দক্ষিণ 24 পরগনা, 25 ফেব্রুয়ারি : ইউক্রেনে রুশ সেনার হামলার আঁচ হাজার হাজার কিলোমিটার কিলোমিটার দূরে বাংলায় ৷ বৃহস্পতিবার ভোরে ইউক্রেনের মাটিতে রাশিয়ার প্রথম গোলাটি আছড়ে পড়তেই দুশ্চিন্তায় এ রাজ্যের সাগর থেকে পাহাড়ের বহু পরিবার ৷ যাঁদের পরিবারের কেউ না কেউ ইউক্রেনে রয়েছেন ৷ প্রায় সবাই মেডিক্যালের শিক্ষার্থী ৷ সামরিক হামলার আশঙ্কায় গত বুধবারই ইউক্রেনের আকাশসীমা বন্ধ করে দেয় সেদেশের সরকার ৷ এই অবস্থায় বিদেশ-বিভুঁইয়ে আটকে পড়া ছেলেমেয়ের কুশল-চিন্তায় বাড়ির লোকের ঘুম ছুটেছে (Medical Students from South 24 Parganas Stranded in Ukraine) ৷ তাঁদের মধ্যে রয়েছেন, সোনারপুরের বাসিন্দা পুষ্পক স্বর্ণকার ৷ আর রায়দিঘির অর্ঘ্য মাঝি এবং অর্কপ্রভ বৈদ্য ৷ অর্ঘ্য এবং অর্কপ্রভ কিয়েভ মেডিক্যাল ইউনিভার্সিটির ছাত্র এবং পুষ্পক টারনোপিল স্টেট মেডিক্যালের পঞ্চমবর্ষের পড়ুয়া ৷
গতকাল সন্ধ্যায় পুষ্পক তাঁর বাবা-মায়ের সঙ্গে ভিডিয়ো কলে কথা বলেছিলেন ৷ তিনি জানিয়েছেন, ভারতীয় দূতাবাস তাঁদের বাড়ি থেকে বেরতে নিষেধ করেছে ৷ সেই সঙ্গে সমস্ত নথি এবং শুকনো খাবার ও জলের ব্যবস্থা করে রাখতে বলা হয়েছে তাঁদের ৷ তবে, তখনও পর্যন্ত ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার নিয়ে কোনও সিদ্ধান্তের কথা জানায়নি বিদেশ মন্ত্রক ৷ পরে আটকে পড়া ভারতীয়দের এয়ারলিফ্ট করানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার ৷ এদিকে, ছেলের চিন্তায় ঘুম উড়েছে প্রতিভা স্বর্ণকার এবং সুজিত স্বর্ণকারের ৷ একটাই প্রার্থনা তাঁদের, ঘরের ছেলে নিরাপদে ঘরে ফিরুক ৷
আরও পড়ুন : Missile Attacks on Central Kyiv : মধ্য কিয়েভে বিস্ফোরণ, ক্ষেপণাস্ত্র হামলা ; জানালেন বিদেশমন্ত্রী কুলেবা
একই অবস্থা রায়দিঘির মণ্ডলপাড়ার মাঝি পরিবারের ৷ অর্ঘ্য মাঝি কিয়েভ মেডিক্যাল ইউনিভার্সিটির চতুর্থ বর্ষের ছাত্র ৷ সেই কিভেই আজ হামলা চালিয়েছে রুশবাহিনী ৷ ঘন ঘন চলছে বোমাবর্ষণ ৷ এই পরিস্থিতিতে ছেলের চিন্তায় ঘুম ছুটেছে মা বিশাখা মাঝি এবং বাবা শিবশঙ্কর মাঝির ৷
