ETV Bharat / state

করোনা দমনে কড়া বিধিনিষেধ, ব্যবসা বন্ধ মৃৎশিল্পীদের - Lockdown to suppress corona, potters faces huge difficulties

কার্যত লকডাউন ঘোষণা করায় নিয়ন্ত্রণে রয়েছে সমস্ত অনুষ্ঠান । কমে গিয়েছে বিয়ে বা সামাজিক অনুষ্ঠান । এর ফলে কমেছে মাটির জিনিসের চাহিদা । বিক্রি প্রায় বন্ধ । এদিকে ক্রমশ বাড়ছে খরচ ।

POTTER
POTTER
author img

By

Published : May 18, 2021, 3:16 PM IST

গঙ্গাসাগর , 18 মে : দেশে করোনার বাড়বাড়ন্ত । রাজ্যেও বাড়ছে সংক্রমণ । পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্যে কার্যত লকডাউন জারি করা হয়েছে । বন্ধ রয়েছে বিয়ে, পূজা-পার্বণ থেকে সমস্ত সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান । এর ফলে চাহিদা কমছে মাটির জিনিসের । মাটির জিনিসপত্র চাহিদা কমে যাওয়ায় শঙ্কিত মৃৎশিল্পীরা ।

দক্ষিণ 24 পরগণা জেলার গঙ্গাসাগরের বেশ কয়েকটি গ্রামে মৃৎশিল্পীদের বাস । মাটির তৈরি জিনিস বিক্রি করে মৃৎশিল্পীদের সংসার চলে । করোনার থাবায় থেমে গিয়েছে সব ।

রাজ্য সরকার কার্যত লকডাউন ঘোষণা করায় নিয়ন্ত্রণে রয়েছে সমস্ত অনুষ্ঠান । কমে গিয়েছে বিয়ে বা সামাজিক অনুষ্ঠান । এর ফলে কমেছে মাটির জিনিসের চাহিদা । বিক্রি প্রায় বন্ধ । এদিকে ক্রমশ বাড়ছে খরচ । টান পড়েছে সঞ্চয়ে।

প্রতিকূল পরিস্থিতির মধ্যেও মৃৎশিল্পীদের আশা আবার সবকিছু স্বাভাবিক হবে

আরও পড়ুন : কীভাবে কাটল রাত, কী করলেন নারদ কাণ্ডে ধৃত হেভিওয়েটরা

শত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও মৃৎশিল্পীদের আশা, আবার সবকিছু স্বাভাবিক হবে । আবার চাহিদা বাড়বে মাটির জিনিসের । আবার হাসি ফুটবে তাঁদের ঠোঁটে ।

গঙ্গাসাগর , 18 মে : দেশে করোনার বাড়বাড়ন্ত । রাজ্যেও বাড়ছে সংক্রমণ । পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্যে কার্যত লকডাউন জারি করা হয়েছে । বন্ধ রয়েছে বিয়ে, পূজা-পার্বণ থেকে সমস্ত সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান । এর ফলে চাহিদা কমছে মাটির জিনিসের । মাটির জিনিসপত্র চাহিদা কমে যাওয়ায় শঙ্কিত মৃৎশিল্পীরা ।

দক্ষিণ 24 পরগণা জেলার গঙ্গাসাগরের বেশ কয়েকটি গ্রামে মৃৎশিল্পীদের বাস । মাটির তৈরি জিনিস বিক্রি করে মৃৎশিল্পীদের সংসার চলে । করোনার থাবায় থেমে গিয়েছে সব ।

রাজ্য সরকার কার্যত লকডাউন ঘোষণা করায় নিয়ন্ত্রণে রয়েছে সমস্ত অনুষ্ঠান । কমে গিয়েছে বিয়ে বা সামাজিক অনুষ্ঠান । এর ফলে কমেছে মাটির জিনিসের চাহিদা । বিক্রি প্রায় বন্ধ । এদিকে ক্রমশ বাড়ছে খরচ । টান পড়েছে সঞ্চয়ে।

প্রতিকূল পরিস্থিতির মধ্যেও মৃৎশিল্পীদের আশা আবার সবকিছু স্বাভাবিক হবে

আরও পড়ুন : কীভাবে কাটল রাত, কী করলেন নারদ কাণ্ডে ধৃত হেভিওয়েটরা

শত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও মৃৎশিল্পীদের আশা, আবার সবকিছু স্বাভাবিক হবে । আবার চাহিদা বাড়বে মাটির জিনিসের । আবার হাসি ফুটবে তাঁদের ঠোঁটে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.