জয়নগর, 21 মার্চ: বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরলেন জয়নগরের তপন বিশ্বাস (Jaynagar resident Tapan Biswas) । নেপালে আয়োজিত ওপেন ইন্টারন্যাশনাল স্ট্রেংথ লিফটিং প্রতিযোগিতায় (Open International Strengthlifting Championship 2023) প্রথম হয়ে সোনা জিতলেন তিনি ৷ বয়স যে কোনও বাধা নয়, তাঁর এই জয়ের মাধ্যমে আবারও প্রমাণ করলেন 57 বছর বয়সি তপন ৷ নিজের অদম্য জেদ ও সাহসের উপর ভর করে তপন বিশ্বাস পাড়ি দিয়েছিলেন নেপালে ৷ ফিরেছেন ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ৷ গত 10-13 মার্চ নেপালের কাঠমাণ্ডুতে অনুষ্ঠিত হয় ওপেন ইন্টারন্যাশনাল স্ট্রেংথ লিফটিং প্রতিযোগিতা ৷ যেখানে অংশ নেয় প্রায় ন'টি দেশ ৷ ভারতও ছিল সেই তালিকায় ৷
জয়নগরের মজিলপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তপন বিশ্বাস। ফলে তাঁর এই জয়ে খুশি দেশবাসীর পাশাপাশি জয়নগর মজিলপুর পৌরসভার মানুষ ৷ তাঁর নিজের ক্লাব গহেরপুর বিবেকানন্দ সমিতিও আনন্দে আত্মহারা। জয়নগর মজিলপুর পৌরসভার তৃণমূল পরিচালিত পৌরবোর্ডের প্রথম বর্ষপূর্তিতে তাঁকে বিশেষভাবে সম্মান জানানোর কথা ঘোষণা করেন চেয়ারম্যান সুকুমার হালদার ও ভাইস চেয়ারম্যান রথীন কুমার মণ্ডল ।
দীর্ঘ 35 বছর ধরে জয়নগর মজিলপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের গহেরপুর বিবেকানন্দ সমিতির ব্যায়ামাগারে নিয়মিত ব্যায়ামচর্চা করে চলেছেন তপন বিশ্বাস। গরীব ঘরের সন্তান হয়ে সামান্য জমিতে চাষ করে জীবিকা শুরু তাঁর । সেখান থেকেই নিজের জেদ ও অদম্য ইচ্ছায় আজ তিনি একজন সফল ব্যায়ামবীর। এখন জয়নগর মজিলপুর জেএম ট্রেনিং স্কুলে মিড-ডে মিলের রাঁধুনির কাজ করে অতিকষ্টে দিন গুজরান হয় তাঁর । তপনের স্ত্রী ও দুই মেয়ে রয়েছেন। এই চরম দারিদ্র্যের মধ্যেও দুই মেয়ের বিয়ে দিয়েছেন তিনি । এত প্রতিবন্ধকতার মধ্যেও ভাঁটা পড়েননি তাঁর স্বপ্ন পূরণে ।
ইতিমধ্যে রাজ্যস্তরে পাওয়ার লিফটিংয়ে 12 বার প্রথম স্থান ও পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছেন তপন । 2018 সালের 22 এপ্রিল তিনি জাতীয় চ্যাম্পিয়নও হন । 1992 সালে কলকাতার বেলেঘাটা তরুণ সংঘে আয়োজিত হওয়া রাজ্য স্তরের প্রতিযোগিতায় দ্বিতীয় এবং জয়নগরে 1998 সাল ও 2000 সালে হওয়া রাজ্য প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি । এমনকী গুরগাঁও শহরের বাদশাপুরে হওয়া জাতীয় বেঞ্চপ্রেস প্রতিযোগিতায় 80 কেজি ওজন তুলে জাতীয় চ্যাম্পিয়ন হন তপন । রাজস্থানেও গিয়েছিলেন তিনি । বর্তমানে চরম দারিদ্রের মধ্যে থেকেও লড়াই চালিয়ে যাচ্ছেন তপন । তাই তো নেপালের কাঠমাণ্ডুতে ভারতের প্রতিনিধি হয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করেননি তিনি । তবে পাশে দাঁড়ায় তাঁর ক্লাব গহেরপুর বিবেকানন্দ সমিতি । এগিয়ে এসেছে জয়নগর মজিলপুর পৌরসভা-সহ এলাকার বহু সাধারণ মানুষ ।
আরও পড়ুন: এশিয়ান স্ট্রেন্থ লিফটিং চ্যাম্পিয়নশিপে রুপো বাংলার ছেলের