ETV Bharat / state

Gangasagar Mela 2022 : সাগরমেলার আনুষ্ঠানিক উদ্বোধনে মন্ত্রী ও জেলাশাসক

author img

By

Published : Jan 10, 2022, 10:31 PM IST

Updated : Jan 10, 2022, 10:52 PM IST

গঙ্গাসাগর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হল সোমবার (Gangasagar Mela 2022) ৷ উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, সুন্দরবন বকখালি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সীমন্ত মালী, দক্ষিণ 24 পরগনার অতিরিক্ত জেলাশাসক মাননীয় শ্রী সিয়াত এন, ইন্ডিয়ান কোস্ট গার্ড কমান্ডার অভিজিৎ দাসগুপ্ত-সহ মেলা কমিটির সঙ্গে যুক্ত একাধিক আধিকারিক ।

Gangasagar Mela 2022
সাগরমেলার আনুষ্ঠানিক উদ্বোধন

গঙ্গাসাগর, 10 জানুয়ারি : বিশ্বাস ও ভক্তির মেলবন্ধন গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela 2022)। রাজ্যে আছড়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ ৷ করোনা বিধি মেনে জেলা প্রশাসনের পক্ষ থেকে সোমবার প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে গঙ্গাসাগর মেলা 2022-এর শুভ সূচনা করলেন দক্ষিণ 24 পরগনার জেলাশাসক পি. উলগানাথান । এদিনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, সুন্দরবন বকখালি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সীমন্ত মালী, দক্ষিণ 24 পরগনার অতিরিক্ত জেলাশাসক মাননীয় শ্রী সিয়াত এন, ইন্ডিয়ান কোস্ট গার্ড কমান্ডার অভিজিৎ দাসগুপ্ত-সহ মেলা কমিটির সঙ্গে যুক্ত একাধিক আধিকারিক ।

10 জানুয়ারি থেকে 16 জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা । মেলা উপলক্ষে ইতিমধ্যেই গঙ্গাসাগরে ভিড় জমিয়েছেন কয়েক হাজার পুণ্যার্থী । রাজ্য সরকারের পক্ষ থেকে সকল পুণ্যার্থীদের করোনা পরীক্ষা করানো হচ্ছে । শিয়ালদা স্টেশন থেকে বাবুঘাট-সহ গঙ্গাসাগর আসার পথে একাধিক জায়গায় সরকারি উদ্যোগে চালু হয়েছে অস্থায়ী করোনা পরীক্ষা কেন্দ্র ৷ মেলা উপলক্ষে গঙ্গাসাগরে তৈরি করা হয়েছে সেফ হোম ।

আরও পড়ুন : Covid Testing Camp : সাগরমেলার পুণ্যার্থীদের জন্য শিয়ালদা স্টেশনে করোনা পরীক্ষা শিবির

কঠোর নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে সাগর চত্বর । বাবুঘাট থেকে গঙ্গাসাগর পর্যন্ত প্রতিটি জায়গায় লাগানো হয়েছে সিসিটিভি । খোলা হয়েছে মেগা কন্ট্রোল রুম । মেলা সূচনা করার পর জেলাশাসক পি. উলগানাথান বলেন, "এ বছর গঙ্গাসাগর মেলাতে বিশেষ চমক রয়েছে পুণ্যার্থীদের জন্য ৷ সাগর আরতি, মহাস্থান, ধ্যান কেন্দ্র করা হয়েছে । বহু বাধা-বিপত্তির পর কলকাতা হাইকোর্ট মেলা করার জন্য অনুমতি দিয়েছে । গঙ্গাসাগর মেলা কোনওদিন বন্ধ হবে না । যেভাবে করোনা মোকাবিলায় জেলা প্রশাসন পরিকল্পনা নিয়েছে, তা দেখে মনে হয় না কোনওরকম অসুবিধা হবে পুণ্যার্থীদের । গঙ্গাসাগর মেলাকে ইতিমধ্যেই 'ডিজিটাল মেলা' ঘোষণা করা হয়েছে । আমরা এই গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি । ডিজিটাল মাধ্যমে এই মেলাকে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রায় দেড় কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি ।"

