ETV Bharat / state

Husband Shots Wife: স্বামীর হাতে গুলিবিদ্ধ দ্বিতীয় পক্ষের স্ত্রী

প্রথম পক্ষের স্ত্রীর কথা জানতে পারায় দ্বিতীয় পক্ষের স্ত্রীয়ের সঙ্গে ঝামেলা হয় স্বামীর (Husband second marriage despite having first wife) ৷ এরপর ঘুমন্ত স্ত্রীকে লক্ষ্য করে গুলি চালায় স্বামী। স্ত্রী বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

Husband Shot Wife At Jaynagar
স্বামীর হাতে গুলিবিদ্ধ দ্বিতীয় পক্ষের স্ত্রী
author img

By

Published : Dec 28, 2021, 7:28 AM IST

Updated : Dec 28, 2021, 7:39 AM IST

জয়নগর, 28 ডিসেম্বর: স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে। দ্বিতীয় পক্ষের স্ত্রী যখন প্রথম পক্ষের কথা জানতে পারে তখন স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা শুরু হয়। এরপরই চরম পদক্ষেপ নেয় স্বামী। ঘুমন্ত স্ত্রীকে লক্ষ্য করে গুলি করে ফেরার স্বামী (Husband Shot Wife At Jaynagar)। গুরুতর জখম অবস্থায় গৃহবধূ বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর পেটে গুলি লেগেছে। ঘটনাস্থল জয়নগর থানার অন্তর্গত ঢোষা-চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের তিলপী গ্রামের।

পাঁচ বছর আগে গ্রামেরই যুবক সাবিরুল শেখ ভয় দেখিয়ে জোর করে আয়েষাকে বিয়ে করে বলে অভিযোগ ৷ স্বামীর প্রথম স্ত্রীর কথা জানতে পারেন ওই গৃহবধূ। এরপর প্রতিদিনই স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলত বলে প্রতিবেশীদের দাবি। এমনকি বেশকিছু দিন আগে স্বামী-স্ত্রীর মধ্যে চরম গণ্ডগোল হলে সাবিরুল শ্বশুর বাড়িতে আগুন লাগিয়ে পালিয়ে যায়। পরে গ্রামে সালিশি সভা হয় এবং ওই দম্পতি আবারও সংসার করতে থাকে।

স্বামীর হাতে গুলিবিদ্ধ দ্বিতীয় পক্ষের স্ত্রী

আরও পড়ুন: একনজর দেখা দিয়েই ধাঁ... দক্ষিণরায়ের খোঁজে ড্রোন ওড়াল বন দফতর

স্থানীয় সূত্রে খবর, সোমবার একটি জনসভা ছিল এলাকায়। আয়েষার শরীর খারাপ থাকায় ঘরের মধ্যে বিছানায় ঘুমিয়েছিলেন। সুযোগ বুঝে সাবিরুল ঘরের মধ্যে ঢুকে স্ত্রীকে পেটে গুলি করে পালিয়ে যায়। যন্ত্রণায় চিৎকার শুরু করে দেয় গৃহবধূ। পরিবারের অন্যান্যরা জনসভা থেকে ফিরে এসে দেখেন ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থা ওই গৃহবধূ পড়ে রয়েছেন। তারা গ্রামবাসীদের সাহায্যে ওই গৃহবধূকে উদ্ধার করে প্রথমে পদ্মেরহাট হাসপাতালে নিয়ে যায় পরে সেখান থেকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে এসে পৌঁছয় জয়নগর থানার পুলিশ। অভিযুক্তের খোঁজে এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

জয়নগর, 28 ডিসেম্বর: স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে। দ্বিতীয় পক্ষের স্ত্রী যখন প্রথম পক্ষের কথা জানতে পারে তখন স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা শুরু হয়। এরপরই চরম পদক্ষেপ নেয় স্বামী। ঘুমন্ত স্ত্রীকে লক্ষ্য করে গুলি করে ফেরার স্বামী (Husband Shot Wife At Jaynagar)। গুরুতর জখম অবস্থায় গৃহবধূ বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর পেটে গুলি লেগেছে। ঘটনাস্থল জয়নগর থানার অন্তর্গত ঢোষা-চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের তিলপী গ্রামের।

পাঁচ বছর আগে গ্রামেরই যুবক সাবিরুল শেখ ভয় দেখিয়ে জোর করে আয়েষাকে বিয়ে করে বলে অভিযোগ ৷ স্বামীর প্রথম স্ত্রীর কথা জানতে পারেন ওই গৃহবধূ। এরপর প্রতিদিনই স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলত বলে প্রতিবেশীদের দাবি। এমনকি বেশকিছু দিন আগে স্বামী-স্ত্রীর মধ্যে চরম গণ্ডগোল হলে সাবিরুল শ্বশুর বাড়িতে আগুন লাগিয়ে পালিয়ে যায়। পরে গ্রামে সালিশি সভা হয় এবং ওই দম্পতি আবারও সংসার করতে থাকে।

স্বামীর হাতে গুলিবিদ্ধ দ্বিতীয় পক্ষের স্ত্রী

আরও পড়ুন: একনজর দেখা দিয়েই ধাঁ... দক্ষিণরায়ের খোঁজে ড্রোন ওড়াল বন দফতর

স্থানীয় সূত্রে খবর, সোমবার একটি জনসভা ছিল এলাকায়। আয়েষার শরীর খারাপ থাকায় ঘরের মধ্যে বিছানায় ঘুমিয়েছিলেন। সুযোগ বুঝে সাবিরুল ঘরের মধ্যে ঢুকে স্ত্রীকে পেটে গুলি করে পালিয়ে যায়। যন্ত্রণায় চিৎকার শুরু করে দেয় গৃহবধূ। পরিবারের অন্যান্যরা জনসভা থেকে ফিরে এসে দেখেন ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থা ওই গৃহবধূ পড়ে রয়েছেন। তারা গ্রামবাসীদের সাহায্যে ওই গৃহবধূকে উদ্ধার করে প্রথমে পদ্মেরহাট হাসপাতালে নিয়ে যায় পরে সেখান থেকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে এসে পৌঁছয় জয়নগর থানার পুলিশ। অভিযুক্তের খোঁজে এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

Last Updated : Dec 28, 2021, 7:39 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.