ETV Bharat / state

Suvendu Adhikari: এসব ফালতু কথার কোনও উত্তর দেব না, সুদীপ্ত সেন প্রসঙ্গে শুভেন্দু - Suvendu Adhikari

সারদা মামলায় সুদীপ্ত সেনকে ব্ল্যাকমেল করে টাকা নেওয়ার অভিযোগ করে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ৷ সেই প্রশ্ন শুভেন্দুবাবুকে করা হলে তিনি মেজাজ হারান (Suvendu Adhikari slams Bengal Govt) ৷

Suvendu Adhikari
এসব ফালতু কথার কোনও উত্তর দেব না, সুদীপ্ত সেন প্রসঙ্গে শুভেন্দু অধিকারী
author img

By

Published : Jun 24, 2022, 10:35 PM IST

বারুইপুর, 24 জুন : শুক্রবার আদালত থেকে বেরিয়ে সুদীপ্ত সেন সাংবাদিকদের বলেন, তাকে ব্ল্যাকমেল করে শুভেন্দু অধিকারী টাকা নিতেন ৷ আর এই কথা প্রসঙ্গে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে তিনি মেজাজ হারান ৷ তিনি সাফ জানিয়ে দেন, এইসব ফালতু কথার উত্তর দেবেন না (Suvendu Adhikari slams Bengal Govt) ৷

কেন্দ্রীয় সরকারের 8 বছরের সেবা, সুশাসন ও কল্যাণের প্রচারে বারুইপুরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে শুক্রবার মিছিল করে বিজেপি । বারুইপুর জেলা পার্টি অফিস থেকে বারুইপুর মহকুমা শাসকের কার্যালয় পর্যন্ত পদযাত্রা করা হয় । সেখানে একটি ছোট সভাও করেন তিনি । সেই সভায় রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন শুভেন্দু অধিকারী ৷ এদিন তিনি, ববিতার চাকরি নিয়ে আদালতের নির্দেশকে স্বাগত জানিয়ে এটিকে ঐতিহাসিক রায় বললেন ৷

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে অটল বিহারী বাজপেয়ী রাষ্ট্রপতি করেছিলেন আব্দুল কালামকে । নরেন্দ্র মোদি জনজাতি-উপজাতির একজনকে রাষ্ট্রপতি প্রার্থী করেছেন । একমাত্র বিজেপিই এটি পারে বলে দাবি শুভেন্দুর । এই জনজাতির বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়, তাই কংগ্রেস ও সিপিএমকে নিয়ে বিরোধিতা করছেন তিনি ।

এসব ফালতু কথার কোনও উত্তর দেব না, সুদীপ্ত সেন প্রসঙ্গে শুভেন্দু অধিকারী

আরও পড়ুন : "18 বছর না হলেও প্রাথমিক শিক্ষকের চাকরি পেয়েছে", দাবি শুভেন্দু অধিকারীর

রাজ্য সম্পর্কে রাজ্যপালের বক্তব্যকে স্বাগত জানান শুভেন্দু অধিকারী । এই রাজ্যে আইনের শাসন চলে না বলে তাঁর অভিযোগ । গোটা রাজ্যে ভোট ভুয়াে সরকার চলছে, এই ভুয়াে সরকারের স্বাস্থ্যসাথির কার্ড কোথাও চলে না, কোনও নার্সিংহোম নেয় না । যে রাজ্যে ভুয়াে ভ্যাকসিন সাংসদের গায়ে দিয়ে দেয় সেই রাজ্যের সবটাই ভুয়াে ।

বারুইপুর, 24 জুন : শুক্রবার আদালত থেকে বেরিয়ে সুদীপ্ত সেন সাংবাদিকদের বলেন, তাকে ব্ল্যাকমেল করে শুভেন্দু অধিকারী টাকা নিতেন ৷ আর এই কথা প্রসঙ্গে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে তিনি মেজাজ হারান ৷ তিনি সাফ জানিয়ে দেন, এইসব ফালতু কথার উত্তর দেবেন না (Suvendu Adhikari slams Bengal Govt) ৷

কেন্দ্রীয় সরকারের 8 বছরের সেবা, সুশাসন ও কল্যাণের প্রচারে বারুইপুরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে শুক্রবার মিছিল করে বিজেপি । বারুইপুর জেলা পার্টি অফিস থেকে বারুইপুর মহকুমা শাসকের কার্যালয় পর্যন্ত পদযাত্রা করা হয় । সেখানে একটি ছোট সভাও করেন তিনি । সেই সভায় রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন শুভেন্দু অধিকারী ৷ এদিন তিনি, ববিতার চাকরি নিয়ে আদালতের নির্দেশকে স্বাগত জানিয়ে এটিকে ঐতিহাসিক রায় বললেন ৷

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে অটল বিহারী বাজপেয়ী রাষ্ট্রপতি করেছিলেন আব্দুল কালামকে । নরেন্দ্র মোদি জনজাতি-উপজাতির একজনকে রাষ্ট্রপতি প্রার্থী করেছেন । একমাত্র বিজেপিই এটি পারে বলে দাবি শুভেন্দুর । এই জনজাতির বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়, তাই কংগ্রেস ও সিপিএমকে নিয়ে বিরোধিতা করছেন তিনি ।

এসব ফালতু কথার কোনও উত্তর দেব না, সুদীপ্ত সেন প্রসঙ্গে শুভেন্দু অধিকারী

আরও পড়ুন : "18 বছর না হলেও প্রাথমিক শিক্ষকের চাকরি পেয়েছে", দাবি শুভেন্দু অধিকারীর

রাজ্য সম্পর্কে রাজ্যপালের বক্তব্যকে স্বাগত জানান শুভেন্দু অধিকারী । এই রাজ্যে আইনের শাসন চলে না বলে তাঁর অভিযোগ । গোটা রাজ্যে ভোট ভুয়াে সরকার চলছে, এই ভুয়াে সরকারের স্বাস্থ্যসাথির কার্ড কোথাও চলে না, কোনও নার্সিংহোম নেয় না । যে রাজ্যে ভুয়াে ভ্যাকসিন সাংসদের গায়ে দিয়ে দেয় সেই রাজ্যের সবটাই ভুয়াে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.