কুলতলি, 12 মে : কোভিড মোকাবিলায় কন্ট্রোলরুম খুলে এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন কুলতলির বিধায়ক গণেশ মণ্ডল । হেল্পলাইনে করোনা আক্রান্ত কোনও ব্যক্তির ফোন এলেই তাদের জন্য করা হচ্ছে অ্যাম্বুলেন্স, অক্সিজেন, হাসপাতালে ভর্তির ব্যবস্থা ৷ এমনকি কেউ আর্থিক সমস্যায় পড়লে তাঁকেও সাহায্য করা হচ্ছে ৷
ইতিমধ্যেই কুলতলিতে একটি সেফহোম তৈরি করা হয়েছে আরও একটি তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন গণেশ মণ্ডল । এছাড়া ভ্যাকসিন দেওয়ার কাজ নিয়মিত ভাবে চলছে ৷ মাঝেমধ্যে তিনি নিজেই কন্ট্রোল রুমে বসে পুরো কাজের তদারকি করছেন ।
বিধায়ক গণেশ মণ্ডল বলেন, প্রথমবার বিধানসভায় নির্বাচিত হয়ে কোভিড মোকাবিলায় এলাকার মানুষের পাশে দাঁড়ানোই এখন তার প্রধান লক্ষ্য । এই বিধানসভা এলাকা থেকে বহু বাসিন্দা কাজের জন্য ভিন রাজ্যে গিয়েছিলেন । তাদের অনেকেই ইতিমধ্যে ফিরে এসেছেন । সেই সব বাসিন্দাদের ক্ষেত্রে বিশেষ নজরদারি চালানো হচ্ছে বলেও জানিয়েছেন তিনি । কোভিড মোকাবিলায় প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রের কর্মী এবং আধিকারিকদের নিয়ে একাধিক বৈঠকও করেছেন তিনি । বিধায়ক তাদের পাশে দাঁড়ানোর খুশি এলাকার বাসিন্দারা ।
আরও পড়ুন : খবর পেয়েই পালাল পরিবারের লোকজন, সেফ হোমেই করোনা রোগীর দেহ