ডায়মন্ড হারবার, 25 মে : মহারাষ্ট্র থেকে ফিরেছেন কয়েকদিন আগে । সরকারি নির্দেশ অনুযায়ী হোম কোয়ারানটিনে থাকার কথা । কিন্তু, ঘরে জায়গা নেই । তাই থাকতে শুরু করলেন গোয়াল ঘরেই । সেখানেই 10 দিন ধরে রয়েছেন ডায়মন্ড হারবারের এক শ্রমিক । আরও চারদিন থাকতে হবে ।
জুলফিকার জমাদার । বাড়ি দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের পারুলিয়া গ্রাম পঞ্চায়েতের বসন্তপুর গ্রামে । কাজের জন্য মহারাষ্ট্রেই থাকতেন । কিন্তু, লকডাউনে চলে গিয়েছে কাজ । হাতে অর্থও তেমন ছিল না । দু'বেলা খাওয়াটাও কঠিন হয়ে পড়েছিল । তাই সরকারের সাহায্যে 10 দিন আগে বাড়ি ফেরেন । কিন্তু, বাড়ি ফিরে মুখোমুখি হন নতুন সমস্যার ।
ভিনরাজ্য থেকে বাড়ি ফিরলে নিয়ম মেনে 14 দিন হোম কোয়ারানটিনে থাকতে হবে । এদিকে বাড়িতে একটাই ঘর । পরিবারের সদস্যরা সেখানে থাকেন । তাই বাধ্য হয়ে গোয়ালঘরকেই কোয়ারানটিন সেন্টার বানিয়ে ফেলেন তিনি । সেখানেই 10 দিন ধরে রয়েছেন । আজ ইদের নমাজ়ও পড়েন ওই গোয়ালঘরেই ।
পরিবারের সদস্যদের সুস্থ রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন জুলফিকার । এরই মাঝে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় আমফান । তার মাঝেও ভাঙা গোয়ালঘরেই কাটিয়েছেন তিনি । তাঁর বক্তব্য, সকলেই যদি সচেতনতা অবলম্বন করে, তাহলে কোরোনা থেকে মুক্তি পাওয়া যেতে পারে ।