানে ঢুকে সাটার ফেলে দিয়েছিলাম ৷ আমার এক ভাই আমাকে বাঁচাতে এলে তাকেও বাঁশ দিয়ে মারধর করে ৷ তারও মাথা ফেটেছে ৷"

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মারমুখী বাকিবুল্লাকে এলাকার লোকজন হাতে নাতে ধরে ফেলে ৷ শুরু হয় বেধড়ক মারধর ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ ৷ বাকিবুল্লা ও মণিরুলকে উদ্ধার করে প্রথমে জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই চিকিৎসা চলছে মণিরুলের ৷ তবে বাকিবুল্লার অবস্থা আশঙ্কাজনক হওয়া তাঁকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ নিয়ে যাওয়ার সময় পথেই মৃত্যু হয় তার ৷

দেখুন ভিডিয়ো

ঘটনায় কাশীপুর থানার পক্ষ থেকে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয় ৷ তদন্তে নেমে ছ'জনকে গ্রেপ্তার করে পুলিশ ৷ আজ ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে ৷ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বাকিবুল্লা ও মণিরুল সাতুলি এলাকায় সিন্ডিকেটের কাজ করত ৷ দু'জনের মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ ছিল কিন্তু পরে তা মিটেও গেছিল ৷ কিন্তু হঠাৎ কী কারণে বাকিবুল্লা মণিরুলের উপর হামলা করল তা খতিয়ে দেখা হচ্ছে ৷

পুলিশ সূত্রে খবর, আজ ঘটনাস্থানে যাবেন বারুইপুর পুলিশ জেলার SP রশিদ মুনির খান ৷

অন্যদিকে মৃত বাকিবুল্লা মোল্লার ভাই রব্বানি মোল্লা জানায়, "আমি ওখানে আমার ভাইকে আনতে গেছিলাম ৷ ওরা প্রাণে মারার হুমকি দেওয়ায় আমি ভয়ে ফিরে আসি ৷ আমরা অপরাধীদের শাস্তি চাই ৷ যাতে এ ধরনের অপরাধ পশ্চিমবঙ্গে আর না হয় ৷"

Intro:ভাঙড়ের সাতুলিয়া বাজারে এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের চেষ্টা। আক্রান্তের নাম মনিরুল ইসলাম বিশ্বাস। অভিযুক্ত বাকিবুল্লা মোল্লাকে এলাকার লোক ধরে গণধোলাই দেয়। কাশিপুর থানার পুলিশ এসে দুজনকেই আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। অভিযুক্ত বাকিবুল্লাকে আশঙ্কা জনক অবস্থায় কলকাতা চিত্তরঞ্জন হসপিটালে রেফার করা হলে রাস্তাতেই মারা যায়। কি কারণে এই ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। Body:পুলিশ সূত্রে খবর মনিরুল এবং বাকিবিল্লা সাতুলি এলাকায় সিন্ডিকেটের কাজ করত। দুজনের মধ্যে দীর্ঘদিনের বিবাদ থাকলে ও পরে তা মিটে গিয়েছিল। কিন্তু হঠাৎ কি কারণে হামলা চালালো বাকিবিল্লা তা পুলিশ ও বলতে পারছে না। বাকিবিল্লার পরিবারের কোন সদস্য ও হামলার মূল কারণ বলতে পারছে না। পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। সেখানেই চিকিৎসা চলছে মনিরুলের। অন্যদিকে কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করার পথে মারা যায় বাকিবিল্লা। গণপিটুনির ফলে মৃত্যু হওয়ায় কাশীপুর থানার পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে ইতি মধ্যে ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেফতার করেছে। আজ তাদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে।Conclusion:এদিকে আজ ঘটনাস্থল খতিয়ে দেখতে বারুইপুর পুলিস জেলার ভারপ্রাপ্ত আধিকারিক রশিদ মুনির খান ঘটনাস্থলে আসবেন বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ বাকিবিল্লার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠাচ্ছে। কি কারণে মনিরুলের উপর হামলা তার ও উত্তর খোঁজার চেষ্টা করছে কাশীপুর থানার পুলিশ। গণপিটুনির সঙ্গে আর করা করা যুক্ত তাদের খোঁজে ও তল্লাশি শুরু করেছে কাশীপুর থানার পুলিশ।
Last Updated : Oct 17, 2019, 3:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.