ভাঙড়, 16 অক্টোবর : এক ব্যক্তিকে খুন করতে গিয়ে ধরা পড়ে গণপিটুনিতে মৃত্যু হল দুষ্কৃতীর ৷ দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের সাতুলিয়া বাজার এলাকার ঘটনা ৷ ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করে কাশীপুর থানার পুলিশ ৷ ছ'জন গ্রেপ্তার হয়েছে ৷
মৃতের নাম বাকিবুল্লা মোল্লা (32) ৷ আক্রান্ত তৃণমূল কর্মীর নাম মণিরুল ইসলাম বিশ্বাস ৷ মণিরুলের জানিয়েছেন, গতরাতে সাতুলিয়া বাজারে তাঁর উপর আক্রমণ করে বাকিবুল্লা ৷ পিছন থেকে কোপ মারে সে ৷ তাঁর কথায়, "ওর সঙ্গে আমার কোনও ঝামেলা নেই ৷ আজ পর্যন্ত কোনওদিন ওর সঙ্গে আমার কথা কাটাকাটিও হয়নি ৷ আচমকা এসে আমায় কোপ মারে ৷ আমি ছুটে পালিয়ে আমার মামার দোকানে ঢুকে সাটার ফেলে দিয়েছিলাম ৷ আমার এক ভাই আমাকে বাঁচাতে এলে তাকেও বাঁশ দিয়ে মারধর করে ৷ তারও মাথা ফেটেছে ৷"
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মারমুখী বাকিবুল্লাকে এলাকার লোকজন হাতে নাতে ধরে ফেলে ৷ শুরু হয় বেধড়ক মারধর ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ ৷ বাকিবুল্লা ও মণিরুলকে উদ্ধার করে প্রথমে জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই চিকিৎসা চলছে মণিরুলের ৷ তবে বাকিবুল্লার অবস্থা আশঙ্কাজনক হওয়া তাঁকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ নিয়ে যাওয়ার সময় পথেই মৃত্যু হয় তার ৷
ঘটনায় কাশীপুর থানার পক্ষ থেকে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয় ৷ তদন্তে নেমে ছ'জনকে গ্রেপ্তার করে পুলিশ ৷ আজ ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে ৷ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বাকিবুল্লা ও মণিরুল সাতুলি এলাকায় সিন্ডিকেটের কাজ করত ৷ দু'জনের মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ ছিল কিন্তু পরে তা মিটেও গেছিল ৷ কিন্তু হঠাৎ কী কারণে বাকিবুল্লা মণিরুলের উপর হামলা করল তা খতিয়ে দেখা হচ্ছে ৷
পুলিশ সূত্রে খবর, আজ ঘটনাস্থানে যাবেন বারুইপুর পুলিশ জেলার SP রশিদ মুনির খান ৷
অন্যদিকে মৃত বাকিবুল্লা মোল্লার ভাই রব্বানি মোল্লা জানায়, "আমি ওখানে আমার ভাইকে আনতে গেছিলাম ৷ ওরা প্রাণে মারার হুমকি দেওয়ায় আমি ভয়ে ফিরে আসি ৷ আমরা অপরাধীদের শাস্তি চাই ৷ যাতে এ ধরনের অপরাধ পশ্চিমবঙ্গে আর না হয় ৷"