ডায়মন্ড হারবার, 19 জুন: সামনেই পঞ্চায়েত নির্বাচন । পঞ্চায়েত নির্বাচন ঘিরে চড়ছে রাজনীতির পারদ ৷ কোথাও প্রার্থীর উপর হামলা বা কোথাও উদ্ধার হচ্ছে বোমা ৷ এবার পঞ্চায়েত নির্বাচনের আগে বোমা বাঁধতে গিয়ে সেই বোমা ফেটেই গুরুতর জখম এক যুবক । রবিবার দক্ষিণ 24 পরগনার মথুরাপুর থানার অন্তর্গত ঘোড়াদল এলাকায় ঘটনাটি ঘটেছে । আহত যুবকের নাম আরিফ হোসেন মোল্লা ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বাড়ির কাছেই এক জায়গায় বোমা বাঁধছিল আরিফ হোসেন মোল্লা । তখনই বিকট শব্দ হয় ৷ আওয়াজ শুনেই ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয় বাসিন্দারা ৷ দেখেন বোমা বিস্ফোরণের জেরে ঝলসে গিয়েছে আরিফ । গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাঁকে মথুরাপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে অবস্থার অবনতি হলে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয় ।
আরও পড়ুন : আমবাগান থেকে উদ্ধার দু’ব্যাগ বোমা, চাঞ্চল্য সামশেরগঞ্জে
আরিফের পরিবার সূত্রে খবর, আরিফ কলকাতায় কাজ করে ৷ বেশ কয়েকদিন আগে বাড়িতে এসেছে ৷ সামনেই পঞ্চায়েত নির্বাচন, তাই বন্ধু-বান্ধবের সঙ্গে বোমা বাঁধার কাজ করছিল আরিফ । সেই সময়েই বিস্ফোরণের ঘটনা ঘটে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে মথুরাপুর থানার পুলিশ । তবে কী কারণে এই বোমা বিস্ফোরণ, তা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে মথুরাপুর থানার পুলিশ । কী কারণে পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকায় বোমা তৈরির কাজ করছিল আরিফ ও তার সঙ্গীরা তা নিয়ে প্রশ্ন উঠছে । তবে কি পঞ্চায়েত নির্বাচনে এলাকায় অশান্তি পরিবেশ সৃষ্টি করতেই বোমা তৈরির বরাত আরিফ ও তার সঙ্গীদের দিয়েছিল শাসক দল । তা নিয়ে উঠেছে প্রশ্ন উঠেছে ৷ ইতিমধ্যেই মথুরাপুর থানার পুলিশ গোটা বিষয় তদন্ত শুরু করেছে।