ETV Bharat / state

Japanese Delegates in Nimpith: 4 দিনের রাজ্য সফরে জাপানের প্রতিনিধিরা, পরিদর্শন করলেন নিমপীঠ আশ্রম - Japanese Students visit Nimpith

চারদিনের সফরে এ রাজ্যে এসেছেন জাপানের প্রতিনিধিরা ৷ বর্জ্য ব্যবস্থাপনা ও চাষের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি উন্নয়ন খতিয়ে দেখবে তাঁরা ৷ দক্ষিণ 24 পরগনার নিমপীঠ আশ্রম পরিদর্শন করেন বিভিন্ন জাপানি বিশ্ববিদ্যালয় ও স্কুল কলেজের পড়ুয়ারা ৷

Nimpith
নিমপীঠ আশ্রম
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 26, 2023, 5:01 PM IST

4 দিনের রাজ্য সফরে জাপানের প্রতিনিধিরা

নিমপীঠ, (দক্ষিণ 24 পরগনা), 26 অগস্ট: কৃষি কাজের উন্নয়নে নতুন নতুন প্রকল্প গ্রহণ করেছে দক্ষিণ 24 পরগনার নিমপীঠ আশ্রম ৷ এবার নিমপীঠের মডেলে কেঁচো সার তৈরি করতে চায় জাপান । অপ্রচলিত শক্তির ব্যবহারের পাশাপাশি জৈব সার ব্যবহারে অনেকটাই এগিয়ে আছে ওই দেশ । তবে এবার তাঁরা ভারতের মডেলে তাঁদের দেশে চাষের জন্য কেঁচো সার তৈরি করতে চায় । তাই বর্জ্য ব্যবস্থাপনা ও দীর্ঘমেয়াদি উন্নয়ন খতিয়ে দেখতে চারদিনের সফরে এ রাজ্যে এসেছেন জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্কুল কলেজের ছেলেমেয়েরা ।

এ দিন তাঁরা গ্রামীণ স্তরে কীভাবে দীর্ঘমেয়াদি উন্নয়ন হচ্ছে, তা খতিয়ে দেখতে নিমপীঠ আশ্রম পরিদর্শন করেন । আশ্রমের বায়ো গ্যাস প্লান্ট, মধু চাষ, জৈব সার, মাশরুম চাষ-সহ বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন । এরপর তাঁরা জয়নগরের সাহাজাদাপুর গ্রাম পঞ্চায়েতের ময়লা পোতা বায়ো গ্যাস প্লান্টও ঘুরে দেখেন ।

জাপানি দলের প্রতিনিধি ও জাপান সোসাইটি অফ মেটেরিয়ালস সাইকেল অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্টের পক্ষ থেকে মিসুজু আশারি বলেন, "এই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে । আমাদের এই রাজ্যের কেঁচো সার প্রকল্প দেখে খুবই ভালো লেগেছে । সহযোগিতা পেলে আমরা জাপানেও কৃষিকাজের জন্য কেঁচো সার তৈরি করতে আগ্রহী । আমি এ রাজ্যের কেঁচো সার প্রস্তুতকারক সংস্থাগুলিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বলব । এরকম সহযোগিতামূলক অনুষ্ঠান দু'দেশের মানুষকে উপকৃত করবে ৷"

আরও পড়ুন: গ্রামবাসীদের স্বনির্ভর করতে পদক্ষেপ নিল জয়নগর নিমপীঠ কৃষিবিজ্ঞান কেন্দ্র

ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট ও এয়ার অ্যান্ড ওয়াটার-এর প্রধান সাধনকুমার ঘোষ বলেন, "জাপানের প্রতিনিধিরা এ রাজ্যের দীর্ঘমেয়াদি উন্নয়ন প্রকল্পগুলি দেখে মুগ্ধ । তাঁরা জানিয়েছে, সহযোগিতা পেলে কেঁচো সার-সহ রাজ্যের নানা প্রকল্প তাঁদের দেশে করতে চায় । আমাদের রাজ্যকেও বিভিন্ন সব উন্নয়ন প্রকল্পে সহযোগিতা করতে চায় জাপান ।"

4 দিনের রাজ্য সফরে জাপানের প্রতিনিধিরা

নিমপীঠ, (দক্ষিণ 24 পরগনা), 26 অগস্ট: কৃষি কাজের উন্নয়নে নতুন নতুন প্রকল্প গ্রহণ করেছে দক্ষিণ 24 পরগনার নিমপীঠ আশ্রম ৷ এবার নিমপীঠের মডেলে কেঁচো সার তৈরি করতে চায় জাপান । অপ্রচলিত শক্তির ব্যবহারের পাশাপাশি জৈব সার ব্যবহারে অনেকটাই এগিয়ে আছে ওই দেশ । তবে এবার তাঁরা ভারতের মডেলে তাঁদের দেশে চাষের জন্য কেঁচো সার তৈরি করতে চায় । তাই বর্জ্য ব্যবস্থাপনা ও দীর্ঘমেয়াদি উন্নয়ন খতিয়ে দেখতে চারদিনের সফরে এ রাজ্যে এসেছেন জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্কুল কলেজের ছেলেমেয়েরা ।

এ দিন তাঁরা গ্রামীণ স্তরে কীভাবে দীর্ঘমেয়াদি উন্নয়ন হচ্ছে, তা খতিয়ে দেখতে নিমপীঠ আশ্রম পরিদর্শন করেন । আশ্রমের বায়ো গ্যাস প্লান্ট, মধু চাষ, জৈব সার, মাশরুম চাষ-সহ বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন । এরপর তাঁরা জয়নগরের সাহাজাদাপুর গ্রাম পঞ্চায়েতের ময়লা পোতা বায়ো গ্যাস প্লান্টও ঘুরে দেখেন ।

জাপানি দলের প্রতিনিধি ও জাপান সোসাইটি অফ মেটেরিয়ালস সাইকেল অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্টের পক্ষ থেকে মিসুজু আশারি বলেন, "এই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে । আমাদের এই রাজ্যের কেঁচো সার প্রকল্প দেখে খুবই ভালো লেগেছে । সহযোগিতা পেলে আমরা জাপানেও কৃষিকাজের জন্য কেঁচো সার তৈরি করতে আগ্রহী । আমি এ রাজ্যের কেঁচো সার প্রস্তুতকারক সংস্থাগুলিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বলব । এরকম সহযোগিতামূলক অনুষ্ঠান দু'দেশের মানুষকে উপকৃত করবে ৷"

আরও পড়ুন: গ্রামবাসীদের স্বনির্ভর করতে পদক্ষেপ নিল জয়নগর নিমপীঠ কৃষিবিজ্ঞান কেন্দ্র

ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট ও এয়ার অ্যান্ড ওয়াটার-এর প্রধান সাধনকুমার ঘোষ বলেন, "জাপানের প্রতিনিধিরা এ রাজ্যের দীর্ঘমেয়াদি উন্নয়ন প্রকল্পগুলি দেখে মুগ্ধ । তাঁরা জানিয়েছে, সহযোগিতা পেলে কেঁচো সার-সহ রাজ্যের নানা প্রকল্প তাঁদের দেশে করতে চায় । আমাদের রাজ্যকেও বিভিন্ন সব উন্নয়ন প্রকল্পে সহযোগিতা করতে চায় জাপান ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.