ETV Bharat / state

Gangasagar Mela 2022 : গঙ্গাসাগর মেলার উদ্বোধন করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী - Bankim Chandra Hazra

বিতর্কের অবসান ঘটিয়ে হাইকোর্টের নির্দেশে কোভিড বিধি মেনে শুরু হল গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela 2022) ৷ কী কী ব্যবস্থা থাকছে মেলায় ? জানতে পড়ুন ইটিভি ভারতের এই প্রতিবেদন ৷

gangasagar mela
শুরু হল গঙ্গাসাগর মেলা 2022
author img

By

Published : Jan 7, 2022, 10:36 PM IST

গঙ্গাসাগর, 7 জানুয়ারি : বিতর্ক কাটিয়ে হাইকোর্টের সম্মতিতে শর্ত মেনে অবশেষে শুরু হল ঐতিহ্যবাহী গঙ্গাসাগর মেলা ৷ করোনা পরিস্থিতিতে এই মেলা হওয়া নিয়ে সন্দিহান ছিল অনেকেরই ৷ কিন্তু আদালতের রায়ে কোভিড বিধি মেনে শুক্রবার গঙ্গাসাগর মেলার সূচনা করেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা (inauguration of gangasagar mela 2022) ৷

করোনা আবহে এ বছর গঙ্গাসাগর মেলা বন্ধ রাখার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন চিকিত্‍সক অভিনন্দন মণ্ডল । বুধবার সেই মামলার প্রথম শুনানিতে আবেদনকারীর আইনজীবী শ্রীজীব চক্রবর্তী আদালতে জানান, গঙ্গাসাগর মেলায় প্রতি বছর 18-20 লক্ষ মানুষ আসেন । 2021 সালের করোনা পরিস্থিতিতেও 8 লক্ষ পুণ্যার্থী এসেছিলেন । রাজ্য সরকার সম্প্রতি নির্দেশিকা জারি করেছে কোনও ধর্মীয় অনুষ্ঠানে 50 জনের বেশি জমায়েত করা যাবে না । তাহলে সাগরমেলার মতো বড় ধর্মীয় অনুষ্ঠানে কেন অনুমতি দেওয়া হচ্ছে ?

আরও পড়ুন : High Court Verdicts On Gangasagar Mela : শর্ত দিয়ে সাগর-স্নানের অনুমতি হাইকোর্টের, কী বলছেন বিশেষজ্ঞরা


দুই বিচারপতির বেঞ্চ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কাছে এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চায় । জবাবে বৃহস্পতিবার এজি জানান, কোভিড বিধি মেনে গঙ্গাসাগর মেলার আয়োজন করা হয়েছে । তারপরেই সাগরমেলার অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট ৷

জানা গিয়েছে, পর্যাপ্ত পরিমাণে স্যানিটাইজার, মাস্ক, ওয়াটার অ্যাম্বুলেন্স ও এয়ার অ্যাম্বুলেন্সের পাশাপাশি সমস্ত রকম চিকিত্‍সার ব্যবস্থা রাখা হয়েছে মেলায় ৷ 100-রও বেশি শয্যা নিয়ে তৈরি করা হয়েছে কোভিড হাসপাতাল ৷

আরও পড়ুন : High Court On Gangasagar Mela : নজরদারিতে তিন সদস্যের কমিটি, শর্তসাপেক্ষে গঙ্গাসাগর মেলার অনুমতি হাইকোর্টের

শুক্রবার গঙ্গাসাগর মেলার উদ্বোধন করে রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা জানান, জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে ৷ সরকারি নির্দেশকে মান্যতা দিয়ে গঙ্গাসাগর মেলা হচ্ছে । করোনা স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে মাস্ক ছাড়া গঙ্গাসাগরে প্রবেশ করানো হবে না কোনও তীর্থযাত্রীকে । করোনার কথা মাথায় রেখে কচুবেড়িয়া ফেরিঘাট থেকে মন্দির প্রাঙ্গণ পর্যন্ত বিভিন্ন জায়গায় থাকবে স্যানিটাইজারের ব্যবস্থা ।

মেলা উপলক্ষে সেজে উঠেছে মন্দির ৷ বসেছে রকমারি দোকান ৷ কিছুটা হলেও হাইকোর্টের রায়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ব্যবসায়ীরা ৷ সংক্রমণ রুখতে মেলা প্রাঙ্গণে রাখা হয়েছে ভ্রাম্যমান মাস্ক ভ্যান ৷ মন্দিরে প্রবেশের আগে পুণ্যার্থীদের হাতে স্যানিটাইজার দেওয়ার পাশাপাশি সর্বক্ষণ মাইকিং করে সকলকে করোনা বিধি মেনে চলার জন্য আবেদন করা হচ্ছে ৷ এমনকি সাধারণ মানুষকে সচেতন করার জন্য মন্দির প্রাঙ্গনে ঘুরে বেড়াচ্ছে করোনা ভাইরাসের মডেল৷ মেলা চলবে 16 জানুয়ারি পর্যন্ত ৷

