ETV Bharat / state

Durga Puja : 288 বছর ধরে একচালা প্রতিমার পুজো মগরাহাটের বসু পরিবারে - Magrahat

সুভাষগ্রাম কোদালিয়া মাহিনগরের জমিদারি ছেড়ে মগরাহাটের বেণীপুরে চলে আসেন জমিদার বিজয়রাম বসু ৷ তার পর সেখানে জমিদারির পত্তন করেন ৷ তার পর শুরু হয় দুর্গাপুজো ৷

magrahat basu family 288 years durga puja
Durga Puja : 288 বছর ধরে মা-দুর্গার আরাধনা করছেন মগরাহাটের বসু পরিবার
author img

By

Published : Oct 5, 2021, 10:39 PM IST

মগরাহাট, 5 অক্টোবর : আঠারো শতকের মাঝামাঝি দক্ষিণ 24 পরগনার মগরাহাটের বেণীপুর ছিল ঘন জঙ্গলে ঢাকা একটি এলাকা । সেই সময় সুভাষগ্রাম কোদালিয়া মাহিনগরের জমিদারি ছেড়ে মগরাহাটের বেণীপুরে চলে আসেন জমিদার বিজয়রাম বসু ৷ জঙ্গল সাফ করে বসতি স্থাপন করেন সেখানে । নির্মাণ করেছিলেন প্রাসাদও । শুরু করেছিলেন দুর্গাপুজো ।

তার পর বহু দিন পেরিয়েছে । তবে আজও বেণীপুরের বসু বাড়িতে ধূমধাম করে পালিত হয় দুর্গাপুজো । পুজোর জন্য আলাদা করে তৈরি করা হয়েছিল বিশাল দালান । ঐতিহ্যবাহী সেই বসুবাড়ির পুজো এবার 288 বছরে পা দিল ।

আরও পড়ুন : Durga Puja: 300 বছরের রাঢ়বঙ্গের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা অষ্টাদশভূজা

কালের নিয়মে জমিদারি আজ আর নেই । কিন্তু পরিবারের নতুন প্রজন্মের সদস্যরা পুজোয় কখনও ভাটা পড়তে দেননি । সাড়ম্বরে বংশপরম্পরায় চলে আসছে দেবীর আরাধনা । আগের মতোই ঐতিহ্যকেও ধরে রেখেছেন পরিবারের বর্তমান সদস্যরা ।

নিয়ম মেনে আজও একচালা প্রতিমার পুজো হয় বসুবাড়িতে । বংশপরম্পরায় একটি পরিবারের সদস্যই প্রতিমা তৈরি করেন প্রতিবছর ৷ এবারও তার অন্যথা হয়নি । ডাক পড়েছে পুরোনো ঢাকিদের । পুরোহিতের ক্ষেত্রেও একই প্রথা চালু রয়েছে ।

288 বছর ধরে মা-দুর্গার আরাধনা করছেন মগরাহাটের বসু পরিবার

আরও পড়ুন : Durga Pujo Special : 500 বছরেরও বেশি পুরনো কাঠামোয় পুজো হয় রায়গঞ্জ আদি সর্বজনীনে

বছরের বাকি সময় যে যেখানেই থাকুক পুজোর ক’টা দিন বসুবাড়ির সকলেই গ্রামের বাড়িতে যান । এলাকার বাসিন্দাদের সঙ্গে মিলেমিশে হইহুল্লোড়ে মেতে ওঠেন পরিবারের সদস্যরা । পুজোর প্রায় মাসখানেক আগে থেকেই পরিবারের তরফে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে ।

পরিবারের প্রবীণ সদস্যরা বলেন, “আগে এই দালানে পুজোর সময় পরিবারের সদস্যদের ভিড়ে গমগম করত । এখন অবশিষ্ট দালানের ভগ্ন কিছু অংশ ছাড়া বাকি সব ইতিহাস । গ্রামে কয়েকজন মাত্র থাকি আমরা । পরিবারের বাকি সবাই বাইরে থাকে । তবে পুজোর সময়ে সকলেই গ্রামে চলে আসেন ।”

আরও পড়ুন : Durga Puja : চারণকবির ঐতিহ্য মেনেই আজও পুজো পান আনন্দময়ী কালীবাড়ির মা দুর্গা

প্রথা মেনেই বসু পরিবারের মহিলা সদস্যরাই দশমীতে দেবীবরণ করেন । তারপর চিরাচরিত নিয়ম মেনে সিঁদুর খেলায় মেতে উঠেন । পরিবারের এক সদস্যের কথায়, “প্রতি বছর এই দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি । গত বছরের মতো এই বছরও করোনা বিধিনিষেধ রাখা হয়েছে । প্রত্যেকে যেমন মাস্ক পরে পুজা মণ্ডপে ঢুকতে হবে । যাঁদের মুখে মাস্ক থাকবে না, তাঁদের তৎক্ষণাৎ মাস্ক দেওয়া হবে পুজো কমিটির তরফ থেকে । পাশাপাশি থাকবে স্যানিটাইজারও ।’’