অর্ঘ্যর সঙ্গে সেখানে আটকে পড়েছে রাজ্যের আরও তিনজন ৷ তাঁরাও কিয়েভে ডাক্তারি পড়তে গিয়েছেন ৷ অর্ঘ্যর সঙ্গে একই ফ্ল্যাটে থাকেন ৷ তাঁদের মধ্যে অবোক হালদারের বাড়ি জয়নগরে ৷ শুভাশিস ভুঁইয়ার বাড়ি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ৷ আর সম্বিত দাস হুগলির জিরাটের বাসিন্দা ৷ অর্ঘ্য সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে সেখানকার পরিস্থিতি নিয়ে জানিয়েছেন ৷ হোয়াটসঅ্যাপ ভিডিয়ো কলে তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন মা বিশাখা মাঝি ৷
আরও পড়ুন : Airlift for Stranded Indians in Ukraine : ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের এয়ারলিফ্ট করে ফেরানো হবে দেশে
কিয়েভ মেডিক্যাল ইউনিভার্সিটির পঞ্চম সেমেস্টারের পড়ুয়া রায়দিঘির কাশিনগরের অর্কপ্রভ বৈদ্য ৷ তিনি সেন্ট্রাল কিভে বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে বাকিদের সঙ্গে আটকে পড়েছে ৷ সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে পরিস্থিতির কথা বলতে গিয়ে বেশ কয়েকবার গলা কেঁপে গিয়েছে অর্কর ৷ আর তাঁর প্রতিটি কথায় এক অনিশ্চয়তার ছাপ ৷ জীবনের অনিশ্চয়তা ৷ কারণ, যতই ভারতীয় বা অন্য সাধারণ নাগরিকদের যতই ক্ষতি না করার কথা বলুক রাশিয়া ৷ বোমারু বিমান থেকে ধেয়ে আসা গোলা পরিচয় জেনে প্রাণ কাড়বে না ৷ তার ধ্বংসলীলার মাঝে যাঁরা পড়বেন, সবার প্রাণ যাবে ৷
আরও পড়ুন : Bengali Student in Ukraine : ইউক্রেনে কেমন আছেন ? ভিডিয়ো পাঠালেন দুর্গাপুরের নেহা, শিউরে উঠল পরিবার
এই পরিস্থিতিতে ঘুম ছুটেছে অর্কপ্রভর বাড়ির লোকজনের ৷ ছেলের সঙ্গে ফোনে নিয়মিত যোগাযোগ রাখছেন মা সুমনা বৈদ্য এবং বাবা পলাশ বৈদ্য ৷ অর্ক জানিয়েছেন, ভারতীয় দূতাবাস তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছে প্রতিনিয়ত ৷ তাঁদের উদ্ধার করা হবে বলেও জানিয়েছে ৷ কিন্তু, তার আগে রুশ সেনা হামলা চালালে, প্রাণে বাঁচতে আশ্রয় নিতে হবে মাটির তলায় মেট্রো স্টেশনে ৷ এমনটাই নির্দেশ রয়েছে ভারতীয় দূতাবাসের ৷
অন্যদিকে, ডায়মন্ড হারবার পৌরসভার 1নং ওয়ার্ডের বাসিন্দা প্রাক্তন স্কুলের শিক্ষক পার্বতী চরণ ঘোষ ৷ তাঁর একমাত্র ছেলে প্রিয়াস ঘোষ ৷ তিনি কিয়েভ ইউনিভার্সিটির মেডিক্যালের দ্বিতীয় বর্ষের ছাত্র ৷ প্রিয়াস চলতি বছরের 25 জানুয়ারি বাড়ি থেকে ইউক্রেনে গিয়েছিলেন ৷ রাশিয়ার ইউক্রেন হামলার জেরে তিনিও অন্যান্য পড়ুয়াদের সঙ্গে আটকে গিয়েছেন ৷ ছেলের সঙ্গে ভিডিয়ো কলে যোগাযোগ রাখছেন তাঁরা ৷ কিন্তু, বিদেশ বিভুঁইয়ে ছেলের চিন্তায় ঘুম উড়েছে পরিবারের ৷