জয়নগর, 13 সেপ্টেম্বর : মুক্তিপণ চাওয়ার 24 ঘন্টা পর উদ্ধার নিখোঁজ ছাত্র তুষার চক্রবর্তীর মৃতদেহ । শুক্রবার দুপুর থেকে নিখোঁজ ছিল দক্ষিণ 24 পরগনার জয়নগরের ক্লাস সিক্সের ওই ছাত্র । রবিবার বাড়ির সামনেই একটি বাগান থেকে উদ্ধার হয় তুষারের দেহ । ঘটনায় অভিযুক্ত প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে পুলিশ । ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া ।
অন্যান্য দিনের মতো শুক্রবার দুপুরে বাড়ির সামনে খেলতে বেরিয়েছিল তুষার চক্রবর্তী । তারপর থেকেই নিখোঁজ হয়ে যায় সে । সারারাত পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে অবশেষে জয়নগর থানায় অভিযোগ জানায় । নিখোঁজ তুষার চক্রবর্তী দক্ষিণ বারাসত শিবদাস আচার্য উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র । বাবা ভাস্কর চক্রবর্তী পাড়ার মধ্যেই একটি দোকান চালান । শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের উত্তরপাড়া নিচ গ্রামের বিশালক্ষী তলায় বাড়ি তাদের ।
শনিবার দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে পাড়া প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করে দেয় । ঠিক সকাল 7:31 নাগাদ তুষারের বাবার ফোনে 5 লাখ টাকা মুক্তিপণ চেয়ে মেসেজ আসে । এক ঘণ্টার মধ্যে সেই টাকা ডায়মন্ড হারবারে পৌঁছে দেওয়ার কথা বলা হয় । তুষারের পরিবার সমস্ত ঘটনার কথা জয়নগর থানাকে জানায় । এরপর পুলিশ ওই মেসেজের সূত্র ধরে নিখোঁজ তুষারের পাড়ারই এক যুবক মনিরুল শেখ ওরফে ভোলাকে আটক করে । দিনভর দফায় দফায় জেরা করার পর পুলিশ জানতে পারে মনিরুল তুষারকে খুন করে বাড়ির সামনেই একটি বাগানে ফেলে রেখে দিয়েছে । মনিরুলের কথার উপর ভিত্তি করে পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় এবং নিখোঁজ ছাত্রের নিথর মৃতদেহ উদ্ধার করে ।
ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়াতে থাকে । উত্তেজিত মানুষ মনিরুলের বাড়িতে আগুন জ্বালিয়ে দেয় । অভিযুক্ত মনিরুলের উপযুক্ত শাস্তির দাবি করেছেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ।
আজ অভিযুক্ত মনিরুলকে পুলিশ বারুইপুর মহকুমা আদালতে তুললে বিচারক সাত দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেয় ।