ক্যানিং, 17 জুলাই: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ক্যানিংয়ে এসে উস্কানিমূলক কথাবার্তা বললে তাঁকে বেঁধে রাখা হবে। রবিবার দলীয় সভায় দাঁড়িয়ে এমনই বিতর্কিত মন্তব্য করেছেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। এই বিষয়ে এলাকার বিজেপি নেতা সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷
সভা থেকে বিধায়ক পরেশরাম দাস বলেন, "পঞ্চায়েত গঠনের পর বিরোধীদের প্রাধান্য দিয়েই উন্নয়নের কাজ চালিয়ে যাব। কিন্তু বিজেপির শুভেন্দু অধিকারী বলছেন মারের বদলে মার দেওয়া হবে। মুখ্যমন্ত্রীকে কোমরে দড়ি পরাবেন! তার মানে শুভেন্দু অশান্তি তৈরি করতে চাইছেন। এছাড়াও 355 কিংবা 365 কীভাবে করতে হয়, তা তিনি জানেন বলে দাবি করেছেন। ফলে যেন তেন প্রকারে অশান্তির বাতাবরণ তৈরি করতে চাইছেন। আবার বার বার হুমকি দিচ্ছেন, তৃণমূলকে ক্ষমতাচ্যুত করবেন।"
বিধায়কের আরও দাবি, এমন উস্কানি মূলক বক্তব্যের সাহায্যে অস্থিরতা তৈরি করতে চাইছে বিরোধী দলনেতা। তাঁর কথায়, "আমরা বলছি, ক্ষমতা থাকলে করে দেখাও। আমরাও কথা দিলাম লোকসভা নির্বাচনে দিল্লি থেকে বিজেপিকে উৎখাত করে দেব ৷ ক্যানিংয়ে এসে শুভেন্দু অধিকারী যদি উস্কানিমূলক কথাবার্তা বলেন, তাহলে তাঁকে এখানেই বেঁধে রাখা হবে। তাঁকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা কারও নেই ৷"
বিধায়ক আরও বলেন, "ক্যানিংয়ে পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। কয়েকজন বিরোধী প্রার্থী দিয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের উন্নয়ন দেখে তাঁরা অভিভূত হয়ে প্রার্থী পদ প্রত্যাহার করে নিয়েছেন। আমাদের লড়াই বিরোধীদের নিয়ে নয়, আমাদের লড়াই তাঁদের বিরুদ্ধে যাঁরা তৃণমূলে থেকে নিজেদের স্বার্থ সিদ্ধ করে বিজেপি আর আইএসএফ-এর হাত শক্ত করছে।"
আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসার অভিযোগ, পার্টি অফিসে ঠাঁই 500 ঘরছাড়া বিজেপি কর্মীর
তিনি জানিয়েছেন, সাধারণ মানুষের আশীর্বাদে ক্যানিং 1 ব্লকের 10টি গ্রাম পঞ্চায়েতের 241টি গ্রাম সভা,পঞ্চায়েত সমিতির 30টি এবং জেলা পরিষদের 3টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন মা মাটি মানুষের প্রার্থীরা। তাঁর দাবি, এই সরকার আগেও ছিল সাধারণ মানুষের সঙ্গে । এখনও আছে। আগামিদিনেও থাকবে ৷