ETV Bharat / state

যশ মোকাবিলায় প্রশাসনিক বৈঠক লাভলির - lovely maitra has attended a meeting to tackle yaas

যশ মোকাবিলায় যাতে বাংলায় বিপর্যয় না নামে , সেজন্য সোনারপুর দক্ষিণের বিভিন্ন প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক সারেন লাভলি মৈত্র ৷ সঙ্গে ছিলেন সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগমও ৷

লাভলি মৈত্র
লাভলি মৈত্র
author img

By

Published : May 24, 2021, 11:40 AM IST

সোনারপুর, 24 মে : যশ মোকাবিলায় আঁটঘাট বেঁধে নেমেছে রাজ্য প্রশাসন ৷ সরানো হয়েছে বিভিন্ন উপকূলবর্তী এলাকার মানুষদের ৷ মুহূর্মুহু চলছে সতর্কবাণী ৷ এই পরিস্থিতিতে প্রশাসনের তরফে ব্লকস্তরে দফায় দফায় বৈঠকও হয়েছে ৷ এবার দলমত নির্বিশেষে সকলের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র ৷

সোনারপুর দক্ষিণের বিভিন্ন ব্লকের বিডিও, পুলিশ আধিকারিক ও পৌরপ্রধানদের নিয়ে বৈঠক করেন তিনি ৷ গ্রামীণ এলাকার প্রতিটি পঞ্চায়েত অফিসকেই কন্ট্রোল রুমে পরিণত করার কথা বলা হয়েছে ৷ পাশাপাশি গ্রামে যাঁদের কাঁচাবাড়ি , তাঁদের পার্শ্ববর্তী বিভিন্ন স্কুল ও বিডিও অফিসে আশ্রয় দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ৷ পৌর এলাকাগুলির ওয়ার্ড অফিসে কন্ট্রোল রুম খোলা হবে বলে জানান বিধায়ক ৷ আমফানের পর বাংলায় যে বিপর্যয় নেমে এসেছিল , তার যাতে পুনরাবৃত্তি না হয় , সেদিকে বাড়তি নজর দিয়ে ইতিমধ্যেই বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি ৷

যশ মোকাবিলায় প্রশাসনিক বৈঠক লাভলির

পাশাপাশি করোনা পরিস্থিতির মধ্যে যাতে বিপর্যয় মোকাবিলার কাজ ব্যাহত না হয় , সে নিয়েও সকলের কাছে বারবার আবেদন জিনিয়েছেন তিনি ৷ বৈঠকে সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগমও উপস্থিত ছিলেন ৷ তিনিও এই পরিস্থিতিতে সবরকমভাবে সাহায্যের আশ্বাস দিয়েছেন ৷

আরও পড়ুন : পৌরসভার ব্যাঙ্কোয়েট হলে সেফ হোম, উদ্বোধনে লাভলী-ফিরদৌসী

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.