আরও পড়ুন : Ganga Sagar Mela : বৃষ্টিতে ভিজবে গঙ্গাসাগর মেলা

গঙ্গাসাগর, 7 জানুয়ারি : বিতর্ক কাটিয়ে হাইকোর্টের সম্মতিতে শর্ত মেনে অবশেষে শুরু হল ঐতিহ্যবাহী গঙ্গাসাগর মেলা ৷ করোনা পরিস্থিতিতে এই মেলা হওয়া নিয়ে সন্দিহান ছিল অনেকেরই ৷ কিন্তু আদালতের রায়ে কোভিড বিধি মেনে শুক্রবার গঙ্গাসাগর মেলার সূচনা করেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা (inauguration of gangasagar mela 2022) ৷

করোনা আবহে এ বছর গঙ্গাসাগর মেলা বন্ধ রাখার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন চিকিত্‍সক অভিনন্দন মণ্ডল । বুধবার সেই মামলার প্রথম শুনানিতে আবেদনকারীর আইনজীবী শ্রীজীব চক্রবর্তী আদালতে জানান, গঙ্গাসাগর মেলায় প্রতি বছর 18-20 লক্ষ মানুষ আসেন । 2021 সালের করোনা পরিস্থিতিতেও 8 লক্ষ পুণ্যার্থী এসেছিলেন । রাজ্য সরকার সম্প্রতি নির্দেশিকা জারি করেছে কোনও ধর্মীয় অনুষ্ঠানে 50 জনের বেশি জমায়েত করা যাবে না । তাহলে সাগরমেলার মতো বড় ধর্মীয় অনুষ্ঠানে কেন অনুমতি দেওয়া হচ্ছে ?

আরও পড়ুন : High Court Verdicts On Gangasagar Mela : শর্ত দিয়ে সাগর-স্নানের অনুমতি হাইকোর্টের, কী বলছেন বিশেষজ্ঞরা


দুই বিচারপতির বেঞ্চ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কাছে এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চায় । জবাবে বৃহস্পতিবার এজি জানান, কোভিড বিধি মেনে গঙ্গাসাগর মেলার আয়োজন করা হয়েছে । তারপরেই সাগরমেলার অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট ৷

জানা গিয়েছে, পর্যাপ্ত পরিমাণে স্যানিটাইজার, মাস্ক, ওয়াটার অ্যাম্বুলেন্স ও এয়ার অ্যাম্বুলেন্সের পাশাপাশি সমস্ত রকম চিকিত্‍সার ব্যবস্থা রাখা হয়েছে মেলায় ৷ 100-রও বেশি শয্যা নিয়ে তৈরি করা হয়েছে কোভিড হাসপাতাল ৷

আরও পড়ুন : High Court On Gangasagar Mela : নজরদারিতে তিন সদস্যের কমিটি, শর্তসাপেক্ষে গঙ্গাসাগর মেলার অনুমতি হাইকোর্টের

শুক্রবার গঙ্গাসাগর মেলার উদ্বোধন করে রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা জানান, জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে ৷ সরকারি নির্দেশকে মান্যতা দিয়ে গঙ্গাসাগর মেলা হচ্ছে । করোনা স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে মাস্ক ছাড়া গঙ্গাসাগরে প্রবেশ করানো হবে না কোনও তীর্থযাত্রীকে । করোনার কথা মাথায় রেখে কচুবেড়িয়া ফেরিঘাট থেকে মন্দির প্রাঙ্গণ পর্যন্ত বিভিন্ন জায়গায় থাকবে স্যানিটাইজারের ব্যবস্থা ।

মেলা উপলক্ষে সেজে উঠেছে মন্দির ৷ বসেছে রকমারি দোকান ৷ কিছুটা হলেও হাইকোর্টের রায়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ব্যবসায়ীরা ৷ সংক্রমণ রুখতে মেলা প্রাঙ্গণে রাখা হয়েছে ভ্রাম্যমান মাস্ক ভ্যান ৷ মন্দিরে প্রবেশের আগে পুণ্যার্থীদের হাতে স্যানিটাইজার দেওয়ার পাশাপাশি সর্বক্ষণ মাইকিং করে সকলকে করোনা বিধি মেনে চলার জন্য আবেদন করা হচ্ছে ৷ এমনকি সাধারণ মানুষকে সচেতন করার জন্য মন্দির প্রাঙ্গনে ঘুরে বেড়াচ্ছে করোনা ভাইরাসের মডেল৷ মেলা চলবে 16 জানুয়ারি পর্যন্ত ৷

আরও পড়ুন : Ganga Sagar Mela : বৃষ্টিতে ভিজবে গঙ্গাসাগর মেলা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.