জয়নগর(দক্ষিণ 24 পরগনা), 15 সেপ্টেম্বর: দুর্গাপুজোর আর বাকি হাতেগোনা কয়েকদিন ৷ তার আগে নিম্নচাপের জেরে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে ৷ গত দু-তিন দিন ভারী থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে বিভিন্ন এলাকায় ৷ আর তারই জেরে মাথায় হাত পড়েছে মৃৎশিল্পীদের (Artisans worried for depression) ৷
নিম্নচাপের জেরে শনিবার থেকে দক্ষিণ 24 পরগনার (South 24 Parganas) বিভিন্ন উপকূলবর্তী এলাকায় শুরু হয়েছে প্রবল বৃষ্টি । ফলে বাইরে রোদে শুকোনো যাচ্ছে না প্রতিমা ৷ যার জেরে অসমাপ্ত থেকে যাচ্ছে প্রতিমাগুলি । আর কয়েকটা দিন পরই বিশ্বকর্মা পুজো ৷ সময়ে প্রতিমা গড়ার কাজ সম্পন্ন না-হওয়ায় চিন্তায় পড়েছেন পোটো পাড়ার শিল্পীরা ।
মৃৎশিল্পী দীপঙ্কর নস্কর বলেন, "গত দু'বছর করোনার জন্য তেমন একটা লাভের মুখ দেখতে পাইনি আমরা। এবার ভেবেছিলাম গত দু'বছরের ক্ষতি কিছুটা কাটিয়ে লাভের মুখ দেখব । কিন্তু দোসর হল বৃষ্টি । প্রবল বৃষ্টিপাতের জেরে প্রতিমা অসমাপ্ত থেকে যাচ্ছে । কিছু কিছু প্রতিমা বৃষ্টির জলে নষ্ট হয়ে গিয়েছে । আবার নতুন করে সেই সকল প্রতিমা গড়তে হবে ৷ কিন্তু হাতে আর সময় নেই । এ বছরও লাভের মুখ দেখতে পাব না মনে হয় ।"
আরও পড়ুন: মূল্যবৃদ্ধির বাজারে সীসামুক্ত রং ব্যবহারে অনীহা কুমারটুলির
যদিও হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার থেকে কিছুটা হলেও উন্নতি ঘটবে আবহাওয়ায় ৷ তবে বৃষ্টি এখনই পিছু ছাড়ছে না দক্ষিণবঙ্গবাসীর ৷ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছেই ৷ এই পরিস্থিতিতে শেষ মুহূর্তে কতটা লাভের মুখ দেখেন মৃৎশিল্পীরা, তাই এখন দেখার বিষয় (Durga Puja 2022) ৷