ETV Bharat / state

Mamata at Gangasagar Mela Meeting : গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠক

আর কয়েকদিন পর গঙ্গাসাগর মেলা ৷ বহু তীর্থযাত্রী ভিড় জমাবেন দক্ষিণ 24 পরগনার কপিলমুনির আশ্রমে ৷ স্নান করবেন গঙ্গাসাগরে ৷ তার আগে সোমবার মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee holds a meeting to know about preparation of Gangasagar Mela) ৷

mamata banerjee holds a meeting to know about preparation of gangasagar mela
Mamata at Gangasagar Mela Meeting : গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠক
author img

By

Published : Dec 27, 2021, 6:59 PM IST

ডায়মন্ড হারবার, 27 ডিসেম্বর : গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর যাচ্ছেন । তার আগে সোমবার নবান্নে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি বৈঠক সারলেন তিনি (Mamata Banerjee holds a meeting to know about preparation of Gangasagar Mela) ৷ মুখ্যমন্ত্রী জানান, মেলায় আগত পর্যটকদের জন্য অতিরিক্ত বাস, ট্রেন চলবে ।

এদিনের বৈঠকে পর্যটকদের সুযোগ-সুবিধা এবং কোভিডবিধি নিয়েও খোঁজখবর নিলেন মুখ্যমন্ত্রী । একইসঙ্গে তাঁর বার্তা, এবার মেলা হবে প্লাস্টিক মুক্ত । এদিনের বৈঠকে (Mamata at Gangasagar Mela Meeting) উপস্থিত রেলের কর্তাদের সঙ্গে আলোচনার পর মুখ্যমন্ত্রী জানান, হাওড়া এবং শিয়ালদহ-নামখানায় অতিরিক্ত ট্রেন চলবে । থাকবে 70টি বাড়তি ট্রেন । শুধু ট্রেন নয়, সরকারি-বেসরকারি নিয়ে 2250টি বাস চলাচল করবে মেলার সময় ।

এছাড়া দুর্ঘটনা রুখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে রাজ্য । খবর পেলেই দুর্ঘটনাস্থলে পৌঁছে যাবেন ভলান্টিয়াররা । মানুষকে সচেতন করতে 1000টি স্বেচ্ছাসেবী সংস্থার সাড়ে 6 হাজার ভলান্টিয়ার থাকবেন মেলায় ৷ দুর্ঘটনা রুখতে মেলা পর্যন্ত রাস্তায় থাকবেন বাইক আরোহী সার্জেন্টরা । পাশাপাশি নজরদারি চালাতে মেলায় থাকছে সিসিটিভি । অগ্নিকাণ্ড রুখতে থাকছে 25টি ইঞ্জিন । 10টি অস্থায়ী ফায়ার স্টেশন তৈরি করা হচ্ছে ।

গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠক

আরও পড়ুন : Municipal Corporation Election : 22 জানুয়ারি চার পৌরনিগমে ভোট, 25-এ গণনা

করোনা পরিস্থিতির মোকাবিলায় এবারও প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার ৷ করোনার পরীক্ষা করাতে মেলায় মেডিক্যাল স্ক্রিনিং ক্যাম্প থাকবে 13টি । ময়দানে বাসে ওঠার আগে তীর্থযাত্রীদের আরটিপিসিআর টেস্ট করানো হবে । মেলার এলাকায় থাকছে 600 শয্যার একটি কোভিড হাসপাতাল । থাকছে 5টি আইসোলেশন সেন্টার । সকলকে মাস্ক পরতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী । সেই মাস্ক বিলি করবে সরকার এবং স্বেচ্ছাসেবী সংস্থা । মানতে হবে শারীরিক দূরত্ববিধিও ।

ডায়মন্ড হারবার, 27 ডিসেম্বর : গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর যাচ্ছেন । তার আগে সোমবার নবান্নে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি বৈঠক সারলেন তিনি (Mamata Banerjee holds a meeting to know about preparation of Gangasagar Mela) ৷ মুখ্যমন্ত্রী জানান, মেলায় আগত পর্যটকদের জন্য অতিরিক্ত বাস, ট্রেন চলবে ।

এদিনের বৈঠকে পর্যটকদের সুযোগ-সুবিধা এবং কোভিডবিধি নিয়েও খোঁজখবর নিলেন মুখ্যমন্ত্রী । একইসঙ্গে তাঁর বার্তা, এবার মেলা হবে প্লাস্টিক মুক্ত । এদিনের বৈঠকে (Mamata at Gangasagar Mela Meeting) উপস্থিত রেলের কর্তাদের সঙ্গে আলোচনার পর মুখ্যমন্ত্রী জানান, হাওড়া এবং শিয়ালদহ-নামখানায় অতিরিক্ত ট্রেন চলবে । থাকবে 70টি বাড়তি ট্রেন । শুধু ট্রেন নয়, সরকারি-বেসরকারি নিয়ে 2250টি বাস চলাচল করবে মেলার সময় ।

এছাড়া দুর্ঘটনা রুখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে রাজ্য । খবর পেলেই দুর্ঘটনাস্থলে পৌঁছে যাবেন ভলান্টিয়াররা । মানুষকে সচেতন করতে 1000টি স্বেচ্ছাসেবী সংস্থার সাড়ে 6 হাজার ভলান্টিয়ার থাকবেন মেলায় ৷ দুর্ঘটনা রুখতে মেলা পর্যন্ত রাস্তায় থাকবেন বাইক আরোহী সার্জেন্টরা । পাশাপাশি নজরদারি চালাতে মেলায় থাকছে সিসিটিভি । অগ্নিকাণ্ড রুখতে থাকছে 25টি ইঞ্জিন । 10টি অস্থায়ী ফায়ার স্টেশন তৈরি করা হচ্ছে ।

গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠক

আরও পড়ুন : Municipal Corporation Election : 22 জানুয়ারি চার পৌরনিগমে ভোট, 25-এ গণনা

করোনা পরিস্থিতির মোকাবিলায় এবারও প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার ৷ করোনার পরীক্ষা করাতে মেলায় মেডিক্যাল স্ক্রিনিং ক্যাম্প থাকবে 13টি । ময়দানে বাসে ওঠার আগে তীর্থযাত্রীদের আরটিপিসিআর টেস্ট করানো হবে । মেলার এলাকায় থাকছে 600 শয্যার একটি কোভিড হাসপাতাল । থাকছে 5টি আইসোলেশন সেন্টার । সকলকে মাস্ক পরতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী । সেই মাস্ক বিলি করবে সরকার এবং স্বেচ্ছাসেবী সংস্থা । মানতে হবে শারীরিক দূরত্ববিধিও ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.