আরও পড়ুন : High Court On Gangasagar Mela : নজরদারিতে তিন সদস্যের কমিটি, শর্তসাপেক্ষে গঙ্গাসাগর মেলার অনুমতি হাইকোর্টের

তাঁর কথায়, "গঙ্গাসাগরে তৈরি করা হয়েছে একটি মিউজিয়াম, যার মাধ্যমে এই জায়গা সম্পর্কে জানতে পারবেন পুণ্যার্থীরা ৷ এই বছর গঙ্গাসাগরের জল 'পুণ্যতরী'র মাধ্যমে বিভিন্ন জেলায় পৌঁছে যাবে ৷ যে সকল পুণ্যার্থীরা গঙ্গাসাগরে আসতে পারছেন না তাঁদের জন্য জেলার বিভিন্ন মন্দির থেকে এই জল সংগ্রহ করতে পারবে । এই বছর 'ই-স্নান'-এ এখনও পর্যন্ত 60 হাজারেরও বেশি বুকিং হয়েছে । গঙ্গাসাগর মেলা এখন আন্তর্জাতিক মানের মেলাতে পরিণত হয়েছে । ইতিমধ্যেই গঙ্গাসাগরে অনেক কিছু উন্নয়নমূলক প্রকল্পের কাজ শুরু হয়েছে । আগামী দিনে এই রকম কাজ আরও চলবে । মেলা চলাকালীন মহামান্য হাইকোর্টের নির্দেশ মতো স্বাস্থ্যবিধিকে মানতে হবে ৷ যে কোনও জায়গায় একসঙ্গে 50 জনের বেশি মানুষ জমায়েত করতে পারবে না ৷ সকল পুণ্যার্থীদের মানতে হবে সামাজিক দূরত্ব বিধি । গঙ্গাসাগর মেলা তে সুষ্ঠুভাবে সুসম্পন্ন করতে বদ্ধপরিকর বিভিন্ন বিভাগের আধিকারিকরা ও জেলা প্রশাসন ।"

আরও পড়ুন : Gangasagar Mela 2022 : গঙ্গাসাগর মেলার উদ্বোধন করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী

গঙ্গাসাগর, 10 জানুয়ারি : বিশ্বাস ও ভক্তির মেলবন্ধন গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela 2022)। রাজ্যে আছড়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ ৷ করোনা বিধি মেনে জেলা প্রশাসনের পক্ষ থেকে সোমবার প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে গঙ্গাসাগর মেলা 2022-এর শুভ সূচনা করলেন দক্ষিণ 24 পরগনার জেলাশাসক পি. উলগানাথান । এদিনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, সুন্দরবন বকখালি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সীমন্ত মালী, দক্ষিণ 24 পরগনার অতিরিক্ত জেলাশাসক মাননীয় শ্রী সিয়াত এন, ইন্ডিয়ান কোস্ট গার্ড কমান্ডার অভিজিৎ দাসগুপ্ত-সহ মেলা কমিটির সঙ্গে যুক্ত একাধিক আধিকারিক ।

10 জানুয়ারি থেকে 16 জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা । মেলা উপলক্ষে ইতিমধ্যেই গঙ্গাসাগরে ভিড় জমিয়েছেন কয়েক হাজার পুণ্যার্থী । রাজ্য সরকারের পক্ষ থেকে সকল পুণ্যার্থীদের করোনা পরীক্ষা করানো হচ্ছে । শিয়ালদা স্টেশন থেকে বাবুঘাট-সহ গঙ্গাসাগর আসার পথে একাধিক জায়গায় সরকারি উদ্যোগে চালু হয়েছে অস্থায়ী করোনা পরীক্ষা কেন্দ্র ৷ মেলা উপলক্ষে গঙ্গাসাগরে তৈরি করা হয়েছে সেফ হোম ।