আরও পড়ুন : Durga Puja : রাজ আমলের নিয়ম মেনেই বড়দেবীর পুজো হয় কোচবিহারে

মগরাহাট, 5 অক্টোবর : আঠারো শতকের মাঝামাঝি দক্ষিণ 24 পরগনার মগরাহাটের বেণীপুর ছিল ঘন জঙ্গলে ঢাকা একটি এলাকা । সেই সময় সুভাষগ্রাম কোদালিয়া মাহিনগরের জমিদারি ছেড়ে মগরাহাটের বেণীপুরে চলে আসেন জমিদার বিজয়রাম বসু ৷ জঙ্গল সাফ করে বসতি স্থাপন করেন সেখানে । নির্মাণ করেছিলেন প্রাসাদও । শুরু করেছিলেন দুর্গাপুজো ।

তার পর বহু দিন পেরিয়েছে । তবে আজও বেণীপুরের বসু বাড়িতে ধূমধাম করে পালিত হয় দুর্গাপুজো । পুজোর জন্য আলাদা করে তৈরি করা হয়েছিল বিশাল দালান । ঐতিহ্যবাহী সেই বসুবাড়ির পুজো এবার 288 বছরে পা দিল ।

আরও পড়ুন : Durga Puja: 300 বছরের রাঢ়বঙ্গের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা অষ্টাদশভূজা

কালের নিয়মে জমিদারি আজ আর নেই । কিন্তু পরিবারের নতুন প্রজন্মের সদস্যরা পুজোয় কখনও ভাটা পড়তে দেননি । সাড়ম্বরে বংশপরম্পরায় চলে আসছে দেবীর আরাধনা । আগের মতোই ঐতিহ্যকেও ধরে রেখেছেন পরিবারের বর্তমান সদস্যরা ।

নিয়ম মেনে আজও একচালা প্রতিমার পুজো হয় বসুবাড়িতে । বংশপরম্পরায় একটি পরিবারের সদস্যই প্রতিমা তৈরি করেন প্রতিবছর ৷ এবারও তার অন্যথা হয়নি । ডাক পড়েছে পুরোনো ঢাকিদের । পুরোহিতের ক্ষেত্রেও একই প্রথা চালু রয়েছে ।

288 বছর ধরে মা-দুর্গার আরাধনা করছেন মগরাহাটের বসু পরিবার

আরও পড়ুন : Durga Pujo Special : 500 বছরেরও বেশি পুরনো কাঠামোয় পুজো হয় রায়গঞ্জ আদি সর্বজনীনে

বছরের বাকি সময় যে যেখানেই থাকুক পুজোর ক’টা দিন বসুবাড়ির সকলেই গ্রামের বাড়িতে যান । এলাকার বাসিন্দাদের সঙ্গে মিলেমিশে হইহুল্লোড়ে মেতে ওঠেন পরিবারের সদস্যরা । পুজোর প্রায় মাসখানেক আগে থেকেই পরিবারের তরফে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে ।

পরিবারের প্রবীণ সদস্যরা বলেন, “আগে এই দালানে পুজোর সময় পরিবারের সদস্যদের ভিড়ে গমগম করত । এখন অবশিষ্ট দালানের ভগ্ন কিছু অংশ ছাড়া বাকি সব ইতিহাস । গ্রামে কয়েকজন মাত্র থাকি আমরা । পরিবারের বাকি সবাই বাইরে থাকে । তবে পুজোর সময়ে সকলেই গ্রামে চলে আসেন ।”

আরও পড়ুন : Durga Puja : চারণকবির ঐতিহ্য মেনেই আজও পুজো পান আনন্দময়ী কালীবাড়ির মা দুর্গা

প্রথা মেনেই বসু পরিবারের মহিলা সদস্যরাই দশমীতে দেবীবরণ করেন । তারপর চিরাচরিত নিয়ম মেনে সিঁদুর খেলায় মেতে উঠেন । পরিবারের এক সদস্যের কথায়, “প্রতি বছর এই দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি । গত বছরের মতো এই বছরও করোনা বিধিনিষেধ রাখা হয়েছে । প্রত্যেকে যেমন মাস্ক পরে পুজা মণ্ডপে ঢুকতে হবে । যাঁদের মুখে মাস্ক থাকবে না, তাঁদের তৎক্ষণাৎ মাস্ক দেওয়া হবে পুজো কমিটির তরফ থেকে । পাশাপাশি থাকবে স্যানিটাইজারও ।’’

আরও পড়ুন : Durga Puja : রাজ আমলের নিয়ম মেনেই বড়দেবীর পুজো হয় কোচবিহারে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.