কাকদ্বীপ, 30 জুন: পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপিতে বড়সড় ভাঙন ৷ প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল 60টি পরিবার ।
সামনেই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ৷ আর এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে শুরু হয়েছে গ্রাম দখলের লড়াই । শাসক থেকে বিরোধী, সকল দলের কর্মী-সমর্থকরা কোমর বেঁধে নেমে পড়েছে রাজনৈতিক ময়দানে । জিততে মরিয়া শাসক ও বিরোধী দুই পক্ষই ৷ এই পরিস্থিতিতে গেরুয়া শিবিরে বড়সড় ভাঙন দেখা দিল দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে । প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরার হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলের যোগদান করল 60টি পরিবার ।
শুক্রবার কাকদ্বীপ বিধানসভার অন্তর্গত মাইতিচক গৌরব ভিলাতে তৃণমূলের কর্মিসভায় উপস্থিত ছিলেন কাকদ্বীপের বিধায়ক তথা প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা । সেখানেই ওই 60টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন ৷
এই বিষয়ে প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা বলেন, ‘‘কাকদ্বীপের বিজেপির কোনও সংগঠনই নেই । পঞ্চায়েত নির্বাচনে বহু জায়গায় বিজেপির পক্ষ থেকে প্রার্থী দিতে পারেনি । মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের যে ধারা, সেই ধারাতেই সামিল হতে আজ গ্রামের 60টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল । আমরা মনে করি যাঁরা বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছেন, তাঁরা এই দলে যোগ্য সম্মান পাবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলন, তাঁরা সেই আন্দোলনের সৈনিক ।’’
এই বিষয়ে সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করা একজন বলেন, ‘‘মা মাটি মানুষের সরকারের যে উন্নয়ন, সেই উন্নয়নের সামিল হতে পেরে আমরা খুব আনন্দিত ।’’
আরও পড়ুন: বুধাখালিতে বিদায়ী উপ-প্রধান তৃণমূল ছেড়ে সিপিএমের প্রার্থী