ETV Bharat / state

কেন্দ্র চাইলে 'রিয়েল টাইম' কোরোনা টেস্ট কিট সরবরাহ করতে প্রস্তুত দক্ষিণ 24 পরগনার বায়োটেক সংস্থা

দক্ষিণ 24 পরগনার বাখরাহাটের একটি বায়োটেক সংস্থা বানিয়েছে 'রিয়েল টাইম' কোরোনা টেস্ট কিট । দাম মাত্র 500 টাকা । ভারত সরকার দিনে 3 লাখ টেস্ট করাতে চাইলে তারা কিট সরবরাহ করতে প্রস্তুত, জানালেন সংস্থার MD ।

real-time COVID19 test kit
real-time COVID19 test kit
author img

By

Published : May 11, 2020, 9:00 PM IST

Updated : May 13, 2020, 8:58 PM IST

বাখরাহাট (দক্ষিণ 24 পরগনা), 11 মে : কোরোনা ভাইরাস প্রতিরোধে বিশ্বজুড়ে চলছে নানা পরীক্ষা-নিরীক্ষা । বিশ্ব বলেছে, কোরোনা মোকাবিলায় পথ দেখাতে পারে ভারত । অতীতে বেশ কিছু মহামারীতে যেমনভাবে পথ দেখিয়েছিল এ'দেশ । সে'ভাবেই সবচেয়ে সস্তার কিটের পর এবার আবার এগিয়ে দক্ষিণ 24 পরগনা । 'রিয়েল টাইম' কোরোনা টেস্ট কিট তৈরি করল দক্ষিণ 24 পরগনার GCC বায়োটেক ইন্ডিয়া নামের একটি বেসরকারি সংস্থা ।

GCC বায়োটেক ইন্ডিয়া সংস্থায় দু'মাস ধরে টানা পরীক্ষা-নিরীক্ষা করে তৈরি এই কোরোনা টেস্ট কিট ICMR-এর ছাড়পত্র পেল । সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ও উপকরণে তৈরি এই কিটে একবার টেস্ট করতে খরচ মাত্র 500 টাকা, এমনটাই দাবি সংস্থার কর্মকর্তাদের ।

সংস্থার MD রাজা মজুমদার জানিয়েছেন, "1 মে আমাদের ছাড়পত্র দিয়েছে ICMR । আমরা 1 কোটি টেস্ট কিট তৈরি করেছি । যার মধ্যে বর্তমানে 40 লাখ স্টোরে রয়েছে । ভারত সরকার দিনে 3 লাখ টেস্ট করাতে চাইলে আমরা কিট সরবরাহ করতে প্রস্তুত ।"

বাখরাহাট (দক্ষিণ 24 পরগনা), 11 মে : কোরোনা ভাইরাস প্রতিরোধে বিশ্বজুড়ে চলছে নানা পরীক্ষা-নিরীক্ষা । বিশ্ব বলেছে, কোরোনা মোকাবিলায় পথ দেখাতে পারে ভারত । অতীতে বেশ কিছু মহামারীতে যেমনভাবে পথ দেখিয়েছিল এ'দেশ । সে'ভাবেই সবচেয়ে সস্তার কিটের পর এবার আবার এগিয়ে দক্ষিণ 24 পরগনা । 'রিয়েল টাইম' কোরোনা টেস্ট কিট তৈরি করল দক্ষিণ 24 পরগনার GCC বায়োটেক ইন্ডিয়া নামের একটি বেসরকারি সংস্থা ।

GCC বায়োটেক ইন্ডিয়া সংস্থায় দু'মাস ধরে টানা পরীক্ষা-নিরীক্ষা করে তৈরি এই কোরোনা টেস্ট কিট ICMR-এর ছাড়পত্র পেল । সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ও উপকরণে তৈরি এই কিটে একবার টেস্ট করতে খরচ মাত্র 500 টাকা, এমনটাই দাবি সংস্থার কর্মকর্তাদের ।

সংস্থার MD রাজা মজুমদার জানিয়েছেন, "1 মে আমাদের ছাড়পত্র দিয়েছে ICMR । আমরা 1 কোটি টেস্ট কিট তৈরি করেছি । যার মধ্যে বর্তমানে 40 লাখ স্টোরে রয়েছে । ভারত সরকার দিনে 3 লাখ টেস্ট করাতে চাইলে আমরা কিট সরবরাহ করতে প্রস্তুত ।"

Last Updated : May 13, 2020, 8:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.