আরও পড়ুন : Covid Testing Camp : সাগরমেলার পুণ্যার্থীদের জন্য শিয়ালদা স্টেশনে করোনা পরীক্ষা শিবির

কঠোর নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে সাগর চত্বর । বাবুঘাট থেকে গঙ্গাসাগর পর্যন্ত প্রতিটি জায়গায় লাগানো হয়েছে সিসিটিভি । খোলা হয়েছে মেগা কন্ট্রোল রুম । মেলা সূচনা করার পর জেলাশাসক পি. উলগানাথান বলেন, "এ বছর গঙ্গাসাগর মেলাতে বিশেষ চমক রয়েছে পুণ্যার্থীদের জন্য ৷ সাগর আরতি, মহাস্থান, ধ্যান কেন্দ্র করা হয়েছে । বহু বাধা-বিপত্তির পর কলকাতা হাইকোর্ট মেলা করার জন্য অনুমতি দিয়েছে । গঙ্গাসাগর মেলা কোনওদিন বন্ধ হবে না । যেভাবে করোনা মোকাবিলায় জেলা প্রশাসন পরিকল্পনা নিয়েছে, তা দেখে মনে হয় না কোনওরকম অসুবিধা হবে পুণ্যার্থীদের । গঙ্গাসাগর মেলাকে ইতিমধ্যেই 'ডিজিটাল মেলা' ঘোষণা করা হয়েছে । আমরা এই গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি । ডিজিটাল মাধ্যমে এই মেলাকে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রায় দেড় কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি ।"

আরও পড়ুন : High Court On Gangasagar Mela : নজরদারিতে তিন সদস্যের কমিটি, শর্তসাপেক্ষে গঙ্গাসাগর মেলার অনুমতি হাইকোর্টের

তাঁর কথায়, "গঙ্গাসাগরে তৈরি করা হয়েছে একটি মিউজিয়াম, যার মাধ্যমে এই জায়গা সম্পর্কে জানতে পারবেন পুণ্যার্থীরা ৷ এই বছর গঙ্গাসাগরের জল 'পুণ্যতরী'র মাধ্যমে বিভিন্ন জেলায় পৌঁছে যাবে ৷ যে সকল পুণ্যার্থীরা গঙ্গাসাগরে আসতে পারছেন না তাঁদের জন্য জেলার বিভিন্ন মন্দির থেকে এই জল সংগ্রহ করতে পারবে । এই বছর 'ই-স্নান'-এ এখনও পর্যন্ত 60 হাজারেরও বেশি বুকিং হয়েছে । গঙ্গাসাগর মেলা এখন আন্তর্জাতিক মানের মেলাতে পরিণত হয়েছে । ইতিমধ্যেই গঙ্গাসাগরে অনেক কিছু উন্নয়নমূলক প্রকল্পের কাজ শুরু হয়েছে । আগামী দিনে এই রকম কাজ আরও চলবে । মেলা চলাকালীন মহামান্য হাইকোর্টের নির্দেশ মতো স্বাস্থ্যবিধিকে মানতে হবে ৷ যে কোনও জায়গায় একসঙ্গে 50 জনের বেশি মানুষ জমায়েত করতে পারবে না ৷ সকল পুণ্যার্থীদের মানতে হবে সামাজিক দূরত্ব বিধি । গঙ্গাসাগর মেলা তে সুষ্ঠুভাবে সুসম্পন্ন করতে বদ্ধপরিকর বিভিন্ন বিভাগের আধিকারিকরা ও জেলা প্রশাসন ।"

আরও পড়ুন : Gangasagar Mela 2022 : গঙ্গাসাগর মেলার উদ্বোধন করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী

Last Updated : Jan 10, 2022, 10:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.